বাংলা নিউজ > বায়োস্কোপ > মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে সাক্ষাত্ কঙ্গনার: আমার সঙ্গে ঘটা অন্যায়ের কথা বললাম

মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে সাক্ষাত্ কঙ্গনার: আমার সঙ্গে ঘটা অন্যায়ের কথা বললাম

ভগত সিং কোশিয়ারির সঙ্গে সাক্ষাত্ করলেন কঙ্গনা (ছবি-টুইটার)

রবিবার মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। 
  • এদিন প্রায় কুড়ি মিনিট ভগত সিং কোশিয়ারির সঙ্গে সাক্ষাত্ করলেন নায়িকা।
  • রবিবার মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এদিন প্রায় কুড়ি মিনিট ভগত সিং কোশিয়ারির সঙ্গে সাক্ষাত্ করলেন নায়িকা। এদিন বিকাল সাড়ে চারটে নাগাদ কঙ্গনা পৌঁছান রাজ ভবনে। সঙ্গে ছিলেন দিদি রঙ্গোলি চান্দেল। নিজের সঙ্গে ঘটা অন্যায়ের কথা জানাতেই এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন তিনি, দাবি কঙ্গনার। অভিনেত্রী দাবি করেন, ‘আমার বিশ্বাস আমি ন্যায়বিচার পাব’। বুধবার বিএমসির তরফে ভেঙে দেওয়া হয়েছে কঙ্গনা রানাওয়াতের পালি হিলস স্থিত অফিস বাড়ির প্রায় ৪০ শতাংশ অংশ। এর মাঝেই রাজ্যপালের সঙ্গে কঙ্গনার এই সাক্ষাত্।

    কঙ্গনা রাজ্যপালের সঙ্গে দেখা করে টুইটারে দেওয়ালে লেখেন, ‘একটু আগেই আমি মাননীয় রাজ্যপাল মহাশয় শ্রী ভগত সিং কোশিয়ারি জির সঙ্গে দেখা করলাম। আমি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছি। আমি ওঁনাকে অনুরোধ করেছি যাতে আমাকে ন্যায়বিচার পাই, এবং একজন সাধারণ নাগরিক হিসাবেই ওঁনার সঙ্গে দেখা করেছি, আমাদের সমাজের নারী জাতির এক প্রতিনিধি হিসাবে’।

    মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনার প্রকাশ্য দ্বন্দ্বের মাঝেই রাজ্যপালের সঙ্গে নায়িকার এই সাক্ষাত্ বিশেষ তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত কয়েকদিন ধরেই উদ্ধব সরকারের সঙ্গে কঙ্গনার স্নায়ুযুদ্ধ চরমে। 

    কঙ্গনা রানাওয়াতের পালি হিলস স্থিত অফিস বাড়ির নির্মাণে কাঠামোগত নিয়ম লঙ্ঘন করা হয়েছে এই অভিযোগ এনে মাত্র চব্বিশ ঘন্টার নোটিশে ভেঙে দেওয়া হয় কঙ্গনার এই বাড়ি। খবর, প্রায় ২ কোটি টাকার বেশি সম্পত্তি বুধবার ভেঙেচুরে দিয়েছে বৃহন্মুম্বই কর্পোরেশন।

    সুশান্তের মৃত্যু নিয়ে মুম্বই পুলিশ ও মহারাষ্ট্র সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। সেই থেকেই টুইটারে শুরু কঙ্গনার সঙ্গে শিবসেনা নেতাদের বাকযুদ্ধ। অভিনেত্রীকে মুম্বই না ফেরবার পরামর্শ দিয়েছিলেন রাজ্যের স্বারাষ্ট্রমন্ত্রীও। মহারাষ্ট্রের ক্ষমতাসীন দলের বিধায়ক, সাংসদদের হুমকির তোয়াক্কা না করে জোর গলায় ৯ সেপ্টেম্বর মুম্বই ফেরার কথা ঘোষণা করেন কঙ্গনা। কিন্তু তার আগেই মাত্র চব্বিশ ঘন্টার নোটিশে বৃহন্মুমই পুরসভার তরফে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় কঙ্গনার অফিস বাড়ি। অন্যদিকে শিবসেনা নেতাদের তরফে আসা হুমকির জেরে হিমাচল প্রদেশ সরকারের অনুরোধে কেন্দ্রের তরফে কঙ্গনাকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।

    রবিবার রাজ্যপালের সঙ্গে ২০ মিনিট ধরে বৈঠকের পর সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাত্কারে কঙ্গনা বলেন, ‘মুম্বই আমার কর্মভূমি, এখানে আমি শূন্য থেকে শুরু করেছিলাম। রাজনীতির সঙ্গে আমার কোনও লেনাদেনা নেই। আমি একজন সাধারন নাগরিক, আমি আমার সঙ্গে ঘটা অবিচারের প্রতিবাদ জানাতে এসেছিলাম’।

    পালি হিলসের অফিসে কোনও অবৈধ নির্মাণ ছিল না, এবং বেআইনিভাবে কঙ্গনার সম্পত্তি ধ্বংস করেছে বিএমসি, এই অভিযোগ এনে আগেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কঙ্গনা। এই মামলার পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর। 

    বায়োস্কোপ খবর

    Latest News

    'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আচোলনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.