বাংলা নিউজ > বায়োস্কোপ > Kanchan's Ex Wife: ‘ওই চোখাচোখিটা কোনওদিন ভুলব না…’, কাঞ্চন অতীত! পিঙ্কির জীবনের সবচেয়ে কাছের কে?

Kanchan's Ex Wife: ‘ওই চোখাচোখিটা কোনওদিন ভুলব না…’, কাঞ্চন অতীত! পিঙ্কির জীবনের সবচেয়ে কাছের কে?

‘ওই চোখাচোখিটা কোনওদিন ভুলব না…’, কাঞ্চন অতীত! পিঙ্কির জীবনের সবচেয়ে কাছের কে?

Kanchan's Ex Wife: কাঞ্চন তাঁর জীবনের ‘ভুল’। সেই ভুল শুধরে সামনের দিকে এগোত চান পিঙ্কি। তাঁর একমাত্র সম্বল ১১ বছরের ছেলে ওশ। 

বিয়ে ভাঙা নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রে থেকেছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিনেত্রী সত্ত্বাকে ছাপিয়ে গিয়েছে কাঞ্চন মল্লিকের দ্বিতীয় বউ পরিচয়। তবে সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি কঠিন পরিস্থিতিতেও হার মানেননি।

বছর তিনেক আগে যখন বরের পরকীয়ার কথা মুখ ফুটে বলেছিলেন পিঙ্কি, তখন কম বিতর্ক হয়নি। শ্রীময়ী সরাসরি জানিয়েছিলেন, বিবাহিত পুরুষের সঙ্গে তিনি সম্পর্কে জড়াবেন না। যদিও চলতি বছরের গোড়ায় সবটা স্পষ্ট হয়ে গিয়েছে। জানুয়ারি মাসে পিঙ্কি-কাঞ্চনের ডিভোর্স চূড়ান্ত হয়। ফেব্রুয়ারিতেই আইনি বিয়ে সারেন কাঞ্চন-শ্রীময়ী। হালে আন্দোলনরত ডাক্তার তথা টলিপাড়ার শিল্পীদের বেতন-বোনাস-পুরস্কার নিয়ে প্রশ্ন তুলে একঘরে কাঞ্চন।

কাঞ্চন তাঁর জীবনের ‘ভুল’, সেটা শুধরে নিয়ে এগোচ্ছেন পিঙ্কি। আপতত ১১ বছরের শিশুপুত্রকে আগলেই তাঁর জীবন। আরজি করের নির্যাতিতা তরুণীর বিচার চেয়ে পথে নেমেছেন। সেখানেও সঙ্গ দিয়েছে ছেলে। পিঙ্কির শক্তির উৎস তাঁর ছেলে। ওশের দিকে তাকালে কাঞ্চনের ছায়া পান না পিঙ্কি। বরং বলেছেন, তাঁর শ্বশুরমশাইয়ের মতো দেখতে ওশকে।

মাতৃত্ব, মাতৃত্বের যন্ত্রণা নিয়ে অকপট পিঙ্কি। এসভিএফ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পিঙ্কির কাছে প্রশ্ন রাখা হয়েছিল, কঠিন সময়ে ছেলেকে কতটা পাশে পান? জবাবে অভিনেত্রী বলেন, ‘সব সময়। যবে থেকে ও হয়েছে। ৮ ফেব্রুয়ারি, ২০১৩, ওই মুহূর্তটা আমি কখনই ভুলব না। যাঁরা মা হয়েছেন তাঁরা সকলেই বুঝতে পারবেন। যন্ত্রণা ছাড়া মা হওয়া যায় না। শুয়ে আছি। হঠাৎ করে দেখছি এটা কাঁথায় মোড়া ছোট্ট একটা কী জিনিস আমার গালের কাছে রাখল বিশ্বাস করুন। আমার মাথাটা ওই দিকে তো, আমার চোখটা সরাসরি চলে যায় ওর চোখে। পুরো চোখাচখি হয়। আমার ছেলে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওই আই কনটাক্টটা না আমি জীবনে কখনই ভুলব না। ওর তো মনে থাকার কথা নয়। তবে আমি ওকে বলি, যখন তুই প্রথমবার আমায় দেখেছিলি, তখন দেখেছিলি এমন করে।’

আরও পড়ুন-‘বিষাক্ত পুরুষের প্রতি বিশ্বস্ত থেকে…’, কাঞ্চন-বিতর্কের মাঝেই চাঁচাছোলা দ্বিতীয় বউ পিঙ্কি

ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস ফাইভের ছাত্র ওশ। বয়সের চেয়ে অনেক পরিণত সে। বাবা-মা'র বিচ্ছেদই তাঁকে অল্প বয়সেই পরিণত করে তুলেছে। এমনকি মা-কে ডিভোর্স পেপারে সই করার জন্যও ওশই অনুপ্রাণিত করেছিল।

মায়ের সঙ্গে ওশ
মায়ের সঙ্গে ওশ

ডিভোর্সের পর এক সংবাদমাধ্যমকে পিঙ্কি জানিয়েছেন, প্রাক্তনের সঙ্গে তখনই যোগাযোগ রাখার প্রয়োজন পড়ে যদি সন্তান চায়। তবে ওশ আর চায় না বাবার সঙ্গে সম্পর্ক রাখতে। সে চায়, কাঞ্চন নিজের জীবনে নিজের মতো করে খুশি থাক। সে নিজে ভালো আছে মায়ের সঙ্গে। ডিভোর্সের সময় খোরপোশ বাবদ পিঙ্কিকে ৫৬ লক্ষ টাকা দিয়েছেন কাঞ্চন। সে-কথা নিজের মুখে জানিয়েছেন পিঙ্কি। সঙ্গে আরও বলেছেন, সেই টাকা ওশের। ওশের লালন-পালনের জন্যই প্রয়োজনে খরচ করবেন।

বায়োস্কোপ খবর

Latest News

IND vs PAK ম্যাচে দর্শক আসনে বুমরাহ! মাঠে কার জন্য গলা ফাটাতে গিয়েছিলেন জসপ্রীত? পদাতিক দেখে 'পাল্টে গেছেন' কবীর সুমন, প্রশংসা পেতেই সৃজিত লিখলেন, ‘একটা বৃত্ত…’ স্বস্তিকার খোঁপার গাঁদা ফুলের প্রেমে পড়ল কুণাল? নায়িকার ছবি দিয়ে গদগদ ক্যাপশন ভারত-পাক ম্যাচে ভেঙে গেল আগের সব রেকর্ড, বিশ্বকাপের গ্রুপ লিগে এত দর্শক এই প্রথম মহাষ্টমীতে বিরল মহাযোগ! মা দুর্গা এত সম্পদ দেবেন, ৪ রাশি কুলিয়ে উঠতে পারবে না 'ওর কাছে বায়না করেছি…' দেবীপক্ষ শুরু হতেই পুজোর আমেজে নুসরত,যশের কাছে কী চাইলেন কল্যাণী JNM হাসপাতালে পৌঁছল জয়নগরের শিশুর দেহ, ময়নাতদন্ত করবেন AIIMSএর চিকিৎসকরা 'পুলিশের গুলিতে হত ১, মণ্ডপ উদ্বোধন করছেন CM', পুজোর চাঁদা নিয়ে সংঘর্ষ ত্রিপুরায় ভারী লহেঙ্গা পরে নাজেহাল শ্রদ্ধা! তাঁর র‌্যাম্পে হাঁটা নিয়ে একী বললেন নেটিজেনরা? ‘লোক ভাবে আমরা অন্ধ বলে…’! সারেগামাপায় আরাত্রিকা-অহনার ডুয়েট, রাঘব বললেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.