সম্প্রতি কামিয়া জানি এবং জাহ্নবী কাপুরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জাহ্নবীর বাড়িতে বসে তাঁরা একসঙ্গে অভিনেত্রীর পছন্দের একটি খাবার খাচ্ছেন। কী? ইডলি দিয়ে সম্বর নয়, চিকেন কারি। আর এটা খেতে গিয়েই একটা অদ্ভুত প্রতিক্রিয়া দেন ফুড ব্লগার। যা দেখে যারপরনাই বিরক্ত হয়েছেন নেটিজেনরা।
কী ঘটিয়েছেন জাহ্নবী এবং কামিয়া?
জাহ্নবী এবং কামিয়ার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই জনপ্রিয় ফুড ব্লগারকে অভিনেত্রী বলছেন ইডলি দিয়ে চিকেন কারি খেতে। এটা শুনেই তিনি চমকে ওঠেন। বলেন এমন অদ্ভুত খাবার তিনি কখনও খাননি। এটা শুনে জাহ্নবী তাঁকে আশ্বস্ত করেন যে তিনি একবার টেস্ট করে দেখুন ভালো লাগবে। এরপর কামিয়া চামচ দিয়ে ইডলি খেতে গেলে তাঁকে বাঁধা দেন জাহ্নবী। হলেন হাত দিয়ে খেতে। সেটা শুনে কামিয়া বলেন হাত দিয়ে কীভাবে ইডলি খাবেন? উত্তরে অভিনেত্রী বলেন তিনি সবই হাত দিয়ে খান। এমনকি ম্যাগিও।
এরপরই কামিয়া চিকেন কারি দিয়ে ইডলি খেয়ে বলেন যে ব্যাপারটা অদ্ভুত হলেও দারুণ খেতে। সবাই যেন ট্রাই করেন। এরপরই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'উত্তর ভারতীয়রা এসব বুঝবেন না।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'উত্তর ভারতের কেউ হুট করে দক্ষিণে এলে এমনই প্রতিক্রিয়া হয়।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'দক্ষিণের বাড়ি বাড়িতে এটা খুব জনপ্রিয়।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এটা কী দেখে ফেললাম! এবার ইডলির দোকানে এসব অদ্ভুত খাবার খেতে দেবে।'
কেউ কেউ আবার কামিয়াকে পুরোনো এক প্রসঙ্গে টেনে এনে কটাক্ষ করেন। যে তিনি আগে নিজেকে নিরামিষাশী বলেছিলেন, তাহলে এখন কীভাবে মাংসের ঝোল খাচ্ছেন। কেউ আবার জাহ্নবীর হাত দিয়ে খাওয়ার কথায় অবাক হয়েছেন।