বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের গলাতে মালা দিয়েছেন বিধায়ক, অভিনেতা। ২ মার্চ, শনিবার প্রিন্সটন ক্লাবে বসেছিল কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের আসর। নিজেদের বিয়েতে জমিয়ে মজা করেছেন নব-দম্পতি। সকালের গায়ে হলুদ থেকে রাতের বিয়ে, বাসর রাত, সব আনন্দই চেটেপুটে নিয়েছেন তারকা দম্পতি।
নববধূ শ্রীময়ী চট্টোরাজ নিজেই বাসর ঘরের ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, শ্রীময়ী যখন সিঁদুর পরা নববধূ লুকে বাসর ঘরে ঢুকলেন, তখন তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়ে উল্টেই পরে গেলেন উপস্থিত অন্যান্য যুবক-যুবতীরা। ব্য়াকগ্রাউন্ডে তখন বাজল 'প্রিটি ওম্যান' গান। ঘরে সাদা গেঞ্জি আর ট্রাউজারে দেখা গেল কাঞ্চন মল্লিককেও। তিনিও যেন নতুন বউ-এর সৌন্দর্যে ‘ভিরমি’ খেলেন!
এরপর আবার বাসর রাতে 'বোলে চুড়িয়া' গানের সঙ্গে নাচতে দেখা গেল শ্রীময়ীকে। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে লেখা হয়েছে, ‘সারা রাত আমরা এটাই করেছি। আরও একবার তোমাদের দুজনকে অভিনন্দন।’
আরও পড়ুন-খুশিতে আত্মহারা! ‘চোখ তুলে দেখো না কে এসেছে…’ গানে নাচলেন নতুন বউ শ্রীময়ী
কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের যে নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। তাতে প্রতি পদক্ষেপে নতুন বউ শ্রীময়ীকে নানান গানে নেচে আনন্দ উদযাপন করতে দেখা গিয়েছে। তবে কাঞ্চনও কিছু কম যান না। সোশ্যালে উঠে আসা একটা ভিডিয়োতে দেখা যাচ্ছে 'যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে' গানের সঙ্গে শ্রীময়ী ও অন্যান্যদের সঙ্গে কাঞ্চনও নাচছেন। তাঁর হাতে তখন খাবারের থালা।
এদিকে আবার এরই মাঝে কাঞ্চনকে চলে যেতে দেখে শ্রীময়ী বলে ওঠেন, ‘এই শোনো শোনো কেমন লাগছে আমাকে?’ আর বর প্রশংসা করতেই আনন্দে একেবারে গদগদ হয়ে পড়েন শ্রীময়ী। আবদার করে বসেন, ‘তাহলে একটা চুমু খাও’।
যদিও সোশ্যাল মিডিয়ায় বয়সের ফারাকের কারণে কম ট্রোল হচ্ছেন না নবদম্পতি। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসা কাঞ্চন মল্লিকের বয়স বর্তমানে ৫৩। আর সেখানে শ্রীময়ী চট্টরাজের বয়স নাকি মাত্র ২৭! অনেকেই কটাক্ষ করে লিখছেন, ‘বুড়ো বয়সে কচি বউ’! যদিও এসব ট্রোলারদের পাত্তা দিতে নারাজ তৃণমূলের বিধায়ক-অভিনেতা। বলেন, ‘না আমি নিজের বয়স লুকিয়েছি, না শ্রীময়ী ওপ বয়স লুকিয়েছে। আমাদের কোনও সমস্যা নেই। তাই নেটিজেন বা সিটিজেন কে কী বলল, তাতে আমাদের কিছু যায় আসে না।’