শনিবার ছিল উল্টোরথ। এই উৎসবে প্রভু জগন্নাথের বিশেষ ভাবে আরাধনা করা হয়। কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজও এই সময় জগন্নাথদেবের পুজো করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাড়িতেই প্রভু জগন্নাথের পুজো করলেন তাঁরা। শুধু কী তাই বউকে নিয়ে টোটোয় করে মেলাতেও ঘোরাতে নিয়ে যান কাঞ্চন। খাওয়ান জিলিপি-পাঁপড়ও।
শনিবার মধ্যরাতে শ্রীময়ী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু ছবি ও ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সেখানেই দেখা যায় বরের সঙ্গে রথের মেলায় গিয়েছেন তিনি। তবে গাড়ি করে নয়, বরং টোটোয় চেপে। তবে এটুকুতেই শেষ নয়। মেলা গিয়ে জিলিপ পাঁপড়ও খেয়েছেন তাঁরা।
আরও পড়ুন: বাড়ির জগন্নাথ পুজোয় শাঁখ বাজালেন কাঞ্চন! কী কী ভোগ সাজিয়ে নিবেদন করলেন শ্রীময়ী?
তবে অভিনেত্রীর শেয়ার করা ভিডিয়ো থেকেই জানা যায় তাঁরা যখন মেলায় যান তখন প্রায় রাত সাড়ে ১১টা বাজছিল। যার ফলে মেলা তখন শেষ হয়ে গিয়েছিল প্রায়। তবে তার মধ্যেই যে দু একটা দোকান খোলা ছিল, সেখান থেকেই একটি দোকান থেকে গরম গরম জিলিপি পাঁপড় কিনে তাঁরা খান।
ভিডিয়োয় শ্রীময়ীকে বলতে শোনা যায়, ‘রথের মেলায় এসেছি।’ তারপর নায়িকা টোটোয় বসেই ভিডিয়োয় একটি জিলিপর দোকান দেখান। এরপর দেখা যায় কাঞ্চন জিলিপি কিনছেন। তাঁকে বলতে শোনা যায়, ‘গরম দেখে দিও।’ তারপর শ্রীময়ী ফের তাঁর নিজের দিকে ক্যামেরা ঘুরিয়ে বলেন রথ মানেই জিলিপি আর পাঁপড় ভাজা। দেখুন কাঞ্চনকে আমার পাল্লায় পড়ে কী কী করতে হচ্ছে।' তারপর ফের কাঞ্চনের দিকে ক্যামেরা ঘোরে তিনি বলেন টোটোয় করে বেরিয়েছি জিলিপি খেতে।' তারপর তাঁদের কেনা পাঁপড় ভাজার প্যাকটিও অনুরাগীদের দেখান। তবে তাঁরা দু'জন মিলেই বেরিয়েছিলেন। সঙ্গে তাঁদের মেয়ে কৃষভি ছিল না।
আরও পড়ুন: বড় পর্দায় ‘বামাক্ষ্যাপা’ সব্যসাচী! জানেন মা তারা-র ভূমিকায় কাকে দেখা যাবে?
প্রসঙ্গত, সোজা রথে শ্রীময়ী নিজের হাতে ভোগ রেঁধে প্রভু জগন্নাথকে নিবেদন করার ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সেখানে শ্রীময়ীকে কাঁসর ঘণ্টা ও কাঞ্চনকে শাঁখ বাজাতেও দেখা গিয়েছিল।
উল্লেখ্য, স্নানযাত্রার সময় সপরিবারে দীঘার নব নির্মিত জগন্নাথ হাজির ছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ ও অভিনেতা-তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। সঙ্গে দেখা মিলে ছিল তাঁদের ছোট্ট মেয়ে কৃষভিরও।
লাল-সাদা শাড়িতে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে দেখা যায় শ্রীময়ীকে। ছোট্ট কৃষভির গলাতে ছিল রজনীগন্ধার মালা। সাদা পাজামা-পাঞ্জাবি পরে হাজির হয়েছিলেন কাঞ্চন। দীঘর জগন্নাথধামের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তাঁরা।