বাংলা নিউজ > বায়োস্কোপ > এবার ওয়েব প্ল্যাটফর্মে কঙ্গনা, সামলাবেন প্রযোজকের আসন

এবার ওয়েব প্ল্যাটফর্মে কঙ্গনা, সামলাবেন প্রযোজকের আসন

এবার ওয়েবে আসছেন কঙ্গনা। ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস

এবার ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। তবে অভিনেত্রী হিসেবে নন। প্রযোজক হিসেবেই আপাতত দেখা যাবে কঙ্গনাকে।ছবির নাম,' টিকু ওয়েডস শেরু।'

বড়পর্দার পর এবার ওয়েব দুনিয়াতেও পা রাখতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। এর আগে ওয়েব নিয়ে তাঁর গলায় খানিক গাঁইগুঁই শোনা গেলেও শেষপর্যন্ত 'ডিজিট্যাল স্পেস'-এ আসার কথা ঘোষণা করলেন তিনি। তবে অভিনেত্রী কিংবা পরিচালক হিসেবে নন। আপাতত প্রযোজক হিসেবেই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁকে।এর আগে পরিচালক বলিউডের বহু পরিচালক,প্রযোজক থেকে শুরু করে প্রথম সারির নায়ক তাঁদের নতুন ছবি রিলিজের জন্য বেছে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মকে। বিশেষ করে করোনা মহিমারীর সময় ওটিটির চাহিদা ওঠে তুঙ্গে। অনুরাগ কশ্যপ,বিক্রমাদিত্য মোতওয়ানে,ডেভিড ধাওয়ান, দিবাকর বন্দোপাধ্যায়,করণ জোহরের মতো টিনসেল টাউনের প্রথম সারির পরিচালক-প্রযোজকের দল এর আগেই নাম লিখিয়েছেন ওয়েব দুনিয়ায়। এবার সেই তালিকায় যোগ হলো কঙ্গনার নাম।প্রসঙ্গত, গত বছর অভিনেত্রী অনুষ্কা শর্মাও ওটিটি দুনিয়ায় পা রেখেছেন প্রযোজক হিসেবেই।ইতিমধ্যেই নেটফ্লিক্সে অনুষ্কা প্রযোজিত 'বুলবুল' এবং অ্যামাজন প্রাইমে 'পাতাললোক' চূড়ান্তভাবে সাফল্য পেয়েছে। 

বড়পর্দার পর এবার ওয়েব দুনিয়াতেও পা রাখতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। এর আগে ওয়েব নিয়ে তাঁর গলায় খানিক গাঁইগুঁই শোনা গেলেও শেষপর্যন্ত 'ডিজিট্যাল স্পেস'-এ আসার কথা ঘোষণা করলেন তিনি। তবে অভিনেত্রী কিংবা পরিচালক হিসেবে নন। আপাতত প্রযোজক হিসেবেই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁকে।এর আগে পরিচালক বলিউডের বহু পরিচালক,প্রযোজক থেকে শুরু করে প্রথম সারির নায়ক তাঁদের নতুন ছবি রিলিজের জন্য বেছে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মকে। বিশেষ করে করোনা মহিমারীর সময় ওটিটির চাহিদা ওঠে তুঙ্গে। অনুরাগ কশ্যপ,বিক্রমাদিত্য মোতওয়ানে,ডেভিড ধাওয়ান, দিবাকর বন্দোপাধ্যায়,করণ জোহরের মতো টিনসেল টাউনের প্রথম সারির পরিচালক-প্রযোজকের দল এর আগেই নাম লিখিয়েছেন ওয়েব দুনিয়ায়। এবার সেই তালিকায় যোগ হলো কঙ্গনার নাম।প্রসঙ্গত, গত বছর অভিনেত্রী অনুষ্কা শর্মাও ওটিটি দুনিয়ায় পা রেখেছেন প্রযোজক হিসেবেই।ইতিমধ্যেই নেটফ্লিক্সে অনুষ্কা প্রযোজিত 'বুলবুল' এবং অ্যামাজন প্রাইমে 'পাতাললোক' চূড়ান্তভাবে সাফল্য পেয়েছে। 

ফেরা যাক কঙ্গনা প্রসঙ্গে।এই তারকা-অভিনেত্রী প্রযোজিত ওই ছবির নাম 'টিকু ওয়েডস শেরু।' জানা গেছে প্রেমের গল্প হলেও তা স্যাটেয়ারধর্মী। কঙ্গনার প্রোডাকশন হাউজ 'মণিকর্ণিকা ফিল্মস' রয়েছে এই ছবি প্রযোজনার দায়িত্বে। নিজের প্রযোজনা সংস্থার নতুন লোগোও নেটমাধ্যমে পোস্ট করলেন অভিনেত্রী। সঙ্গে জানান, তাঁর প্রযোজনা সংস্থা একধারে নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার পাশাপাশি নতুন ধরণের গল্প ও চিত্রনাট্য নির্ভর ছবি তৈরি করবেন। এই পদক্ষেপে ঝুঁকি থাকলেও তিনি তা নিতে প্রস্তুত। এখানেই না থেমে নিজের বক্তব্যের শেষে কঙ্গনা যোগ করেন যে তাঁর মতে নিয়মিত সিনেমার দর্শকদের তুলনায় ওয়েবের দর্শকরা খানিকটা হলেও এগিয়ে।

বন্ধ করুন
Live Score