এই প্রথমবার নির্বাচনের ময়দানে সামিল হয়েছেন কঙ্গনা রানাওয়াত। এতদিন পরোক্ষ ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এই বছর লোকসভা নির্বাচনে তিনি লড়াই করছেন বিজেপির হয়ে। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বলিউডের কুইন। মঙ্গলবার ১৪ মে তিনি তাঁর মনোনয়ন পত্র জমা দিলেন।
মনোনয়ন পত্র জমা দিলেন কঙ্গনা
কঙ্গনা জানিয়েছেন মান্ডির লোকজনের ভালোবাসার জোরেই তিনি তাঁর নিজের রাজ্যে ফিরে আসতে পারলেন। তিনি একই সঙ্গে জানান অভিনয়ের মতোই তিনি রাজনীতিতেও তাঁর নিজের একটা ছাপ, জায়গা তৈরি করতে চান।
আরও পড়ুন: লাজলজ্জা ভুলে পাপারাৎজ্জিদের সামনেই সইফকে জাপটে ধরে চুমু করিনার! কাণ্ড দেখে কী বলছে নেটদুনিয়া?
আরও পড়ুন: 'হবি' নাকি 'হোবি'? অযোগ্যর প্রথম গান মুক্তি পেতেই শুরু জোর বিতর্ক, সাফাই দিয়ে কৌশিক বললেন...
কঙ্গনার বোন রঙ্গোলি রানাওয়াত এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়। এদিন তিনি তাঁর দিদির এই নতুন সফর প্রসঙ্গে বলেন, 'ওর এই নতুন সফরের জন্য আমি ওকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভিড় দেখেই বুঝতে পারছেন মানুষ ওকে কীভাবে সমর্থন করছেন।'
মনোনয়ন পত্র জমা দেওয়ার পর কী বললেন কঙ্গনা?
এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পর কঙ্গনা রানাওয়াত জানান, 'আমি আজ মান্ডি থেকে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলাম। এটা আমার জন্য গর্বের যে আমি মান্ডি থেকে লড়াই করার সুযোগ পেলাম। বলিউডে আমি সফল। এবার আশা করছি যে আমি রাজনীতির ময়দানেও সাফল্য পাব।'
কঙ্গনা একই সঙ্গে জানান, 'আমাদের দেশের মেয়েরা বিভিন্ন ফিল্ডে নিজেদের স্বাক্ষর রাখছেন। কিছু বছর আগেও মান্ডিতে কন্যাভ্রূণ হত্যা করা হতো। কিন্তু আজ সেখানকার মহিলারা সেনায় যোগ দেন। শিক্ষাক্ষেত্রে নামডাক করছে,রাজনীতিতেও যোগ দিচ্ছেন।'
আরও পড়ুন: শিলাজিতের স্মৃতি জুড়ে কেবলই মিঠুনের নকশাল আন্দোলনের কথা, বললেন, 'বোমা হাতে দৌড়াতে দেখেছি...'
কংগ্রেসকে নিয়েও তিনি এদিন তোপ দাগতে ছাড়েন না। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'কংগ্রেসের এই দেশদ্রোহী মনোভাব দেশের জন্য একটা চিন্তার বিষয়।'