আজ জন্মাষ্টমী। বাড়ি বাড়িতে চলছে গোপাল পুজো। বাদ গেল না কাঞ্চন মল্লিকের বাড়িও। সেজে উঠেছেন তাঁদের বাড়ির গোপাল। এটাই তাঁদের বিয়ের পর প্রথম গোপাল পুজো। আর এমন দিনে ঈশ্বরের কাছে কী প্রার্থনা করলেন কাঞ্চন-শ্রীময়ী?
আরও পড়ুন: টলিউড আদতে 'মিষ্টি মোড়কে যৌনপল্লি', দাবি ঋতাভরীর, মমতার কাছে কী আবেদন করলেন 'ফাটাফাটি' অভিনেত্রী?
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে মমতাকে একহাত নিলেন জিতু, বললেন, 'ভোটে জিতেছেন মানেই যা ইচ্ছে আইন তৈরি করবেন?'
কী পোস্ট করলেন কাঞ্চন?
কাঞ্চন মল্লিক এদিন তাঁর বাড়ির ঠাকুরের সিংহাসনের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে গোপালের বিগ্রহকে গোলাপি রঙের একটি জামা, মুকুট, হার ইত্যাদি পরানো হয়েছে। ফুল দিয়ে পুজোও দেওয়া হয়েছে। কিন্তু এই বিশেষ দিনে কাঞ্চন এবং তবে ঘরণী কী চাইলেন গোপালের থেকে? টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, 'আমার বাড়ির এটা একটা উৎসব। অবশ্যই করব। আয়োজন চলছে। সাজানো গোছানো চলছে। রাতের দিকে পুজো করব।' কিন্তু কী চাইলেন গোপালের থেকে তাঁরা? এই বিষয়ে জানালেন, 'এখন সবার প্রার্থনা একটাই।'
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের জের, মা হতে চান না সোহিনী! বললেন, ‘এই দেশে সন্তানকে রেখে যাব? পারব না’
আরজি কর নিয়ে উত্তাল গোটা বাংলা। দফায় দফায় পথে নামছে মানুষ। কিন্তু সেই মিছিলের একটিতেও দেখা যায়নি কাঞ্চন বা শ্রীময়ীকে। এমনকি ছোট পর্দার যে প্রতিবাদ মিছিলের আয়োজন হয়েছিল সেখানে দেখা যায়নি শ্রীময়ীকে। অন্যদিকে আর্টিস্ট ফোরামের সমাবেশে গরহাজির ছিলেন কাঞ্চন। কেন? এই বিষয়ে তিনি জানান, 'শ্রীময়ীর আসলে একটা শ্যুটিং চলছে। ও সেখান থেকে ছুটি পায়নি। আমারও একটা শ্যুটিং চলছিল তাই যেতে পারিনি।'
তবে মিছিলে না গেলেও বাকিদের মতো তাঁরাও যে আরজি করের নির্যাতিতার বিচার চান সেটা সুস্পষ্ট করে দেন। প্রসঙ্গত এই বছর মার্চ মাসে দীর্ঘদিন বন্ধু থাকার পর, এবং প্রেম করার পর সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। তার আগে ভ্যালেন্টাইন্স ডের দিন তাঁরা আইনি বিয়ে সারেন।
আরও পড়ুন: আবদার যেন থামেই না! ইমন - জাভেদদের আর্জিতে সা রে গা মা পা -এ পরপর রফির গানে মঞ্চ মাতাল ছোট্ট অনীক