১ জুন ছিল এবারের লোকসভা নির্বাচনের শেষ এবং সপ্তম দফার ভোট। আর সেদিনই ভোট দিতে গিয়ে হেনস্থার শিকার হলেন ভূতের ভবিষ্যতের পরিচালক অনীক দত্ত। পরিচালক নিজে তাঁর সেই হেনস্থার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। এবার এই ঘটনায় মুখ খুললেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক।
আরও পড়ুন: মৃত্যুর পর ৮ বছর পর ভোট দিলেন অভিনেতা দীপাঞ্জনের শ্বশুর! কাণ্ড দেখে বললেন, 'তোমার হয়ে কাজটা...'
আরও পড়ুন: লাহোর ১৯৪৭ এর শ্যুট শেষ করলেন প্রীতি, কামব্যাক মুভি নিয়ে কেন লিখলেন 'কেরিয়ারের কঠিনতম ছবি'?
অনীক দত্তের হেনস্থা নিয়ে কী বললেন অনীক দত্ত?
অনীক দত্তের হেনস্থা প্রসঙ্গে এদিন টিভি৯ বাংলার তরফে কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক জানিয়ে দেন এই বিষয়ে তবে কোনও প্রতিক্রিয়া নেই। একই সঙ্গে তিনি বলেন, 'এটা নিয়ে আমার কোনও প্রতিক্রিয়া নেই। খেলা হয়ে গিয়েছে নাকি হবে সেটাও আমার দেখার কথা নয়। ওঁকে কে কী বলেছে কানে কানে, সেটা উনি কীভাবে নেবেন সেটাও ওঁর ব্যাপার। এই বিষয়ে আমি কী বলব?'
একই সঙ্গে কাঞ্চন মল্লিকের সংযোজন, 'আমি আজ ভোট দিতে গিয়েছি, শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে।'
কী হয়েছে অনীক দত্তের সঙ্গে?
গত শনিবার যখন কলকাতা দক্ষিণ কেন্দ্রের একটি বুথে ভোট দিতে যাচ্ছিলেন অনীক দত্ত তখন তিনি দেখেন সেই বুথের বাইরে একাধিক ক্যাম্প বসিয়েছে তৃণমূল। এই বিষয়ে তিনি প্রশ্ন করতেই তাঁকে উদ্দেশ্য করে তৃণমূল কর্মীরা খেলা হবে স্লোগান দিতে থাকে। ৩০-৪০ জন তাঁর দিকে ধেয়ে আসেন বলেও দাবি করেন পরিচালক। এমনকি অপরাজিতর পরিচালকের কথায় তাঁকে নাকি তৃণমূল কর্মীরা খুনের হুমকি দিয়েছে, গালিগালাজ করতেও ছাড়েনি। এই বিষয়ে বলে রাখা ভালো অনীক দত্ত বাম সমর্থক। তাঁকে বিভিন্ন সময় বামেদের মিটিং মিছিলে দেখা গিয়েছে। বর্তমান রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার তাঁর সংঘাতও হয়েছে।
এদিন যখন অনীক দত্তকে হেনস্থা করা হয় তখন তাঁর সঙ্গে কলকাতা দক্ষিণের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী সায়রা শাহ হালিমও ছিলেন।