বাংলা নিউজ > বায়োস্কোপ > Bhuban Badyakar: ‘বাদাম শব্দ উচ্চারণ করতে পারছি না’, চোখের জলে দিন কাটছে ‘প্রতারিত’ বাদাম কাকুর!

Bhuban Badyakar: ‘বাদাম শব্দ উচ্চারণ করতে পারছি না’, চোখের জলে দিন কাটছে ‘প্রতারিত’ বাদাম কাকুর!

ভুবন বাদ্যকর।

‘ঠকে গেছি’, কপিরাইটের গেরোয় ফেঁসে নিজের গান নিজেই গাইতে পারছেন না ভুবন বাদ্যকর। আকাশ ভেঙে পড়েছে বাদাম কাকুর মাথায়! 

‘আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’, এই গান গেয়েই জগত জোড়া খ্যাতি পেয়েছিলেন বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকরের। মাস কয়েক আগেও ‘ভাইরাল বাদাম কাকু’র গান ফিরত সবার মুখে মুখে। গান বেঁধে বাংলার সাধারণ বাদাম বিক্রেতা হয়ে ওঠেন লাখ লাখ টাকার মালিক, দোতলা কোঠাবাড়িও তৈরি করেন। তবে হঠাৎ করেই গায়েব ভুবন বাদ্যকর! কোথাউ খোঁজ মিলছে না তাঁর। কোথায় হারিয়ে গেলেন বাদাম কাকু?

এক সংবাদমাধ্যমের সামনে নিজের দুরাবস্থার কথা জানাতে গিয়ে প্রায় কাঁদোকাঁদো পরিস্থিতি ভুবন বাদ্যকরের। কলকাতার এক অনুষ্ঠানে এসে বিস্ফোরক অভিযোগ তাঁর। ভাইরাল গায়কের দাবি, তাঁকে ঠকিয়ে ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি। এর জেরেই কপিরাইটের গেরোয় ফেঁসে এখন ‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না তিনি। টিভি নাইন বাংলাকে বাদাম কাকু বলেন, ‘যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ (সরিয়ে) করে দিচ্ছে। …. কোনও জায়গায় গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে’। বীরভূমের এক সংস্থা ও তার মালিকের বিরুদ্ধে অভিযোগ বাদাম কাকুর। তিনি বলেন, ‘আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরাজি পড়তে জানি না। আমাকে এখন বলছে আমি তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও তোলে না এখন।’

‘বাদাম কাকু’র অজান্তেই তাঁর গানের কপিরাইট কিনেছে অন্যজন, তাই ‘কাঁচা বাদাম’ গান গাওয়াই বন্ধ হয়েছে তাঁর। নিজের গানের টাকা পাচ্ছেন না, অনুষ্ঠান করতে গেলেও তা বন্ধ হয়ে যাচ্ছে, এর জেরে তাঁর নাম বদনাম হচ্ছে হলে আফসোস করলেন এই ভাইরাল সেনসেশন। কথা বলতে বলতেই গলা বুজে আসছিল ভুবন বাদ্যকরের। ইতিমধ্যেই আইনি পথে হেঁটে ওই সংস্থার নামে আদালতে মামলা ঠুকেছেন ভুবন বাদ্যকর। নতুন গান বাঁধার কথা ভাবছেন, তবে মন ভেঙে গিয়েছে পুরোপুরি।

আরও পড়ুন-মেয়ে কোটিপতি, রোজ মাঠে আট ঘন্টা ধরে চাষবাস করেন কঙ্গনার মা! কেন জানেন?

‘কাঁচা বাদাম’ গান ছড়িয়ে পড়েছে দেশে-বিদেশে। এই জনপ্রিয়তায় ভর করে স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’তেও অংশ নিয়েছিলেন বাদাম কাকু ও তাঁর স্ত্রী আদুরি। এখন হাতে কাজ নেই তাঁর, বেশ কষ্ট করেই দিন কাটছে বাদাম কাকুর।

বায়োস্কোপ খবর

Latest News

২০২৫ সালে প্রথম চন্দ্রগ্রহণ কবে? কয়টি গ্রহণ রয়েছে আগামী বছর ! দেখে নিন তারিখ বাংলাদেশ সিরিজেই ৩টি বিরাট নজির গড়তে পারেন যশস্বী, ভাঙতে পারেন রাহানেদের রেকর্ড ধনু,মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ কারা লাকি? রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল সিংহ,কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ১৮ সেপ্টেম্বরের রাশিফল রইল ভরা পূর্ণিমায় ২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ! ১৮ সেপ্টেম্বর গ্রহণ শুরুর সময় কখন? মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? দেখে নিন ১৮ সেপ্টেম্বরের রাশিফল চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.