ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। তবে দম্পতির হানিমুনটা এখনও বাকি। তবে এবার শ্রীময়ীকে দেখা গেল পরিবারকে নিয়ে ছুটির মেজাজে। এক রিসর্টের পুলে পরিবারের সঙ্গে স্নানের মজা নিতে দেখা গেল অভিনেত্রীকে।
গাঢ় নীল রঙের স্নান পোশাক পরে আছেন শ্রীময়ী। চুল খোঁপা করে বাঁধা। ঠোঁটে ন্যুড লিপস্টিক। বোঝা গেল, বৈশাখের তপ্ত দুপুরে খুব করে পুলের জলের মজা নিচ্ছেন। একটি পানীয়ের গ্লাস হাতে নিয়েও তাঁকে ছবি তুলতে দেখা যায়।
আরও পড়ুন: ‘এরকমই বউ চাই’! রবিবার RCB-র জয়ে আনন্দে নাচল বিরাট-পত্নী অনুষ্কা, ভাইরাল ভিডিয়ো

খুব সম্ভবত, পরিবারের সঙ্গেই ছুটি কাটালেন অভিনেত্রী। তবে প্রশ্ন, সত্যিই কি কাঞ্চন নেই? ভোট প্রচারে ব্যস্ত। নাকি তাঁকে নিয়ে ওঠা বিতর্ককে এড়াতে আসছেন না বউয়ের সোশ্যাল মিডিয়াতে?
এপ্রিলের শেষ সপ্তাহে শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক। সেই সময় প্রচার গাড়ি থেকে কার্যত অপমান করে নামিয়ে দেওয়া হয় কাঞ্চনকে। কল্যাণের দাবি ছিল, কাঞ্চনকে দেখলে গ্রামের মহিলারা রিয়্যাক্ট করছেন। বুঝতে অসুবিধে হয় না, একাধিক বিয়ে, ‘হাঁটুর বসয়ী’ বউ নিয়ে অনলাইনে চলা ট্রোল, ছাপ ফলছে বাস্তবেও।
আরও পড়ুন: আদৃতের বিয়েতে না থাকায় বিতর্কে! রাজের ভোটপ্রচারের গাড়িতে সৌমিতৃষা, যোগ তৃণমূলে?
২০২১ সালে বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর থেকেই কাঞ্চন বিতর্কে। ভোটে জেতার কয়েকদিন পরেই কাঞ্চনের নামে এফআইআর করে, তাঁর তৎকালীন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। বরের নামে শারীরক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন তিনি। সঙ্গে কাঞ্চন আর শ্রীময়ীর ‘পরকীয়া’ও আনেন সামনে।
আরও পড়ুন: ৩৬ বছর বয়সে ৩ বার বিয়ে! এখনও আসে নতুন প্রেমের খবর, কোন টলি-নায়িকার ছবি বলুন তো?
যদিও তারপর থেকে একাধিকবার নিজেদের সম্পর্ককে প্রেমের নাম দিতে চান নি কাঞ্চন বা শ্রীময়ী কেউই। তবে ২০২৪ সালে জানুয়ারি মাসে অফিসিয়ালি ডিভোর্স হয় কাঞ্চন-পিঙ্কির। তারপর ১ মাসের মধ্যেই ১৪ ফেব্রুয়ারি করে নেন শ্রীময়ী আর কাঞ্চন আইনি বিয়ে। তারপর ফেব্রুয়ারিতে হয় সামাজিক বিয়েটা। বিয়ের পর শ্রীময়ীকে এমনটাও বলতে শোনা গিয়েছিল, ‘বিয়ের আগে আমাদের প্রেম করা হয়নি। তাই বিয়ের পরই প্রেমটা করছি’।
তবে কাঞ্চনকে ভোটের প্রচার থেকে কল্যানের ফিরিয়ে দেওয়া নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ করেছেন বহু তারকাই। এমনকী, তৃণমূলের সাংসদ দেব তাঁর ‘প্রধান’ সহ-অভিনেতাকে নিয়ে গিয়েছিলেন নিজের ঘাটাল লোকসভা কেন্দ্রে।