পুরীর নিয়ম ভেঙেছেন জনপ্রিয় ইউটিউবার কামিয়া জানি! তাঁর কাণ্ড কারখানায় বেজায় চটেছেন সেখানকার পান্ডারা। বিতর্ক উসকে যেতেই সাফাই দিলেন তিনি। জানালেন তিনি 'সাচ্চা হিন্দু', এসব তিনি মোটেই খাননি।
এদিন কামিয়া একটি ভিডিয়ো পোস্ট করে গোটা বিষয়টা ব্যাখ্যা করেন। জানান তিনি ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়ান। দেশের ইতিহাস, সংস্কৃতি, গল্পের ভিডিয়ো বানিয়ে তিনি সকলের কাছে পৌঁছে দেন। তাঁর ভিডিয়ো অজয় দেবগন সহ একাধিক বলিউড তারকা তো বটেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক রাজ্যের নেতা মন্ত্রীরা পর্যন্ত শেয়ার করেন। তিনি দেশের নানা জানা অজানা কথা সকলের কাছে ছড়িয়ে দিতে চান। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন জায়গার খাবারের কথাও তিনি তাঁর পোস্টে জানিয়ে থাকেন।
আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে ১৩ বছর পার, স্মৃতি হাতড়ে অনুপম বললেন, 'একটা দুর্দান্ত সফর'
আরও পড়ুন: সপ্তাহান্তের ব্যবসায় জোর টক্কর! টিকিট বিক্রির নিরিখে এগিয়ে কে প্রধান নাকি কাবুলিওয়ালা?
তেমনই ভাবেই তিনি কিছুদিন আগে কেরল গিয়ে সেখানকার এক দোকানে যে বিশেষ দুটি পদ সেগুলো নিয়ে কথা বলেন। আর এই দুটি পদের একটি ছিল বিফ কারি। তিনি যেহেতু এগুলো নিয়ে কথা বলেছেন সেহেতু অনেকেই ভেবেছেন তিনি বুঝি বিফ খেয়েছেন। তারপর পুরী মন্দিরেও গিয়েছেন এবং এভাবেই নাকি তিনি সেখানকার নিয়ম ভেঙেছেন।
আরও পড়ুন: বিয়ের আগে পাপারাৎজির প্রশ্নে লজ্জায় লাল আরবাজ, 'কখন আসব'র উত্তরে কী বললেন?
এ হেন বিতর্ক উসকে যেতেই সরব হলেন কামিয়া। জানালেন, 'আমি ভারতের সংস্কৃতি খাবারের কথা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য নানা জায়গায় যাই, সেগুলো নিয়ে ভিডিয়ো বানাই বটে, কিন্তু তার মানে এটা নয় যে আমি সেগুলো খেয়েছি। আমি একজন সাচ্চা হিন্দু। আমি মন দিয়েই এই ধর্মটা পালন করি। আশা করি যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল সেটা এবার দূর হবে।'
কে কী বলছেন?
অনেকেই এই ভিডিয়োতে মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'দয়া করে এখন সাফাই দিতে আসবেন না।' আরেক ব্যক্তি লেখেন, 'আপনি বিফ খান বা না খান সেটা নিয়ে মাথা ব্যথা নেই, খালি পুরী মন্দিরের পবিত্রতা নষ্ট করবেন না।'