বি-টাউনের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এখন সাংসদ। এক সাক্ষাৎকারে একবার অভিনেত্রী জানিয়েছিলেন বলিউডে নাকি কেউ তাঁর বন্ধু হওয়ার যোগ্যই নন। কিন্তু এবার খবর সংসদে নাকি তিনি বানিয়ে ফেলেছেন প্রিয় বন্ধু। কে তিনি জানেন? তিনি হলেন, চিরাগ পাসওয়ান।
তাঁদের দুজনের একটি ভিডিয়োও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এএনআই সূত্রে প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় সংসদের বাইরে তাঁদের দু'জনের বন্ধুত্বপূর্ণ মুহুর্তের কিছু ছবি উঠে এসেছে। সেখানে দেখা গিয়েছে, তাঁরা একে অপরকে অভিবাদন জানিয়েছেন।
আরও পড়ুন: জুনিয়র NTR-এর ছবির খলনায়ক এবার লর্ড ববি! নায়িকার ভূমিকাতেও রয়েছে বড় চমক
কী ঘটে ছিল ঠিক?
কঙ্গনা সিঁড়িতে উঠছিলেন, তখন তাঁর পাশে দিয়ে চিরাগও উঠছিলেন সিঁড়িতে। আর চিরাগকে দেখেই অভ্যর্থনা জানান নেত্রী। তাঁর দিকে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য হেসে তিনি ভিতরে চলে যান। ভিডিয়োয় কঙ্গনার পরনে ছিল একটি হলুদ সুতির শাড়ি। অন্যদিকে, সাদা কুর্তা এবং নীল জিন্স পরেছিলেন চিরাগ।
এই মাসের শুরুতে, কঙ্গনা এবং চিরাগকে নয়াদিল্লিতে এনডিএ-র সংসদীয় বৈঠকে দেখা গিয়েছিল। তাঁরা সেখানে হাতও মিলিয়ে ছিলেন। এ প্রসঙ্গে চিরাগ জানিয়েছিলেন যে, তিনি আবার কঙ্গনার সঙ্গে দেখা করতে আগ্রহী। তিনি বলেন, 'আমি ওঁর সঙ্গে দেখা করতে চাই। আমরা সংসদে বৈঠক করব। আমি মনে করি তিনি একজন শক্তিশালী মহিলা, তিনি যেভাবে কথা বলেন, তা সত্যি খুব মনগ্রাহী। আমি সংসদে ওঁর কথা শোনার অপেক্ষায়।'
আরও পড়ুন: ‘এটা খুব মিষ্টি…’ এপি ধিলোনের সঙ্গে প্রেম করার প্রসঙ্গে মুখ খুললেন বনিতা
প্রসঙ্গত, কঙ্গনা হিমাচল প্রদেশে তাঁর নিজের শহর মান্ডি থেকে জয়লাভ করে, এখন নির্বাচিত সাংসদ। তিনি সংসদীয় অধিবেশনে যোগ দিতে বর্তমানে দিল্লিতে রয়েছেন। সেখানে মহারাষ্ট্র সদনে থাকছেন নেত্রী। তবে এখানেই শেষ নয় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তিনি নাকি মহারাষ্ট্র সদনের সমস্ত কক্ষ ঘুরে দেখেন, সেগুলি দেখে তাঁর মনে হয় ওই ঘরগুলি কম আরামদায়ক হতে পারে। একমাত্র মুখ্যমন্ত্রীর স্যুট তাঁর জন্য সঠিক, তাই তিনি সেখানে থাকার জন্য অনুরোধ করেছিলেন। আর তাঁর এই আবদারে মঙ্গলবার প্রধান বিরোধী জোট তোলেনানা প্রশ্ন। শিবসেনার সাংসদ তথা প্রধান মুখপাত্র, সঞ্জয় রাউত বলেন, 'কেন, তিনি মহারাষ্ট্র ভবনের দিকে নজর না দিয়ে, রাষ্ট্রপতি ভবনেই তো থাকতে পারতেন।'
উল্লেখ্য, মান্ডি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করে কঙ্গনা কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে ৭৪,৭৫৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে।