মধুচন্দ্রিমায় নিয়ে যাচ্ছেন না কাঞ্চন, এনিয়ে শ্রীময়ীর মনে ছিল একরাশ ক্ষোভ। তবে সেই ক্ষোভ মিটিয়ে দিলেন কাঞ্চন মল্লিক। নতুন বউকে নিয়ে গেলেন মালদ্বীপে। সেখানকার ওয়াটার ভিলায় একান্তে সময় কাটাচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী। মধুচন্দ্রিমার নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নতুন বউ শ্রীময়ী।
মঙ্গলবার অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োতেই নীল সমুদ্র সংলগ্ন পুলের জলে ডুব দিয়ে জলকেলিতে মজতে দেখা গেল কাঞ্চন-শ্রীময়ীকে। ভিডিয়োতে খালি গায়ে ধরা দিলেন কাঞ্চন। আর শ্রীময়ীকে দেখা গেল কালো বিকিনিতে। তাঁদের সেই ভিডিয়ো দেখে নেটপাড়ার পারদ যে চড়েছে, তা বলাই বাহুল্য। এই ভিডিয়ো দেখে নেটপাড়ায় অনেকেই বলছেন, ৫০ পার করেও কাঞ্চন যেন আরও তরুণ, আর রোম্যান্টিক হয়ে উঠেছেন। আর শ্রীময়ীও ডুবে রয়েছেন বরের প্রেমে। সব সলিয়ে হানিমুনে গিয়ে জমে উঠেছে কাঞ্চন-শ্রীময়ীর রোম্যান্স। ভিডিয়ো পোস্ট করে ক্যাপশানে শ্রীময়ী লিখেছেন, ‘ভালোবাসা আজ আকাশে-বাতাসে’।
এর আগে শ্রীময়ীর শেয়ার করা ভিডিয়োতে দেখা যায় তাঁরা উইথ পুল ওয়াটার ভিলা বুক করেছেন হানিমুনের জন্য। রিসর্টের নাম না জানালেও, জানা যাচ্ছে ওই ভিলায় এক রাত থাকার জন্য খরচ পড়ে ৫০ হাজার থেকে ১ লক্ষ থাকা, কখনো তারও বেশি।
সোমবার মধুচন্দ্রিমায় পৌঁছেই লাল বিকিনিতে সুইমিং পুল থেকে ছবি শেয়ার করে করেন শ্রীময়ী। সেই ভিডিয়োতেই ধরা পড়েছিল তাঁদের বুকিং করা সেই ওয়াটার ভিলা। একাধিক প্রাইভেট দ্বীপে থাকা রিসর্টগুলিতে রয়েছে সেই ওয়াটার ভিলা। সেখানে যেমন সুযোগ সুবিধা রয়েছে, তেমনই দামও আকাশছোঁয়া।
গত রবিবারই জন্মদিনের সেলিব্রেশন নিয়ে Hindustan Times Bangla-র সঙ্গে কথা বলার সময় শ্রীময়ী বলেছিলেন, ‘বিয়ের ৫-৬মাসে কেটে গিয়েছে এখনও হানিমুনে যাইনি বলে অনেকের কাছে ক্ষোভ প্রকাশ করেছি, খুব দুঃখ করেছি। তাই কাঞ্চন সারপ্রাইজ দেবে বলেছে। তবে কাঞ্চন বলেছে, ‘এমন জায়গায় নিয়ে যাব, যে গেলেই মন খুশি হয়ে যাবে।’ কোথায় যাচ্ছি, সেটা নিশ্চয় সকলকে জানাব।’
আর ঠিক পরদিনই নতুন বউকে নিয়ে মধুচন্দ্রিমায় উড়ে যান কাঞ্চন। বোঝাই যায়, জন্মদিনে বউকে দেওয়া কথা ভুলে যানি কাঞ্চন মল্লিক।