শুরু থেকেই চর্চায় ছিল কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজের প্রেম ও বিয়ে। একে তৃতীয় বিয়ে, তার উপর ২৬ বছরের ছোট শ্রীময়ীকে বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন কাঞ্চন। হ্যাঁ, ঠিকই শুনছেন, বর্তমানে কাঞ্চনের বয়স যখন ৫৪ তখন শ্রীময়ীর বয়স ২৮। যদিও তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই কেউই খোলামেলা কথা বলতে দ্বিধা করেননা।
সম্প্রতি 'Chup Korr Goss Achhe' নামে এক চ্যাট শোয়ে হাজির হয়ে একে অপরকে নিয়ে নানান কথা খোলসা করলেন কাঞ্চন-শ্রীময়ী। তৃতীয় বউকে নিয়ে ঠিক কী বলেছেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক?
অকপট কাঞ্চন বলেন, ‘যে সময়টা আমি ফেলে এসেছি, সেটা নিয়ে সত্যিই বলতে কোনও দ্বিধা নেই, আমি এমন একটা ফেজের মধ্যে দিয়ে গিয়েছি, যেসময় শ্রীময়ী আমার পাশে ছিল। আমি একসময় চেইন স্মোকার ছিলাম, অ্যালকোহলিক ছিলাম। তবে বর্তমানে আমি নন স্মোকার, নন অ্যালকোহলিক। (মদ্যপান-ধূমপান করি না) এটার জন্য আমার যদি ২৫ শতাংশ চেষ্টা থাকে, তাহলে শ্রীময়ী ৭৫ শতাংশ চেষ্টা রয়েছে। আমার ইলেকশন ক্যাম্পেন থেকে শুরু করে, সবসময়, সব কাজে পাশে ছিল শ্রীময়ী। আমি ঘুরতে যেতাম না, তবে আজ আমি লাদাখ গিয়েছি, মানালি গিয়েছি, যেসব জায়গায় আমি বাপের জন্মে যায়নি। তবে এখন আমি মি টাইম কাটাই।’
কথা প্রসঙ্গে শ্রীময়ী বলেন, ‘যেকোনও পুরুষের জীবনে একজন মহিলার খুব প্রয়োজন হয়, যে খুব ভালো বন্ধু। যে তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিতে পারে। আমিও বন্ধু হিসাবে ওর পাশে থাকার চেষ্টা করেছি। আমি দেখেছি যখন পশ্চিমবঙ্গে কোণায় কোণায় ফাংশান হয়, রাত্রি ৩-সাড়ে ৩টে পর্যন্ত, এমন সময়ও কিন্তু যখন কাঞ্চন মল্লিকের জন্য লোক বসে থাকেন, ওকে দেখার জন্য ১০-১৫হাজার লোক বসে থাকেন। আর সব থেকে বড় কথা ও মানুষকে হাসায়। আমি একটা সময় দেখেছি, শিল্পীর মুখ থেকে হাসিটাই কেড়ে নিল, মানে চলে গেল। আমি কাঞ্চন মল্লিককে দেখেছি একা বালিশে, একা ঘরে কাঁদত। সেখানে আমি বন্ধু হিসাবে পাশে থেকেছি মাত্র।'
এই সাক্ষাৎকারেই আবার নিজেকে নিয়ে কাঞ্চনের অকপট স্বীকারোক্তি, ‘আমি একটু ত্যাঁদড় টাইপের। (এমন কথায় হাহা করে হাসতে শুরু করেন শ্রীময়ী) কথা বলে না, বুনো ওলের সঙ্গে বাঘা তেঁতুল দরকার, তো আমি হলাম বুনো ওল, এই বুনো ওলকে বাঘা তেঁতুল (শ্রীময়ীকে দেখিয়ে) ছাড়া থামাতে পারবে না। আমি নিজেকে চিনি, আমাকে এই বাবু বলে হয় না। আমাকে এই চপ-ই বলতে হয়।’