ঘণ্টাকয়েকের মধ্যেই পুরো বদলে গেল ছবি! সকালে শ্রীময়ী চট্টরাজ জানিয়েছিলেন তিনি অন্তঃসত্ত্বা নন, তবে শনিবার রাতে কাঞ্চন মল্লিক হিন্দুস্তান টাইমসকে জানালেন কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি! ফুটফুটে রাজকন্যের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। আরও পড়ুন-কালীপুজোয় ‘স্ফীতোদর’ আগলে শ্রীময়ী! বিয়ের ৯ মাস, বছর ঘুরতেই মা হচ্ছেন? কাঞ্চন-ঘরণী বললেন….
হ্যাঁ, বিয়ের ৯ মাসের মাথায় শ্রীময়ীর কোল আলো করে এল ‘মা লক্ষ্মী’। শনিবার সন্ধ্যায় পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন , এই খবর কাঞ্চন ঘরণী। সন্ধ্যায় এই খবর রটতেই হিন্দুস্তান টাইমস বাংলা যোগযোগ করেছিল শ্রীয়মীর সঙ্গে। তাঁর ফোন ধরেন কাঞ্চন মল্লিক। উচ্ছ্বাস ধরা পড়ল অভিনেতার কণ্ঠে। তিনি জানান, ‘আমিই আসলে শ্রীময়ীকে বারণ করেছিলাম খবরটা কাউকে জানাতে। জানি না কোথা থেকে খবরটা ফাঁস হয়ে গিয়েছিল। এইটুকুই বলব, আমার ঘরে লক্ষ্মী এসেছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে’।
দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেয়ে আনন্দে আত্মহারা অভিনেতা। বললেন, ‘ভেবেছিলাম মা আর বাচ্চা সুস্থ হওয়ার পর আমি নিজেই মিডিয়াকে খবরটা দেব। আমার কেমন নিজেকে লো-বাজেটের শাহরুখ খান মনে হচ্ছে। আমার পিছনে কী সারাক্ষণ পাপারাৎজি থাকে? জানি না। শ্রীময়ী মাঝে একটু অসুস্থ হয়ে পড়েছিল, তবে এখন মা-মেয়ে একদম সুস্থ আছে।’
কাঞ্চন জানালেন মেয়ের নাম রেখেছেন কৃশবি (Krishvi)। মেয়েকে প্রথমবার দেখে কেমন অনুভূতি? অভিনেতা বললেন, ‘আমি ছিলাম ওটি-তে শ্রীময়ীর পাশে। আই অ্যাম সো সো হ্যাপি (হাসি)। মা লক্ষ্মী এল ঘরে…. আমার বাড়িতে কালীপুজো হয়। আজ অন্নকূট, ও মা লক্ষ্মী। সবাই ওঁর জন্য প্রার্থনা করুন। যেন ওহ ভালো থাকে’।
গত ২রা মার্চ ধুমধাম করে কাঞ্চন মল্লিকের সঙ্গে সাত পাক ঘুরেছেন শ্রীময়ী। আইনি বিয়েটা অবশ্যই গত ফ্রেবুয়ারিতেই সেরে ফেলেছিলেন দুজনে। বিয়ের ৯ মাস পূর্তিতে জীবনের সেরা উপহার পেলেন তারকা দম্পতি। বিয়ের পর কম কটাক্ষের মুখে পড়েননি তাঁরা, তবে ভালোবেসে পরস্পরের হাত শক্ত করে ধরে থেকেছেন।
ইনস্টাগ্রামেও মেয়ের জন্মের খবর নিশ্চিত করেছেন কাঞ্চন। মিস্টার অ্যান্ড মিসেস মল্লিক জানান, ‘এই শুভ মুহূর্তে আমাদের জীবনের সেরা খবরটা আমরা জানাতে পেরে গর্বিত। আমরা এখন তিন জনের পরিবার….আমাদের মেয়ে কৃশবিকে আর্শীবাদ করবেন’। আনন্দের জোয়ারে ভাসছেন কাঞ্চন ও শ্রীময়ী। হিন্দুস্তান টাইমস বাংলার তরফেও রইল তারকাকে দম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা।