সম্প্রতি টিভির জগৎ নিয়ে মুখ খুললেন কাম্যা পঞ্জাবি। জানালেন এটাই সব থেকে নিরাপদ কারণ এখানে কোনো যৌন নিগ্রহের ঘটনা ঘটে না। কোনও কাস্টিং কাউচ নেই। একই সঙ্গে আরও বেশ কিছু দাবি করেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।
কী কী জানিয়েছেন কাম্যা পঞ্জাবি?
নিউজ ১৮ -কে দেওয়া একটি সাক্ষাৎকারে কাম্য পঞ্জাবি জানিয়েছেন, 'টিভি বরাবরই ভীষণ পরিষ্কার, স্বচ্ছ। আমি জানি না অতীতে কী হতো, কিন্তু এখন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। কোনও নোংরামি নেই আর এখানে। এখানে কেউ কাউকে জোর করে না বা ব্ল্যাকমেল করে না। কোনও কাস্টিং কাউচ নেই। যদি কোনও চরিত্রের জন্য তুমি সঠিক হও, যদি তোমার গুণ থাকে তাহলে তুমি সিলেক্ট হবেই। বিনোদন জগতের মধ্যে টিভির দুনিয়াই সবথেকে বেশি নিরাপদ।'
তিনি এদিন এই বিষয়ে আরও জানান, 'এখানে কোনও যৌন নিগ্রহের ঘটনা ঘটে না। কেউ কাউকে কোনও চরিত্রের লোভ দেখিয়ে শুতে বলে না। যা হয় সবটাই দুপক্ষের সম্মতিতে হয়।' কাম্যার দাবি, 'কিছু অভিনেতা আছেন যাঁরা মেয়েবাজ। কিন্তু একবার যদি স্পষ্ট করে দাও যে তুমি এগুলো পছন্দ করছ না। চাও বা। সেটা আর ঘটবে না। মানে ব্যাপারটা এরম নয় যে কেউ খারাপ ভাবে আপনাকে ছুঁতেই থাকবে আর আপনি অস্বস্তি ফিল করবেন। যদি সাফ সাফ জানিয়ে দাও যে আমার ভালো লাগছে না সেটা আর ঘটবে না। OTT বা ফিল্মের দুনিয়ায় কী হয় আমি জানি না।'