বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana Ranaut Manali home: সাদা বরফে ঢেকেছে মানালির বাড়ি, মায়ের হাতে লাড্ডু, আর কী মিস করছেন কঙ্গনা জানেন

Kangana Ranaut Manali home: সাদা বরফে ঢেকেছে মানালির বাড়ি, মায়ের হাতে লাড্ডু, আর কী মিস করছেন কঙ্গনা জানেন

মানালির বাড়ির ছবি দিয়েছেন কঙ্গনা। 

Kangana Ranaut: কাজের ব্যস্ত শিডিউলের ফাঁকে সময় পেলেই কঙ্গনা উড়ে যান হিমাচল প্রদেশের বাড়িতে। অভিনেত্রীর মানালির বাড়িতে গোটা পরিবার একসঙ্গে থাকেন। সাদা বরফে ছেয়ে গিয়েছে অভিনেত্রী বাড়ি। মানালির বাড়ির কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় আসে কঙ্গনা রানাওয়াতের নাম। বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়শই শিরোনামে থাকেন অভিনেত্রী। কাজের সুবাদে আপাতত মুম্বইয়ে থাকেন তিনি। কঙ্গনার আসল বাড়ি কিন্তু মানালিতে। পাহাড়ের খাঁজে স্বপ্নের মতো এক বাড়ি রয়েছে তাঁর।

কাজের ব্যস্ত শিডিউলের ফাঁকে সময় পেলেই কঙ্গনা উড়ে যান হিমাচল প্রদেশের বাড়িতে। অভিনেত্রীর মানালির বাড়িতে গোটা পরিবার একসঙ্গে থাকেন। বাড়ি গেলে সকলের সঙ্গে দুর্দান্ত সময় কাটে বলিউড কুইনের। আজকাল তাঁর বাড়িকে খুব মিস করছেন কঙ্গনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বাড়ির কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আরও পড়ুন: পরিচালক স্পিলবার্গের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা কেমন, অকপট ‘RRR’ পরিচালক রাজামৌলি

সাদা বরফে ছেয়ে গিয়েছে গোটা মানালি। দিন দুই আগেই প্রচণ্ড বরফ পড়েছে মানালিতে। ফলে হিমাচল প্রদেশের ওই টুকরো গ্রামের শোভা যেন আরও কয়েকগুন বেড়ে গিয়েছে। পর্যটকেরা বরফ দেখার জন্য ভিড় করছেন। আর ঘরের জনালা খুলে জানালা বরফে মোড়া পাহাড় দেখার দৃশ্যটাকে যেন বড্ড মিস করছেন কঙ্গনা। মানালির বাড়ির কয়েকটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী।

ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘এই শীতের মরশুমটাও ঘরে মায়ের হাতের তিল আর হলুদের লাড্ডু না খেয়েই কেটে যাবে।’ বরফ পড়ে ঢেকে গিয়েছে কঙ্গনার বাড়ি। অভিনেত্রী বাড়ির ছবি শেয়ার করে লিখেছেন, ‘বনফায়ার আর বাবার হাতের পাহাড়ি মাংসটা খুব মিস করছি, সিজনে স্কি করাটাও মিস করছি।’

<p>বরফে মুড়েছে কঙ্গনার মানালির বাড়ি</p>

বরফে মুড়েছে কঙ্গনার মানালির বাড়ি

চলতি বছরেই মুক্তি পেতে চলেছে কঙ্গনার নতুন ছবি ‘ইমারজেন্সি’। সব মিলিয়ে গত কয়েক মাসে অনেকটাই এগিয়েছে ছবির কাজ। ১৯৭৫ সাল থেকে ১৯৭৭ সালের পটভূমিতে এই ছবি। ইন্দিরা গান্ধীর শাসনকালে জরুরি অবস্থার কিছুটা সময় তুলে ধরা হবে ‘ইমারজেন্সি’-তে।

কঙ্গনা নিজেই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায়। প্রস্থেটিক মেক আপে তাঁর চেহারা হুবহু ইন্দিরার মতো দেখে চমকে উঠেছিলেন দর্শক। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করবেন শ্রেয়স তলপড়ে। বিপ্লবী নেতা জে পি নারায়ণের চরিত্রে অনুপম খের। সংস্কৃতি কর্মীর ভূমিকায় দেখা যাবে মহিমা চৌধুরীকে।

সম্প্রতি এই ছবির অসমের শ্যুটিং শেষ করলেন কঙ্গনা। ২০২২ সালের জুন মাসে এই ছবির শ্যুটিং শুরু হয়। ছবিটির চিত্রনাট্য লেখা থেকে পরিচালনা করা সবটাই করেছেন কঙ্গনা নিজে। বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন নায়িকা।

বায়োস্কোপ খবর

Latest News

ISL শুরুর আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের… চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি!-রিপোর্ট মাসে ৭০ কোটির দুর্নীতি! সন্দীপের পিছনে কোন ‘অতি প্রভাবশালী’? যেত বখরা? দেখছে CBI সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছেন ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.