রবিবার আচমকাই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় যেখানে দাবি করা হয় রবিনা ট্যান্ডনের গাড়ির চালক নাকি এদিন বেপরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়ে বান্দ্রার কার্ট রোডে অবস্থিত একটি কলেজের সামনে তিনজন ব্যক্তিকে ধাক্কা মারে। শুধু তাই নয়, এরপর নাকি অভিনেত্রী গাড়ি থেকে নেমে ক্ষমা চাওয়ার বদলে উল্টে অসভ্যতা শুরু করেন। তখনই নাকি পথচারীরা তাঁকে হেনস্থা করে। তবে এদিন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরই সবটা স্পষ্ট হয়ে যায়। গাড়ি সেই মহিলাদের কাছাকাছি গেলেও তাঁদের মোটেই ধাক্কা মারেনি। এরপরই সহকর্মীর হয়ে প্রতিবাদের সুর চড়ান বলিউডের কুইন। রবিনার সমর্থনে কথা বলেন কঙ্গনা।
কী বলেছেন কঙ্গনা রানাওয়াত?
এই গোটা ঘটনার পর সেটা নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। জানালেন, 'রবিনা ট্যান্ডনজির সঙ্গে যা হয়েছে সেটা সত্যিই অ্যালার্মিং। ওদের বিপক্ষের দলে ৫-৬ জন বা তারও বেশি মানুষ ছিল। ওরা ওঁকে আরও বেশি হেনস্থা করতে পারত। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি। ওই মানুষগুলোকে মোটেই ছাড়া উচিত নয়। এই ধরনের ব্যবহারের পর, উগ্রতা দেখানোর পর ওদের ছাড়ার মানেই হয় না।'
কঙ্গনা রানাওয়াত এদিন এই পোস্টটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে করেছিলেন। সেখানে তিনি এই মানুষগুলোর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।
আরও পড়ুন: ‘অতি উত্তম’কে টক্কর দিয়ে ব্যবসার নিরিখে সেরা ‘এটা আমাদের গল্প’! একমাসে কত কোটি ঘরে তুলল মানসীর ছবি?
পুলিশের তরফে কী জানানো হয়েছে?
ইটাইমসের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানিয়েছেন মাথায় আঘাত লাগায়, অসভ্যতা করার কথা একেবারেই মিথ্যে। এমনকি এই ঘটনার বিষয়ে এখনও কোনও কমপ্লেন পর্যন্ত ফাইল করা হয়নি। ডিসিপি রাজ তিলক রোশন জানিয়েছেন, 'রবিনা ট্যান্ডনের ড্রাইভার গাড়ি পিছচ্ছিলেন পার্ক করার জন্য। তখনই পিছন দিয়ে একটি দল যাচ্ছিল আর তাঁরা কোনও কারণ ছাড়াই চেঁচাতে শুরু করেন যে তাঁদের উপর নাকি গাড়ি তুলে দেওয়া হচ্ছে। কিন্তু সেসব কিছুই হয়নি। গাড়ির ধাক্কা লাগেনি কারও গায়ে। তবুও ওঁরা গায়ে পড়ে ঝগড়া, ঝামেলা করতে শুরু করে। তখনই রবিনা বেরিয়ে আসেন। এবং তাঁকে হেনস্থা করা হয়।'