আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ভ্যালেন্টাইনস ডে। ঠিক একবছর আগে এই দিনেই আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। তাই হিসেব মতো এবার এই প্রেম দিবসেই তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। আর প্রেমের বিষয়ে কাঞ্চন-শ্রীময়ীর জুড়ি মেলা ভার। আর বিয়ের ১ বছরের মধ্যেই মেয়ে কৃষভির হাত ধরে কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়েছে।
তবে বিয়ের একবছরের মাথায় একে অপরকে কত নম্বর দিলেন কাঞ্চন-শ্রীময়ী? এই সময়-কে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের প্রেম নিয়ে নানান কথা খোলসা করেন তারকা দম্পতি। কাঞ্চনের জন্য শ্রীময়ী দেওয়া নম্বর গুলি হল, 'ছেলে হিসাবে কাঞ্চন ১০০য় ১০০, বাবা হিসাবে ১০০য় ৮০, প্রেমিক হিসাবেও ১০০য় ৮০, তবে স্বামী হিসাবে ১০০য় ৪০।
তবে নতুন বউ শ্রীময়ীকে নিয়ে কী বললেন কাঞ্চন মল্লিক? রাগে বউকে কত নম্বর দেবেন? এই প্রসঙ্গে কাঞ্চন অবশ্য বলেন, তাঁর বউ সঙ্গত কারণেই রাগেন। সংসার সামলানোর জন্য যেমন মা লক্ষ্মীর মতো বউ দরকার, তেমনই প্রয়োজনে ছিন্নমস্তার রূপও ধারণ করা প্রয়োজন। অভিনেতা-বিধায়ক পত্নী অবশ্য অকপটে মেনে নেন, তাঁর অভিমান একটু বেশিই, তবে তা সামাল দেওয়ার কোনও প্রচেষ্টাই বাকি রাখেন না কাঞ্চন।
আরও পড়ুন-‘বহু বছর হল আমার কথা বন্ধ হয়ে গিয়েছে…’ বিচ্ছেদের পর মালাইকার মুখোমুখি হতেই বললেন অর্জুন
আরও পড়ুন-পুলিশ স্টেশনে ওয়ান্টেড বোর্ডে ছিল তাঁর ছবি! কী বললেন পঙ্কজ ত্রিপাঠি?
তবে কাঞ্চন-শ্রীময়ীর প্রেম, অসম বয়সী বিয়ে নিয়েও বিতর্ক এবং তা নিয়ে লোকজনের চর্চার শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় লোকজন এই দম্পতিকে নানান কারণে আক্রমণ করতে ছাড়েন না। সে বিষয় উঠতেই শ্রীময়ী বলেন, ‘মাঝে মাঝে ভাবি যমজ সন্তান হলে নাম রাখতাম তর্ক-বিতর্ক।’ তবে ভালো-মন্দ দুইয়ে মিলেই জীবন, তা থেকে ভালোটাই গ্রহণ করতে চান তিনি।
এদিকে বিয়ের এই ১ বছরে কে বেশি কথা বলেন, কাঞ্চন-নাকি শ্রীময়ী? এবিষয়ে তারকা দম্পতি জানান, কাঞ্চন কথা কম বলেন বউ-এর কথা শোনেন বেশি, অর্থাৎ কথাটা বেশি শ্রীময়ীই বলেন। কিন্তু রান্নাটা কে ভালো করেন কর্তা না গিন্নি? এবিষয়ে কাঞ্চনের উত্তর , ‘একটা সময় ও রাঁধতেই পারত না, তবে এখন ওর হাতের মটন ছাড়া আমি খাই-ই না।’ শ্রীময়ী অবশ্য বলেন, ‘একটু আধটু রাঁধতে পারলেও কোন রান্নায় কী ফোড়ন দিতে হয়, তা কাঞ্চনই বলে দেন।’ সকলে ঘুম ভাঙলে চা-কফি অমলেট বানিয়ে তাঁকে কাঞ্চনই খাওয়ান।