অপেক্ষা ছিলই, অবশেষে নববর্ষেই দেখা মিলল কাঞ্চন কন্যার। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে ৩ মাসের মেয়ে কৃষভিকে নিয়েই সামনে এলেন কাঞ্চন শ্রীময়ী। সঙ্গে ছিলেন শ্রীময়ীর মাও। তবে তাঁদের মধ্যে ক্যামেরা ধরে ছিলেন কাঞ্চন মল্লিক, আর সোশ্যাল মিডিয়ার জন্য সকলে মিলে বলে উঠলেন Happy New Year।
শ্রীময়ী বললেন, ‘Happy New Year from Us, এখন ও, মানে কৃষভি ছোট বলতে পারছে না, তবে ও আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে। আর ২০২৫, নতুন বছর, নতুনভাবে শুরু হোক, সমস্ত অতীত ভুলে, যার যত খারাপ স্মৃতি ছিল, সেগুলো ফেলে দিন, আর নতুনভাবে খুব খুব ভালোভাবে, সুস্থ ভাবে নিউ ইয়ার সেলিব্রেট করুন।’ আর শ্রীময়ী যখন কথাগুলো বলছিলেন, তখন ছোট্ট কৃষভিকে তাঁর কোলেই দেখা গেল। গোলাপি রঙের শীতের পোশাক পরেছিল সে, মাথা ঢাকা ছিল গোলাপি রঙের উলের টুপিতে।
তবে নাহ, এবারও কাঞ্চন-শ্রীময়ী কন্যার মুখ শেষপর্যন্ত দেখা যায়নি। শুধু ছোট্ট ছোট্ট তার দুটো পা নড়াচড়া করতে দেখা গেল। তবে কৃষভির একঝলক দেখা পেতেই বেশ খুশি কাঞ্চন-শ্রীময়ী অনুরাগীরা। ১ জানুয়ারি ২০২৫, নববর্ষের প্রথমদিনে মেয়ে, মা আর স্বামী কাঞ্চন মল্লিকের সঙ্গে আরও কয়েক টুকরো ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। তবে কোনওটিতেই এখনও কৃষভির মুখ প্রকাশ্য়ে আনা হয়নি। ছবির ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সকলকে জানাই ইংরেজি নতুন বছরের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা।’
এদিকে ক্রিসমাস সেলিব্রেট করে সদ্য৩ মাসের মেয়েকে নিয়ে পেলিং থেকে ফিরেছেন কাঞ্চন-শ্রীময়ী। তবে সিকিমের কনকনে ঠান্ডায় অতটুকু মেয়েকে নিয়ে কীভাবে ঘুরেছেন তারকা দম্পতি? এমন প্রশ্ন জেগেছে বহু মানুষের মনে। তবে এবিষয়ে শ্রীময়ী জানিয়েছেন, ছোট্ট কৃষভিকে মূলত সামলেছে তাঁর দিদুই। অভিনেত্রী জানান, ‘আমার মায়ের কাছে মেয়ে ছিল। আমরা সবাই মিলে খুব হইহই করেছি। তবে এক ফোঁটা বিরক্ত করেনি কৃষভি। কান্নাকাটিও করেনি। খুদেও চুটিয়ে উপভোগ করেছে পুরো সফর।’। তিনি আরও জানিয়েছেন, একরত্তি সঙ্গে থাকায় প্লেনে যাত্রা করতে পারেননি তাঁরা। তাই ট্রেনেই গিয়েছেন এনজেপি। যাওয়ার সময় বুক করেছিলেন ফার্স্ট ক্লাসে। আর ফেরেন বন্দে ভারতে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। এরপর মার্চ মাসে হয় তাঁদের সামাজিক বিয়েও হয়। আর রেজিস্ট্রির সাড়ে ৮ মাসের মাথাতে জন্ম হয় কৃষভির। ২ নভেম্বর কাঞ্চন কন্যার জন্ম, আপাতত খুদের বয়স ৩ মাস।