বিয়ের আগে থেকে বিয়ের পর, প্রেমে কাঞ্চন-শ্রীময়ীর জুড়ি মেলা ভার। বহুদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন, গতবছর( ২০২৪) প্রেম দিবসে (১৪ ফেব্রুয়ারি) সকলকে চমকে দিয়ে আইনি বিয়েটা সেরে ফেলেন এই তারকা জুটি। আর তাই এবছর ভ্যালেন্টাইনস ডে-র দিনই প্রথম বিবাহবার্ষিকী জমিয়ে সেলিব্রেট করলেন কাঞ্চন ও শ্রীময়ী।
কীভাবে বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন টলিপাড়ার এই লাভ-বার্ড?
বিয়ের ১ বছর পূর্তি উপলক্ষ্যে পার্টি মুডে দেখা গেল কাঞ্চন-শ্রীময়ীকে। এদিন বিধায়ক-অভিনেতা পত্নী পরেছিলেন লাল রঙের সিল্কের হল্টার-নেক বডিকন গাউন, গলায় ছিল মুক্তোর মালা। নিজের চুল খোলাই রেখেছিলেন শ্রীময়ী। হাতে ছিল একটা সুন্দর ঘড়ি। পোশাকের সঙ্গে মিলিয়ে মেকআপ করেছিলেন তিনি। অন্যদিকে, কাঞ্চনের পরনে সাদা শার্টের সঙ্গে ছিল ব্লু ব্লেজার ও টাউজার।
গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিলে রাখা কেক কেটে সেলিব্রেট করতে দেখা গেল তারকা জুটিকে। বাজি ফাটল, আবার শ্রীময়ীকে গোলাপ দিয়ে প্রেম নিবেদনও করেন কাঞ্চন। আর তারপরই একদম রাজ-শুভশ্রীর স্টাইলে শ্রীময়ীর ঠোঁটে প্রকাশ্যেই ঠোঁট রাখলেন কাঞ্চন। লেন্সবন্দি হল, তাঁদের সেই রোম্যান্টিক মুহূর্ত।
বরাবরই খুল্লাম খুল্লাই প্রেম করারই পক্ষে এই জুটি। তাঁদের ভালোবাসায় কোনও লুকোচুরি নেই। তাই সোশ্যাল মিডিয়াতেও নির্দ্বিধায় সেই সমস্ত ছবি পোস্ট করেছেন তাঁরা।
আরও পড়ুন-কঙ্গনার রেস্তোরাঁয় মিলবে নিরামিষ ও আমিষ খাবার, দাম কত? মধ্যবিত্ত কি পারবে সেখানে খেতে?
তবে এখানেই শেষ নয়, নিজেদের এই বিশেষ দিনটা আরও বিশেষ করে তুলেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রেখেই দেখা গেল ফুল, আলো, বেলুনে সাজানো খাট। হ্য়াঁ, ঠিকই ধরেছেন ওই দিনটিতে এক্কেবারে দ্বিতীয় ফুলশয্যার ব্যবস্থাও করে ফেলেছিলেন তারকা জুটি। এই সেলিব্রেশনে আমন্ত্রিত ছিলেন তারকা জুটির একান্ত ঘনিষ্ঠরাই।
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি কাউকে কিচ্ছু না বলে আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন ও শ্রীময়ী। তারপর ২৫ মার্চ আয়োজন করা হয়েছিল সামাজিক বিয়ের। এরপরেও আরও চমকের বাকি ছিল। আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় জন্ম নেয় দম্পতির প্রথম সন্তান। নাম রাখেন কৃষভি। আপাতত তাঁকে ঘিরেই দম্পতির সুখের সংসার।
প্রসঙ্গত, কাঞ্চন-শ্রীময়ীর বন্ধুত্ব এক দশকেরও বেশি পুরোনো। একসময় পিঙ্কি-কাঞ্চনের বাড়িতে অগাধ যাতয়াত ছিল শ্রীময়ীর। মন দেওয়া-নেওয়ার পর্ব কবে সেরেছেন দুজনে, তা জানা নেই। তবে শেষ পর্যন্ত ২৩-২৪ বছরের ছোট শ্রীময়ীকেই বিয়ে করে ফেলেন কাঞ্চন।