গত জুলাই মাসে অনন্ত রাধিকার বিয়েতে হাজির ছিল প্রায় গোটা বলিউড। দেশ বিদেশে নামী দামী তারকা, ব্যবসায়ী, প্রমুখ উপস্থিত ছিলেন। কিন্তু দেখা মেলেনি বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াতের। কিন্তু কেন? এবার সেই কারণটাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
আরও পড়ুন: ১০ম দিনে ৩৫০ কোটির দোরগোড়ায় স্ত্রী ২, শনিবার বক্স অফিসে কত আয় করল বেদা - খেল খেল মে?
অনন্ত রাধিকার বিয়ে নিয়ে কী জানালেন কঙ্গনা?
কঙ্গনা রানাওয়াত এদিন জানান ভালো ছেলে অনন্ত তাঁকে নিজে ফোন করে বিয়েতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তাও যেতে পারেননি কঙ্গনা। এর অন্যতম কারণ তাঁর নিজের ভাইয়ের বিয়ে ছিল সেদিন। একই সঙ্গে সিদ্ধার্থ কাননকে দেওয়া এই সাক্ষাৎকারে জানালেন, 'আমায় অনন্ত আম্বানি ফোন করেছিলেন। ও ভীষণ ভালো ছেলে। ও আমায় বলেছিল আমার বিয়েতে এসো কিন্তু। আমি ওকে তখনই জানাই যে আমার বাড়িতেও বিয়ে আছে। ওই দিনটা খুব ভালো ছিল। আমার ভাইয়ের বিয়ে ছিল ওইদিন। তাছাড়াও আমি এই ধরনের ফিল্মি বিয়েতে যেতে পছন্দ যদি না।'
আম্বানিদের বিয়ের প্রসঙ্গে
গত ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়েন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন বসেছিল তাঁদের বিয়ের আসর। ১৪ জুলাই ছিল তাঁদের রিসেপশন। এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, কার্দাশিয়ান সিস্টার্স, ভারতীয় ক্রিকেট দলের সদস্য প্রমুখ।
আরও পড়ুন: 'সরকারের সঙ্গে কোনও সম্পর্ক নেই...' আরজি কর কাণ্ডের মাঝেই পায়েলকে হেনস্থা, কী জানালেন কুণাল ঘোষ?
কঙ্গনা রানাওয়াতের আগামী প্রজেক্ট
কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি এমারজেন্সি মুক্তি পেতে চলেছে শীঘ্রই। এই ছবিতে তাঁকে ভারতের প্রাক্তন তথা প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। এমারজেন্সি ছবিতে কঙ্গনা রানাওয়াত ছাড়াও থাকবেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে, প্রমুখ। থাকবেন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও। জি স্টুডিওজ এবং মণিকর্নিকা ফিল্মস এই ছবিটির প্রযোজনা করেছে। ভারতের অন্যতম অশান্ত সময়কে তুলে ধরা হয়েছে এই ছবিটিতে। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।