সোমে সোহিনীতে বাঁধা পড়েছেন শোভন গঙ্গোপাধ্যায়। সারেগামাপা খ্যাত গায়কের ব্যক্তিগত জীবন হামেশাই থেকেছে চর্চায়। এর আগে বয়সে বড় ইমনের সঙ্গে খুল্লমখুল্লা প্রেম করেছেন তিনি, অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গেও শোভনের প্রেম ছিল ওপেন সিক্রেট। আরও পড়ুন-‘বিরোধী হলেই রাজাকার…’, কোটা আন্দোলে জ্বলছে বাংলাদেশ! শান্তির বার্তা ‘জামাই’ কবীর সুমনের
কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই প্রেম। এরপর সোহিনীকে মন দেন গায়ক। শোভনের সুরে ভেসে যায় নায়িকার মনও। গত বর্ষায় প্রথম আলাপ থেকে এই বর্ষায় আইনি বিয়ে। অনেকটা পথ পার করে ফেলেছেন তাঁরা। বিয়ের পর শুভেচ্ছার পাশাপাশি কটাক্ষের বন্যা সোশ্যালে। অনেকেই শোভনকে ‘দ্বিতীয় কাঞ্চন’ বলে বিঁধতে ছাড়েননি। শোভনের এটা প্রথম বিয়ে, তবে শোভনের একাধিক প্রেমের সঙ্গে কাঞ্চনের একাধিক বিয়েকে জুড়ে দিয়ে মজা লুটছেন অনেকে।
কেউ সোহিনীর সঙ্গে বিয়ের ছবির পাশে প্রাক্তনদের সঙ্গে শোভনের ছবি পোস্ট করে লিখছেন, ‘সব চুম্বন চিরস্থায়ী হয় না…’। কেউ বলছেন, ‘বাজারে এসে গেল নতুন কাঞ্চন মল্লিক’। বিয়ে নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি কাঞ্চনকে। হাঁটুর বয়সী শ্রীময়ীকে বিয়ে করে রীতিমতো ট্রোলড কাঞ্চন। এবার শোভন-সোহিনীর পাশে দাঁড়ালেন কাঞ্চন। তিনি টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘একটা ফুটফুটে বাচ্চা ছেলে শোভন। সদ্য বিয়ে করেছে। ওকে নিয়ে এই নোংরামি বন্ধ হোক অবিলম্বে।’
বিরক্তির সুর কাঞ্চনের গলায়। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক বলেন, ‘কারও একাধিক সম্পর্ক তৈরি হলেই তাঁকে ‘দ্বিতীয় কাঞ্চন’ নামকরণ করা হবে, এটা একটা বিশ্রী বিষয়। খুবই নোংরা। এটা একেবারেই ঠিক না। আর সব ব্যাপারে আমাকে টানেন কেন আপনারা?’
গোটা বিষয় নিয়ে শোভন বা সোহিনী কিন্তু মুখ খোলেননি। শোভনের মতো এর আগে সোহিনীও একাধিক সম্পর্কে থেকেছেন। অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে তো লিভ ইন সম্পর্কে ছিলেন নায়িকা। তবে অতীত মুছে ফেলে শোভনের সঙ্গে নতুন শুরু টলিউডের সত্যবতীর।
সোমবার বিয়ের পর বুধবার গায়কের বেলুড়ের বাড়িতে ঘরোয়া বউভাতের অনুষ্ঠান সম্পন্ন হয় সোহিনী-শোভনের। ঘরোয়া বউভাতের দুপুরে একদম সাবেকি সাজেই ধরা দিলেন বর-কনে। নতুন কনে সেজেছিলেন হালকা গোলাপি রঙা কাতান বেনারসি। সঙ্গে বিয়ের গয়নায় উজ্জ্বল সোহিনী। গলায় চোকার, তিন থাকের সোনার নেকলেস-এর সঙ্গে যোগ হয়েছে ডোকরা নেকলেস। কানে ঝুমকো। কপালে চন্দনচর্চিত, সিঁথি রাঙানো শোভনের নামের সিঁদুরে, চুলে খোঁপায় জড়ানো ফুলের মালা। কাজল কালো চোখ, নাকের নোলক তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। একদম লক্ষ্মীমন্ত নতুন বউ শোভন-ঘরণী। সোহিনীর বরকে এদিন দুপুরে পাওয়া গেল সাদা পাঞ্জাবি আর ধুতিতে। সঙ্গে মাল্টিকালার হাফ জ্যাকেট।
দুজনে পরস্পরকে কথা দিয়েছেন, ‘আগলে রাখার, যত্নে থাকার’।