'অ্যানিম্যাল'-এর আবরার হককে নিশ্চয় মনে আছে? হ্যাঁ, ববি দেওলের চরিত্রটি। যিনি কিনা তিন-তিনটি বিয়ে করেছিলেন। আর তৃতীয় বিয়ের সময়ই পানীয় গ্লাস হাতে গেয়েছিলেন 'জামাল কুদু'। যে গানটি ছবি মুক্তির আগেই থেকেই ভাইরাল। আর সেই প্রসঙ্গ ধরেই নিজেকে ‘আবরার হক’ ববি দেওলের সঙ্গে তুলনা করে ফেললেন টলিপাড়ার কাঞ্চন মল্লিক। এমন তুলনার কারণটা নিশ্চয় অনুমান করতে পারছেন?
সম্প্রতি 'Chup Korr Goss Achhe' নামে এক চ্যাট শোয়ে তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজকে পাশে নিয়ে হাজির হয়েছিলেন কাঞ্চন মল্লিক। কিন্তু একী! সেখানে এসে যে নিজেকে নিয়েই রসিকতা করে বসলেন কাঞ্চন। বলে বসলেন, ‘জামাল কুদু গানটা আমিই গাইতে পারি, কারণ আমারও তিনটে বিয়ে।’ আসলে কাঞ্চন ট্রোলারের কথাটা নিজের মুখে বসিয়ে মজা করছিলেন। ঠিক তখন পাশে বসে শ্রীময়ী বললেন, ‘ওদের আসলে না ফ্রাস্টেটেড মানসিকতা’।
স্ত্রীর কথার ব্যাখ্যা করে কাঞ্চন বলেন, 'আসলে ইচ্ছে অনেকেরই হয়, যাঁরা সেটা করে উঠতে পারেন না, তখনই নেটদুনিয়ায় লোককে ট্রোল করতে থাকেন। দেখুন গিয়ে পাশের বাড়ির শম্পা, টুম্পা, ঝুম্পা বা অন্য কোনও বউদিরও হয়ত বরের সঙ্গে মালদ্বীপে গিয়ে ওনাদের বর প্রশান্ত বা পাবলোর সঙ্গে এমন ছবি তুলতে ইচ্ছে করে। তবে উনি হয়ত সেটা পারবেন না, হয়ত পুরীটুকু পারবেন বা দিঘা। এবার ওখানে গিয়ে হয়ত উনি ওভাবে ছবি তুলতে পারবেন না, তবে ওনাকে যদি একবার দাও পাবলোদার সঙ্গে, আমার থেকে বেটার ছবি উনি তুলে দেবেন। তবে ওই কাকিমা বা বউদি এখন একটাই পাসপোর্ট হয়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়া, সেখানে যা ইচ্ছে, যাকে যা ইচ্ছে বলা যায়।' শ্রীময়ী তখন বলেন, ‘কারণ সমাজ মাধ্যমে সেই লাইসেন্স নেই…’।
তবে শ্রীময়ী বলেন, ‘যাঁরা ট্রোল করছেন, তাঁরা তো করছেনই, তবে আমি আমার প্রোফাইলে অনেক শুভেচ্ছাও পেয়েছি।’ কাঞ্চন তখন বলেন, ‘আমি কেন এসব পাই না বলত! আসলে তোমায় সুন্দরী দেখতে বলে তোমায় গালাগাল কম দেয়।’ শ্রীময়ী তখন বলেন, ‘সুন্দরী-অসুন্দরীর কথা হচ্ছে না, লোকে তো এটাও ভাবতে পারে, তুমি পেয়ে গেলে, আমি পেলাম না!’ আর তখনই উত্তেজিত কাঞ্চন বলেন, ‘সুন্দরীদের লোক কখনও বলে না, বলে, কোথাকার কে রোগা কাঞ্চন, চোষা পাটালির মতো গাল, ২৮ কোমর, সে কিনা একটা শ্রীময়ীর মতো মেয়েকে নিয়ে ঘুরছে! মর মর…'
সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ে নিয়ে লোকজনের চর্চা প্রসঙ্গে শ্রীময়ী বলেন, ‘আমরা এখন টক অফ দ্যা টাউন হয়ে গিয়েছি।’ কাঞ্চন বলেন, ‘বিয়েটা তো একটা সোশ্যাল ট্যাবু, আর তাই ইনি (শ্রীময়ীকে দেখিয়ে) আমার তৃতীয় স্ত্রী। আমি ওকে ভালোবাসি, সম্মান করি। তবে যদি দেখতে যায়, এগুলোকেও যদি বিয়ে বলা যায়, তাহলে এমন অনেকেই আছেন, যাঁদের ২০টাও বিয়ে হয়ে গিয়েছে…।’