কঙ্গনা রানাওয়াত তাঁর নতুন ছবি 'ভারত ভাগ্য বিধাতা'-এর ঘোষণা করেছেন, নাম থেকেই বোঝা যাচ্ছে যে ছবিটি মূলত দেশাত্মবোধক থিমের উপর ভিত্তি করে তৈরি হবে। অভিনেত্রী বর্তমানে তাঁর রাজনৈতিক ছবি 'ইমার্জেন্সি'-এর জন্য CBFC (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) সার্টিফিকেশন পাওয়ার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মোকাবিলা করছেন, পাশাপাশি নতুন দেশাত্মবোধক ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফ্লোটিং রকস এন্টারটেইনমেন্ট এবং ইউনোয়া ফিল্মসের আদি শর্মার সঙ্গে কঙ্গনা একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে এই খবর ভাগ করে নিয়েছেন দর্শকদের সঙ্গে।
যে ছবিটি পোস্ট করে তাঁরা এই ছবির ঘোষণা করেছেন সেই ছবিতে কঙ্গনাকে আদি শর্মা ও ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। পোস্টটি শেয়ার করে তাঁরা লিখেছেন, 'কঙ্গনা রানাওয়াত আমাদের প্রথম উদ্যোগের শিরোনাম হতে চলেছেন! 'ভারত ভাগ্য বিধাতা' ছবির ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত, এই সিনেমাটি আসলে দেশনায়কদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আমাদের ব্যানারে ফ্লোটিং রকস এন্টারটেইনমেন্ট এবং ইউনোয়া ফিল্মসের ববিতা আশিওয়াল এবং আদি শর্মাকে প্রযোজক হিসেবে নিয়ে এটাই আমাদের প্রথম উদ্যোগ। তাছাড়াও ছবির পরিচালক হিসেবে থাকছেন কঙ্গনা রানাওয়াত স্বয়ং। ছবিটির গল্প লিখেছেন লেখক মনোজ তাপাদিয়া।'
আরও পড়ুন: 'আমার শ্বশুরবাড়ির লোক পালিয়ে যায়…', বিয়ে নিয়ে কোন গোপন তথ্য প্রকাশ করলেন কঙ্গনা
কঙ্গনার পরিচালিত ছবি 'ইমার্জেন্সি' ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। ছবিটির রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়ার কারণে, ভারতীয় সেন্সর বোর্ড কিছু কাটছাঁটের সুপারিশ করেছে। অন্যদিকে, কঙ্গনা তাঁর ছবির আনকাট সংস্করণটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই ছবিটি কবে মুক্তি পাবে তা অনিশ্চিত।
ছবিটি ভারতের জরুরী অবস্থার ২১ মাসের সময়কালের গল্প বলবে, যেখানে কঙ্গনাকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, বিশাক নায়ার ও প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক।
কঙ্গনা কেরিয়ার সম্পর্কে
প্রসঙ্গত, অনুরাগ বসুর 'গ্যাংস্টার' দিয়ে বলিউডে অভিষেক হয় কঙ্গনার। তারপর তাঁকে জনপ্রিয় সব হিন্দি ছবি, যেমন- 'ওহ লামহে', 'লাইফ… ইন এ মেট্রো', 'কুইন', 'তনু ওয়েডস মানু', 'তনু ওয়েডস মনু রিটার্নস', 'মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি' এবং 'তেজস'-এ মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল। এছাড়াও বিজয় পরিচালিত আর মাধবনের সঙ্গে একটি তামিল সাইকোলজিক্যাল-থ্রিলারেও দেখা যাবে কঙ্গনাকে। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন এবং বর্তমানে হিমাচল প্রদেশে তাঁর নিজের শহর মান্ডির সাংসদ তিনি।