প্রতিদেন সেখানে ভিড় জমাচ্ছেন কোটি কোটি মানুষ। ১৪৪ বছর পর এসেছে মহাকুম্ভ। এই মহাযোগ শেষ হবে শিবরাত্রির পূণ্যতিথিতে। সেখানে তাই পুণ্যস্নানের যাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না প্রায় কেউই। বলিউড থেকে টলিউড মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানে যেতে ছাড়ছেন না তারকারাও। টলিপাড়া থেকেও ইতিমধ্যেই বহু লোকজন মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফিরেছেন। বাদ গেলেন না কাঞ্চন-শ্রীময়ী।
২২ ফেব্রুয়ারি সক্কাল সক্কাল মহাকুম্ভে পৌঁছে গিয়েছেন টলিপাড়ার চর্চিত দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। নৌকা করে মাঝগঙ্গায় যেতে দেখা গিয়েছে তাঁদের। ইনস্টাস্টোরিতে তারই কিছু মুহূর্ত ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন শ্রীময়ী, সঙ্গে জুড়ে দিয়েছেন অরিজিৎ সিং-এর গাওয়া ‘হরহর গঙ্গে’ গানটি। তবে কাঞ্চন-শ্রীময়ী সঙ্গে কি তাঁদের কুম্ভ যাত্রায় সামিল হয়েছিল ছোট্ কৃষভিও? নাহ, সে উত্তর অবশ্য মেলেনি।
আরও পড়ুন-এলাহি আয়োজন! কাঞ্চন-শ্রীময়ীকে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ালেন ঋতুপর্ণা, কী ছিল মেনুতে?

অতি সম্প্রতি (১৪ ফেব্রুয়ারি) বিয়ের পর প্রথম বিবাহ-বার্ষিকী সেলিব্রেট করেছেন কাঞ্চন-শ্রীময়ী। ঘটা করেই হয় বিবাহ-বার্ষিকীর সেলিব্রেশন। সেদিন প্রকাশ্যেই একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতেও দেখা যায় টলি দম্পতিকে।
বিয়ের আগে থেকে পরে একে অপরের প্রেমে ডুবে রয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। বউ-এর কোনও ইচ্ছেই পূরণ করতে বাকি রাখে না বিধায়ক অভিনেতা। আর তাঁরা দুজনেই আধ্যাত্মিক, তাই এবার মহাকুম্ভে পুণ্যস্নানের সুযোগও হাতছাড়া করলেন না এই টলি দম্পতি। তবে শুধু কাঞ্চন-শ্রীময়ী নন, এবার মহাকুম্ভে স্নান সেরেছেন অপরাজিতা আঢ্য, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, রচনা বন্দ্যোপাধ্যায়, রানা সরকার, শ্রীকান্ত মোহতা, দেবলীনা কুমার, ইমন চক্রবর্তী সহ আরও অনেকেই।
প্রসঙ্গত ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি কাউকে কিচ্ছু না বলে হঠাৎই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন ও শ্রীময়ী। এরপর ২৫ মার্চ সামাজিক বিয়েটাও সেরে ফেলেন তাঁরা। এরপর আরও চমকের বাকি ছিল। আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় জন্ম নেয় দম্পতির প্রথম সন্তান। নাম রাখেন কৃষভি। আপাতত তাঁকে ঘিরেই দম্পতির সুখের সংসার এই দম্পতির।
যদিও বিয়ে অনেকটা পরে হলেও এক দশকেরও বেশি পুরোনো কাঞ্চন-শ্রীময়ীর বন্ধুত্ব। একসময় পিঙ্কি-কাঞ্চনের বাড়িতে অগাধ যাতয়াত ছিল শ্রীময়ী চট্টরাজের। কাঞ্চনকে দাদা বলতেন তিনি। কিন্তু কবে তাঁরা মন দেওয়া-নেওয়ার পর্ব কবে সেরে ফেলেছিলেন তা কারোর জানা নেই। তবে শেষ পর্যন্ত ২৩-২৪ বছরের ছোট শ্রীময়ীকেই বিয়ে করে ফেলেন কাঞ্চন মল্লিক।