একদিকে যখন ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলছে, ঠিক তখনই ঘরোয়া ক্রিকেটে ম্যাচ জমালেন তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। কলকাতার রাস্তাতেই জমে উঠেছিল গলি ক্রিকেট। খেলা চলছিল সংঘশ্রী একাদশ বনাম কালীঘাট থানা একাদশের। সংঘশ্রী আয়োজিত এটি ছিল একটি প্রদর্শনী ম্যাচ। আর তাতেই অংশ নিয়েছিলেন অভিনেতা বিধায়ন কাঞ্চন মল্লিক।
রবিবার সন্ধ্যেয় জমে উঠেছিল সেই খেলা। যার কিছু মুহূর্ত উঠে এসেছে কাঞ্চন মল্লিকের সোশ্যাল মিডিয়ায়। কালো প্যান্ট আর নীল-বেগুনি জার্সি, এটাই ছিল বিধায়কের টিমের পোশাক। কাঞ্চন যদিও জিন্সের উপরই টিমের টি-শার্ট গলিয়ে নিয়েছিলেন। ছুটে এসে বল করতেও দেখা যায় অভিনেতাকে। খেলা শেষে তাঁকে বক্তব্য রাখতেও দেখা যায়। আবার কাঞ্চনের বিপরীত টিমকে নীল কলার দেওয়া সাদা জার্সিতে দেখা গেল। বিধায়ক-অভিনেতার পোস্ট দেখে মনে হচ্ছে, খেলা জিতেছে সাদা জার্সির টিমই। অর্থাৎ কাঞ্চনের টিম পরাজিত। যদিও কোন জার্সিটি ঠিক কোন টিমের তা ছবিতে ঠিক স্পষ্ট নয়।
তবে সৌজন্যের এই খেলায় বেশ খুশি হয়েই জয়ী টিম ক্যাপ্টেনের গলায় উত্তরীয় পরিয়ে দিতে, ট্রফি তুলে দিতেও দেখা গেল কাঞ্চন মল্লিককেই।
কাঞ্চনের এই পোস্টের নিচে কমেন্ট করেছেন তাঁর অভিনেত্রী স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। ‘সেরা বোলার এবং চ্যাম্পিয়ন’ টিমের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি।
এদিকে ঘটনাচক্রে এই একই দিনেই ছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। যেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আপাতত সেই জয়ে মাতোয়ারা গোটা দেশ। ঠিক তখনই ঘরোয়া খেলায় নিজের মতো করে ক্রিকেট উপভোগ করলেন কাঞ্চন মল্লিক।
এদিকে ব্যক্তিগত জীবনে শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন কাঞ্চন মল্লিক। যদিও কাঞ্চন মল্লিককে বিয়ে করা নিয়ে কিছু কম কটাক্ষের মুখোমুখি হননি শ্রীময়ী। তবে সেসবে তিনি তোয়াক্কা করেন না। সুখেই কাটছে তাঁদের জীবন। ২ নভেম্বর,(২০২৪) ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। নাম রেখেছেন কৃষভি। যদিও এখনও প্রকাশ্যে আনা হয়নি কাঞ্চন কন্যার মুখ। তবে যে যাই বলুন না কেন, বাবা ও স্বামী হিসাবে কাঞ্চনকে বরাবরই ফুলমার্কসই দিয়েছেন শ্রীময়ী।