বাংলা নিউজ > বায়োস্কোপ > 'স্বজনপোষণের বিরুদ্ধে নই', একতা কাপুরের ‘লক আপ’-এ অংশ নেওয়ার পরই পালটি কঙ্গনার!

'স্বজনপোষণের বিরুদ্ধে নই', একতা কাপুরের ‘লক আপ’-এ অংশ নেওয়ার পরই পালটি কঙ্গনার!

কঙ্গনা রানাওয়াত।

বলিউড ইন্ডাস্ট্রির অন্দরের স্বজনপোষণ নিয়ে এক সময় প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত।

বলিউড ইন্ডাস্ট্রির অন্দরের স্বজনপোষণ নিয়ে এক সময় প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। এই প্রসঙ্গে করণ জোহরের সঙ্গে তাঁর 'তু তু ম্যায় ,ম্যায়' এর কথা সর্বজনবিদিত। শুধু তাই নয়, করণের পর আরও একাধিক বলি-ব্যক্তিত্বের উদ্দেশে স্বজনপোষণের অভিযোগ এনেছিলেন তিনি। একেবারে খুল্লম খুল্লা। বর্তমানে সেই কঙ্গনাই যখন জিতেন্দ্র-কন্যা তথা বলি-প্রযোজক একতা কাপুরের সঙ্গে হাত মিলিয়ে একটি নয়া রিয়েলিটি শো 'লক আপ'-এর ঘোষণা করলেন তখন স্বভাবতই তাঁর বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। 

নেটপাড়ার বাসিন্দাদের নিন্দার মূল বক্তব্য, স্বজনপোষণের বিরুদ্ধেই যখন গলা ফাটিয়েছিলেন কঙ্গনা তখন কী করে একতা কাপুরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন তিনি? এবার তার জবাবে একটি ভিডিয়ো নেটমাধ্যেমে শেয়ার করলেন কঙ্গনা।

সেই ভিডিয়ো আদতে কঙ্গনার একটি সাক্ষাৎকারের। ওই ভিডিয়োটি প্রথমে কঙ্গনার একটি ফ্যান ক্লাবের তরফে নেটপাড়ায় পোস্ট করা হয়েছিল। সেটিই নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করলেন এই বলি-অভিনেত্রী। সেখানে কঙ্গনাকে খোলাখুলি বলতে শোনা যাচ্ছে, 'স্বজনপোষণ ব্যাপারটি নিয়ে আমার কোনওদিনই কোনও অসুবিধা ছিল না! আমার আপত্তি রয়েছে স্বজনপোষণের ফলে বলিউডে বহিরাগতদের বিরুদ্ধে যে জোট পাকিয়ে তাঁদের হেয় করার চেষ্টা করা হয়, তাঁদের বঞ্চিত করা হয় সেই ব্যাপারে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। যখন স্বজনপোষণের সুবাদে ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া ব্যক্তিরা ফিল্মি পরিবার থেকে না আসা শিল্পীদের অপমান ও হেয় করেন, সেটা কি উচিত কাজ? সেই জায়গা থেকে বলতে পারি একতা কোনওদিনও এরকম নয়। এমনকি, যাঁরা এমন করেন সেই দলেরও ও সদস্য নয়।'

জানা গিয়েছে, অনেকটা বিগবস -এর ধাঁচে গড়ে তোলা হয়েছে ওই শো-কে। তবে একাধিক 'টুইস্ট' থাকছে। টিজারে কঙ্গনা জানিয়েছিলেন, ১৬ জন বিতর্কিত সেলিব্রিটিকে ওই শোতে দেখা যাবে। ৭২ দিন চলবে ওই রিয়েলিটি শো-টি। কিন্তু, কারা ওই শো-তে অংশ নিতে চলেছেন? বর্তমানে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। বিষয়টি নিয়ে অফিসিয়ালিও কোনও ঘোষণা করা হয়নি।শো-এর ফর্ম্যাট যেমন সাহসী, তার উপর সঞ্চালক হিসেবে কঙ্গনা। ওটিটি প্ল্যাটফর্ম Alt Balaji & MX Player-এ আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে স্ট্রিমিং হবে এই শো।

 

বায়োস্কোপ খবর

Latest News

RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায় হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.