নাম কালকি কোয়েচলিন। অভিনেত্রী হিসাবে এই নাম বলিপড়ায় বেশ পরিচিত। বর্তমানে ইজরায়েলি বয়ফ্রেন্ড, পেশায় পিয়ানোবাদক গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে রয়েছেন কালকি। তাঁর সন্তানের মাও হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেরিয়ার, প্রেম, সম্পর্ক সহ নানান বিষয়ে রাগঢাক না রেখে জবাব দিয়েছেন কালকি।
কালকি জানিয়েছেন, একসময় একাধিক প্রেম, শারীরিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। কালকি জানিয়েছেন, একসময় পুরনো সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি, নতুন প্রেমিকের সঙ্গে সহবাসও করেছেন। বরং পুরনো সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্যই নতুন পুরুষের সঙ্গে সহবাস করতেন। আবার সেকথা বর্তমান সঙ্গীকে বলতেন, যাতে পুরনো সম্পর্ক থেকে বের হয়ে আসা যায়। এমনকি বিচ্ছেদের পর অন্তত ৬ মাস প্রাক্তনের সঙ্গে সম্পর্ক রাখেন না বলে জানিয়েছেন কালকি। অভিনেত্রীর কথায়, এই সময়টা প্রাক্তনের সঙ্গে মানসিক দূরত্ব রাখা অপরিহার্য। তাতে সমস্য়া বাড়ে বৈ কমে না।
পুরনো সম্পর্ক ভুলে নতুন সম্পর্কে এগিয়ে যাওয়ার বিষয়ে নানা পরামর্শ দিয়েছেন কালকি কোয়েচলিন। তাঁর কথায়, নতুন সম্পর্ক শুরু করার আগে অন্তত দু'সপ্তাহ অপেক্ষা করা উচিত।
বর্তমান জীবনে পিয়ানোবাদক গাই হার্শবার্গের সম্পর্কে তাঁদের একটা মেয়েও রয়েছে। নাম স্য়াফো। প্রসঙ্গত, এর আগে করিনা কাপুরের রেডিও শো ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-এ কালকি জানিয়েছিলেন, তাঁর গর্ভধারণের বিষয় এক্কেবারেই পরিকল্পনা মাফিক ছিল না। তাঁর কথায়, ‘আমি প্রথমে বিশ্বাস করিনি। আমি গিয়ে পরীক্ষা করাই, খবর জানতে পারর পর আমি আমার পার্টনার গাইকে জানাই-ও শুনে দারুণ খুশি হয়েছিল। আমার গোটা বিষয়টার সঙ্গে মানিয়ে নিতে এক-দু’দিন সময় লেগেছিল’।
সাম্প্রতিক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, তিনি আবারও কি বহুগামী সম্পর্কে যেতে চান? আর তাতে কালকির উত্তর ছিল, ‘এখন আমি বিবাহিত এবং আমার একটা বাচ্চা রয়েছে। তাই আমার মনে হয় না যে আমি এসব ফালতু বিষয়ের জন্য সময় বের করার আর সময় রয়েছে। যা করেছি সবই অতীতে।’
প্রসঙ্গত, এর আগে পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন কালকি। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত অনুরাগের সঙ্গে বিবাহিত সম্পর্কে ছিলেন তিনি।