চলতি সপ্তাহে ছোট বড় সবার জন্য এক জোড়া কমিকস চরিত্র পর্দায় আসছে। একদিকে মুক্তি পাচ্ছে নন্টে ফন্টে, আরেকদিকে আসছে টেনিদা। টেনিদা ছবিতেই মুখ্য ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিককে (Kanchan Mullick)। এর আগে সিরিয়াল বলুন বা সিনেমা বহু জায়গাতেই অভিনেতা তাঁর অভিনয় দিয়ে নজর কেড়েছে, কিন্তু ছবির নায়ক বা মূল চরিত্র তিনি, এমনটা কী আগে হয়েছে? খুব ভাবলেও বোধহয় এমন কিছু মনে পড়বে না। এবার নিজের এই ছবির বিষয়ে অভিজ্ঞতা ভাগ করে নিলেন কাঞ্চন মল্লিক নিজেই। ছবি মুক্তির আগে কী জানালেন তিনি দেখুন।
কাঞ্চন মল্লিক ছবি তথা নিজের চরিত্রের বিষয়ে বলেন, 'কোনও ছবিতে কখনও প্রধান মুখ হইনি আগে। আমি বলছি না আমি এই ছবির নায়ক। কিন্তু টেনিদাকে নিয়ে যখন আবার ছবি তৈরি হচ্ছে সেখানে আমি টেনিদার চরিত্রে যখন অভিনয় করার সুযোগ পেলাম তখন সেটা যে কত বড় পাওনা সেটা বলে বোঝানো যাবে না।' তবে তিনি একই সঙ্গে আফসোস করে বলেন, '২৭ বছর সময় লাগল কোনও ছবির পোস্টারের মুখ হতে।'
ছবিতে না হলেও রাজনীতিতে তো তিনি পোস্টারের মুখ হয়েছেন। এখনও আছেন। এই বিষয়ে তিনি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'আমি সবার আগে একজন অভিনেতা। এই যে সিনেমার পোস্টারের মুখ হলাম এটার যে ঠিক কতটা আনন্দ, সেটা কাউকে বলে বোঝানো যাবে না।'
এই ছবিতে টেনিদাকে কোন রূপে দেখা যাবে? কাঞ্চন মল্লিক জানান, 'আমি এই ছবির পরিচালক সায়ন্তন ঘোষালের (Sayantan Ghoshal) সঙ্গে চরিত্রটা নিয়ে বিস্তর আলোচনা করেছি। আসলে টেনিদা এমন একটা চরিত্র যেখানে কেবল মজা নেই। এই চরিত্র ভালো ক্রিকেট খেলে, ফুটবল বোঝে। একই সঙ্গে মিথ্যে বলতেও সে ওস্তাদ। আমি তাই সবসময় চেষ্টা করেছি এই চরিত্রের যে প্রতিটা দিক আছে সেটাকে যেন ঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারি।'
এর আগে চিন্ময় রায়কে (Chinmay Roy) টেনিদার চরিত্রে দেখা গিয়েছিল। এবার তাঁকে দেখা যাবে। ফলে কোথাও কি একটা তুলনা আসবে না? এই প্রসঙ্গে অভিনেতা বলেন, 'কী তুলনা আসবে, কী হবে অত ভাবিনি। কিন্তু আজকালকার দিনে যখন পাড়া সংস্কৃতি হারিয়ে যাচ্ছে তখন সেই সময় দাঁড়িয়ে এই ছবিতে এক টুকরো উত্তর কলকাতার ছবি ফুটে উঠবে। ধরা পড়বে রকে বসে আড্ডা ছবি।'