‘আদিপুরুষ’ মুক্তি পেতে আর হাতে গোনা কয়েকটি দিনের অপেক্ষা। এরই মধ্যে চর্চায় উঠে এসেছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। শোনা যাচ্ছে এই ছবিতে রামের ভূমিকায় থাকবেন রণবীর কাপুর এবং সীতা হিসেবে দেখা যাবে তাঁর স্ত্রী আলিয়া ভাটকে। সেই প্রসঙ্গে সদ্যই মুখ খুলেছিলেন বলি পাড়ার ‘কুইন’। তিনি রাম হিসেবে রণবীরকে নেওয়া হয়েছে শুনে তাঁকে ‘রোগাপটকা সাদা ইঁদুর’-এর তকমা দেন। এবার দিন ঘুরতে না ঘুরতেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য দায়ী করলেন করণ জোহর এবং রণবীর কাপুরকেই।
আর কয়েকদিন পরেই সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার ৩ বছর পূর্ণ হয়ে যাবে। এতদিন পর এই বিষয়ে আবার মুখ খুললেন কঙ্গনা। তিনি করণ জোহরকে দুর্যোধন এবং রণবীরকে শকুনি বলে আখ্যা দেন। একই সঙ্গে দাবি করেন সুশান্তের মৃত্যুর জন্য নাকি এঁরা দুজনই দায়ী।
এদিন কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে রীতিমত তোপ দেগে লেখেন, 'গতকালের গল্পগুলো আরও বিস্তারিত ভাবে বলছি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব ধরনের হুমকি দেখা যায়। কিন্তু সব থেকে খারাপ হল এই দুর্যোধন (সাদা ইঁদুর) এবং শকুনি (পাপা জো) এর জুটি। তাঁরা নিজেরাই স্বীকার করেছেন যে তাঁরা গসিপ এবং হিংসা করেন, একই সঙ্গে নিরাপত্তাহীনতায় ভোগেন। তাঁরা নিজেদের এই সিনে জগতের গসিপ আর তথ্যের মন্ত্রী ভাবেন। গোটা ইন্ডাস্ট্রি জানে সুশান্ত সিং রাজপুতের বিরুদ্ধে যত মিথ্যে দোষারোপ করা হয়েছিল সেগুলোর সব কিছুর নেপথ্যে ওঁরা দুজনই ছিলেন। ওঁরাই ওঁকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল।'

কঙ্গনার স্টোরি

কঙ্গনার স্টোরি

কঙ্গনার স্টোরি
কেবল সুশান্তের মৃত্যুর জন্য যে করণ আর রণবীরকে তিনি নাম না করে দায়ী করেন এমনটা নয়, একই সঙ্গে তিনি তাঁর এবং হৃতিক রোশনের ঝামেলার বিষয়েও কথা বলেন। অভিনেত্রীর কথায়, 'আমায় নিয়ে ওঁরাই মিথ্যে গুজব ছড়িয়েছিল সব। আমার আর হৃতিকের যুদ্ধে ওঁরা ইচ্ছে করে রেফারি সেজেছিল। এটার পর থেকে ওঁরা রীতিমত আমায় হ্যারাস করতে থাকে। আমার কেরিয়ারের বিষয়ে নাক গলাতে থাকে।'
তিনি তাঁর পোস্টে আরও লেখেন, 'আমার আজ হয়তো সেই জায়গা বা অবস্থা নেই, কিন্তু আমি আজ শপথ নিচ্ছি, যেদিন আমি ক্ষমতা পাব আমি ওদের সমস্ত বেআইনি কাজকর্ম ফাঁস করে দেব প্রমাণ সহ যেমন ডার্ক ওয়েব, হ্যাকিং, লোকজনের উপর চরবৃত্তি করা, সবটা। এবার ওঁদের জেলে যাওয়া উচিত, অনেক হয়েছে।'