বলিউড অভিনেত্রী কালকি কোচলিনের সঙ্গে নিশ্চয় আলাপ করানোর প্রয়োজন নেই! তিনি এমন একজন অভিনেত্রী যিনি সোজা সাপটা কথা বলতে, মতামত তুলে ধরতেই পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রযোজক বন্ধুকে নিয়ে বিস্ফোরক কালকি। রেগে গিয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছিল কাঁটা চামচ দিয়েই ওর মুখে খুঁচিয়ে দি…।’
কিন্তু কী এমন ঘটেছিল কালকির সঙ্গে?
বিবিসি-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কালকি বলেন, ‘সেদিন আমরা দুপুরে একসঙ্গে বসে লাঞ্চ করছিলাম। ঠিক তখনই ওই প্রযোজক বন্ধু আমাকে বললেন যে আমার হাসির জন্য আমার মুখে যে বলিরেখা পড়ে, সেটা ঢাকতে আমার নাকি ফিলার দরকার। শুনেই আমার এতটা রাগ হয়, মনে হয়েছিল, হাতের কাঁটাচামচ দিয়ে ওর মুখে খুঁচিয়ে দি, যদিও আমি সেটা করিনি। নিজেকে সামনে নিয়ে বলেছিলাম, ঠিক আছে, তাহলে আমি হাসব না। তাই আমার মনে হয় বুঝেশুনে রসিকতা করা উচিত।’
কালকি জানান, আসলে সেদিন ওই প্রযোজকের অভিনেত্রী বান্ধবীর বোটক্স করানো নিয়ে আলোচনা হচ্ছিল। আর তখনই কালকিকে মুখের বলিরেখা ঢাকতে ফিলার আনার পরামর্শ দেন।
সোশ্যাল মিডিয়া নিয়ে কালকির ঠিক কী বক্তব্য?
কালকি কোয়েচলিন মনে করেন, সোশ্যাল মিডিয়া ও এই অবাস্তব সৌন্দর্যের মানদণ্ডের কারণেই মহিলাদের উপর চাপ বাড়ছে। তবে, আবার অভিনেত্রী মনে করেন, সোশ্যাল মিডিয়ার কারণে শুধুই যে খারাপ হয়েছে তা নয়, অনেকক্ষেত্রে এটি বেশ ইতিবাচক পরিবর্তনও এনেছে। এখন নারীরা মা হওয়া, সন্তানের লালন-পালনের পরেও নিজেদের কেরিয়ার নিয়ে এগিয়ে যেতে চান।
বলিরেখা নিয়ে কী মত অভিনেত্রীর?
তবে আজকাল অল্পবয়সীদের মধ্যে সৌন্দর্য বৃদ্ধির জন্য অস্ত্রোপচার করানো বা অকালেই মুখ বদলে ফেলার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কালকি। তাঁর কথায়, তিনি নিজের বলিরেখা নিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেন। "এখন একটা নতুন স্তর এসেছে, সেটা হলো বয়স। বাস্তবতা হলো আমার বলিরেখা আছে এবং আমি এখনও ক্যামেরার সামনে আছি। আমি আসলে আমার মুখের সাথে কিছু করতে চাই না, তাই আমাকে এতে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে," তিনি বলেন।