বাংলা নিউজ > বায়োস্কোপ > Kanchan-Sreemoyee: শ্রীময়ীকে নিয়ে জন্মদিনের পার্টিতে, ছেলে ওশ নয়, তবে কাঞ্চনের কোলে এই খুদে শিশুটি কে?

Kanchan-Sreemoyee: শ্রীময়ীকে নিয়ে জন্মদিনের পার্টিতে, ছেলে ওশ নয়, তবে কাঞ্চনের কোলে এই খুদে শিশুটি কে?

কাঞ্চন-শ্রীময়ীর সঙ্গে এই খুদে শিশুটি কে?

নিজের পারিবারিক এক অনুষ্ঠানে স্ত্রী শ্রীময়ীকে নিয়ে হাজির হয়েছিলেন কাঞ্চন মল্লিক। কাঞ্চন পরেছিলেন কালো সার্টিনের শার্ট, সঙ্গে কালো প্যান্ট। অন্যদিকে শ্রীময়ী হল্টারনেক ব্লাউজের সঙ্গে কালো শিফনের শাড়ি পরেছিলেন। এরপর সেজেগুজে দুজনেই পৌঁছে যান অনুষ্ঠানে। কিন্তু গিয়েছিলেন কোথায়?

কাঞ্চন-শ্রীময়ী, নেটপাড়ায় চর্চার অন্যতম নাম হল এই দুটি। একে কাঞ্চন মল্লিকের তিন নম্বর বিয়ে, তাও আবার অসমবয়সী প্রেম, তাই বিধায়ক-অভিনেতার সঙ্গে শ্রীময়ীর জুটি নিয়ে কিছু কম চর্চা হয়নি। নিত্যদিনই তাঁরা এখন নেটিজেনদের চর্চার বিষয় হয়ে উঠেছেন। তবে তাঁদের নিয়ে কে কী বলছেন, তাতে কিচ্ছু যায় আসে না এই চর্চিত দম্পতি। বরং একে অপরের সঙ্গে প্রেম, নতুন দম্পত্য বেশ উপভোগ করছেন তাঁরা। একে অপরের প্রতি ভালোবাসার ইস্তেহার দিয়ে ছবি, ভিডিয়ো কোনও কিছুই পোস্ট করতে দ্বিধা করেন না কাঞ্চন-শ্রীময়ী।

সম্প্রতি নিজের পারিবারিক এক অনুষ্ঠানে স্ত্রী শ্রীময়ীকে নিয়ে হাজির হয়েছিলেন কাঞ্চন মল্লিক। কাঞ্চন পরেছিলেন কালো সার্টিনের শার্ট, সঙ্গে কালো প্যান্ট। অন্যদিকে শ্রীময়ী হল্টারনেক ব্লাউজের সঙ্গে কালো শিফনের শাড়ি পরেছিলেন। এরপর সেজেগুজে দুজনেই পৌঁছে যান অনুষ্ঠানে। কিন্তু গিয়েছিলেন কোথায়?

বিধায়ক, অভিনেতা কাঞ্চন মল্লিকের পোস্ট দেখা জানা যাচ্ছে তিনি গিয়েছিলেন তাঁর ভাইপো রিও-র জন্মদিনে। ভাইপোর জন্মদিনের বেশকিছু মুহূর্তের ছবি পোস্ট করে কাঞ্চন লিখেছেন, 'ছোট্ট ভাইপো রিও'র জন্মদিনে খুড়শ্বশুর , জ্যাঠশ্বশুর তদসহ শ্বাশুড়ি এবং শালা-শালীদের সাথে সুন্দর মুহুর্ত'।

জন্মদিনে ছোট্ট রিওকে একটা পাঞ্জাবি পরে চকোলেট কেক কাটতে দেখা যাচ্ছে। আবার কখনও তাকে আইসক্রিমে মন দিতেও দেখা গিয়েছে। জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে কাঞ্চন-শ্রীময়ীকে পরিবারের অন্যান্যদের সঙ্গে পোজ দিতেও দেখা গেল। অনুষ্ঠানে দেখা মিলল আরও এক শিশুর। কাঞ্চন রিও-র সঙ্গে তাকেও কোলে নিয়ে ছবি তুললেন। কিন্তু সেই শিশুর পরিচয় অবশ্য মেলেনি।

আরও পড়ুন-‘কোথাকার কে রোগা কাঞ্চন, চোষা পাটালির মতো গাল, ২৮ কোমর…’ শ্রীময়ীকে পাশে নিয়েই বেফাঁস অভিনেতা!

আরও পড়ুন-‘বুনো ওলের জন্য বাঘা তেঁতুল-ই লাগে, আর আমি একটু ত্যাঁদড় টাইপের’, শ্রীময়ীকে টেনে এসব কী বললেন কাঞ্চন!

প্রসঙ্গত, কাঞ্চন নিজেরও এক সন্তান রয়েছে তাঁর বিবাহ-বিচ্ছিন্না দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নাম ওশ। তবে ওশ এখন মা পিঙ্কির সঙ্গেই থাকেন। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস ফাইভের ছাত্র সে। একসময় বাবা-মা কাকে সে সবথেকে বেশি ভালোবাসে? এই প্রশ্নের উত্তরে ওশের জবাব ছিল 'বাবা'। যা শুনে পিঙ্কি নিজেও অবাক হয়ে গিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সবই বদলেছে। বাবা-মায়ের বিচ্ছেদে নাকি মায়ের সঙ্গেই থাকতে চেয়েছিল ওশ। 

২০২৪ সালের জানুয়ারি মাসে কাঞ্চন-পিঙ্কির আইনি বিচ্ছেদ হলেও, মামলা চলছিল প্রায় বছর দুই। মাঝে কাঞ্চনের অভিযোগ ছিল, পিঙ্কি নাকি তাঁকে একমাত্র সন্তান ওশের সঙ্গে দেখাও করতে দিতে চান না। তবে এবার ডিভোর্সের পর ওশের দায়িত্ব গিয়েছে তাঁর মায়ের কাছেই। সন্তানকে নিজের কাছে রাখার দাবিও জাননি কাঞ্চন। তবে শোনা যায়, খোরপোশ হিসেবে দিয়েছেন ৫৬ লক্ষ টাকা।

বায়োস্কোপ খবর

Latest News

'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর নদী থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে কি খুন?‌ বহরমপুরে চারদিন পর খোঁজ মিলল মমতার ফোনেও কাজ হল না, ইস্তফার সিদ্ধান্তে অনড় জহর! এবারও 'দেরিতে' হল অ্যাকশন? মিশনারি কলেজে গণেশ পুজো করতে গেল এবিভিপি, শোরগোল চরমে, পুলিশ এল ক্যাম্পাসে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.