বিয়ের পর প্রথম কালীপুজোয় পরস্পরকে চোখে হারিয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। ভালোবাসায় মাখা সেই ছবি উঠে এসেছে তারকা দম্পতির সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। যা ঘিরে তোলপাড় নেটপাড়ায়। ভিডিয়োর এক জায়গায় ‘স্ফীতদোর’ আগলে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েেছে কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রীকে। চওড়া সবুজ পাড়ের বেগুণি শাড়িতে এক্কেবারে ‘গিন্নী মা’ শ্রীময়ী। কিন্তু বিয়ের বছর ঘুরতেই কি মা হবেন কৃষ্ণকলি খ্যাত অভিনেত্রী?
গত মার্চেই ধুমধাম করে কাঞ্চন মল্লিকের সঙ্গে সাত পাক ঘুরেছেন শ্রীময়ী! বিয়ের ৯ মাস যেতে না যেতেই কাঞ্চনের দ্বিতীয়বার বাবা হওয়ার জল্পনা ভেসে বেড়াচ্ছে টলিপাড়ায়। এই বছর কালীপুজোটা একদম ব্যক্তিগত রেখেছিলেন তারকা দম্পতি। কাছের মানুষদের নিয়েই সেলিব্রেশনে মাতেন দুজনে। সত্যি কি মা হচ্ছেন শ্রীময়ী?
এই খবরের সত্যতা যাচাই করতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল কাঞ্চন ঘরণীর সঙ্গে। প্রশ্ন শুনেই আকাশ থেকে পড়লেন শ্রীময়ী। তারপর খানিক আক্ষেপের সুরে বললেন,'প্রথম থেকেই তো জল্পনা চলছে যে আমি নাকি অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকেই শুনছি! আমি এসব পাত্তা দিই না। পুরোটাই ফেক নিউজ। কী বলব বলুন তো! মার্চ-এপ্রিল থেকেই শুনছি আমি প্রেগন্যান্ট! কোনও মানে হয় না।'
কালীপুজোর সেলিব্রেশনে স্ফীতোদরের প্রসঙ্গ তুলতেই হো হো করে হাসি। শ্রীময়ী বললেন, ‘আমি তো পুজোর দিনে ভারী শাড়ি পরেছি তাও আটপৌরে করে, তাই ওইরকম মনে হয়েছে। পুরোটাই ফালতু কথা।’
কাঞ্চনের দ্বিতীয়বার বাবা হওয়ার জল্পনায় জল ঢাললেন অভিনেত্রী। আপতত চুটিয়ে দাম্পত্য জীবন এনজয় করছেন তাঁরা। চলতি বছর ফেব্রুয়ারিতে আইনি বিয়ে সেরেছিলেন দুজনে, এরপর ২রা মার্চ ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন কাঞ্চন-শ্রীময়ী। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলছে কার্তিক আরিয়ানের ভুলভুলইয়া ৩। ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন কাঞ্চন। শহরে এসে অভিনেতার অভিনয়ের ভূয়সী প্রশংসা করে গিয়েছেন কার্তিক-বিদ্যারা। স্বামীকে নিয়ে গর্বিত শ্রীময়ী। তবে এখনও ভুলভুলাইয়া ৩ দেখে ওঠবার ফুরসৎ মেলেনি। বললেন, ‘দুদিন ধরে পুজোর ব্যস্ততা সামলেছি। এতটুকুও সময় পাইনি। নিশ্চয় ভুলভুলাইয়া ৩ দেখব, কাল-পরশুর মধ্যেই দেখার ইচ্ছে রয়েছে। কাঞ্চনও সঙ্গে যাবে। ও তো কাজের ব্যস্ততার জন্য মুম্বইয়ে ছবির প্রিমিয়ারে যেতে পারিনি। আমার সঙ্গেই দেখবে’।
আরও পড়ুন-ছেলের জন্য নাচতেও রাজি শাহরুখ! দুবাইতে আরিয়ানের ব্যবসার জন্য নয়া স্ট্রাটেজি বাদশার
একইসঙ্গে ভুললেন না নিকষছায়ার নাম উল্লেখ করতেও। হইচই-এর নিকষছায়ায় কাঞ্চনের অভিনয় রীতিমতো সাড়া ফেলেছে। সেটাও দেখতে উদগ্রীব হয়ে রয়েছেন শ্রীময়ী। ওদিকে ভাইফোঁটায় কী প্ল্যান শ্রীময়ীর? বললেন, ‘ভাই-দাদা সকলেই এখন দূরে, তাই এই বছর ভাইফোঁটায় কোনও পরিকল্পনা নেই আমার’।