১০ জানুয়ারি কাঞ্চন মল্লিকের সঙ্গে বিচ্ছেদ হয় পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। ১ মাসের মধ্যেই কাঞ্চন তৃতীয় বিয়ে করেন নেন শ্রীময়ী চট্টোরাজকে। তবে পিঙ্কির সময় কাটছে ছেলে ওশ আর নিজের কাজকে নিয়েই।
বরাবরই সামাজিক মাধ্যমে নানা অনুপ্রেরণামূলক ভিডিয়ো, ছবি শেয়ার করেন তিনি। এবারে শেয়ার করলেন ৬০ বছর বয়সের এক মহিলার ভিডিয়ো। যাকে দেখা গেল জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করতে। যিনি তুলে ফেলছেন ৬০ কেজির ওজন অনায়াসে। ক্যাপশনে লেখা, দুই সন্তানের মা ওই মহিলা। ছেলেদের উৎসাহেই যোগ দেন জিমে। প্রথম প্রথম কাজ করত একটা অস্বস্তি। পরে উপভোগ করতে থাকেন জিমে আসা।
আরও পড়ুন: ৬ বছরের ছোট রাতুলকে বিয়ে, এ কী রূপে সামনে এলেন রূপাঞ্জনা! হানিমুনেই বদলে গেল সব
আর এই ভিডিয়ো শেয়ার করেই পিঙ্কি লিখলেন, ‘ভারত পারে আবার তার শ্রেষ্ঠত্বে ফিরতে। শুধু দরকার মহিলাদের ক্ষমতায়নের পুরুষদের আরও উৎসাহ’।
আরও পড়ুন: এ যেন বার্বি ডল! থাই চেরা গোলাপি-কালো গাউনে কানের গালা ডিনারে ‘সুন্দরী’ কিয়ারা
বিচ্ছেদের পর খোলাখুলি নিজের বক্তব্যকে সামনে রেখেছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, এই মুহূর্তে পুণরায় বিয়ে করার কথা ভাবছেনও না তিনি। এমনকী, একবার ডিভোর্সি কাঞ্চনকে বিয়ের সিদ্ধান্ত যে ভুল ছিল, মেনে নেন সেকথাও। করোনা চলাকালীন ২০২১ সালেই এসেছিল তাঁদের দাম্পত্য ভাঙার খবর। এমনকী, সেই সময় কাঞ্চন ও শ্রীময়ীর ‘পরকীয়া’র কথাও সামনে এনেছিলেন তিনিই। ছুটেছিলেন পুলিশে এফআইআর করতে।
শ্রীময়ী বলেছিলেন আনন্দবাজারকে, ‘কোনও বিবাহবিচ্ছেদ পুরুষের বাহ্যিক রূপ দেখে বিয়ে করা উচিত নয়। অল্পদিনের মধ্যেই কাঞ্চনের প্রেমে পড়ে যাই। মাত্র তিন-চার মাস প্রেম করে তার বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। তবে এটা আমার সঠিক সিদ্ধান্ত ছিল না। আরেকটু সময় নিয়ে কাঞ্চনকে বিয়ে করা উচিত ছিল আমার। বিয়ে একটা ইনস্টিটিউশন, সেটা নিয়ে পড়াশোনা করা উচিত। তাহলে এরকম ভুল হয় না।’
আরও পড়ুন: আইপিএল প্লে অফে আরসিবি, মাঠে চোখ ভর্তি জল বিরাটের, আপ্লুত অনুষ্কার একাজ দেখার মতো
এমনকী, প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখা নিয়েও তাঁর সাফ কথা ছিল, ‘বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ থাকবে কি না, তা আসলে নির্ভর করে সন্তানের উপর। আমাদের ছেলে যশ কিন্তু আর চায় না বাবার সঙ্গে সম্পর্ক রাখতে। বরং মনে করে, আমি আর ও একটা টিম। আমরা খুব ভালো আছি। ওরা (কাঞ্চন-শ্রীময়ী) নিজের মতো করে ভালো থাকুক।’