বাংলা নিউজ > বায়োস্কোপ > India-Bangladesh: ‘সরকার পদক্ষেপ না করলে ভারতের অবস্থাও বাংলাদেশের মতো হত’, হঠাৎ কেন এমন বললেন কঙ্গনা!

India-Bangladesh: ‘সরকার পদক্ষেপ না করলে ভারতের অবস্থাও বাংলাদেশের মতো হত’, হঠাৎ কেন এমন বললেন কঙ্গনা!

কঙ্গনা রানাওয়াত

কৃষক আন্দোলনে সরকারের ‘কড়া পদক্ষেপ’-এর কারণেই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া গিয়েছে। কৃষক বিক্ষোভের পিছনে বিদেশি শক্তির ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ কঙ্গনার।

আরজি কর কাণ্ডের পর সারা দেশ উত্তাল। এছাড়াও দেশের বিভিন্ন পান্তে আরও বেশকিছু ধর্ষণের ঘটনা প্রতিবাদ, মিছিল, চলছে। এরই মাঝে ফের বিতর্ক উস্কে দিলেন বিজেপি সাংসদ, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বলে বসলেন, 'যদি কৃষক আন্দোলন নিয়ে সরকার কঠোর পদক্ষেপ না করত, তাহলে ভারতও এতদিনে বাংলাদেশ হয়ে যেত।'

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ উঠে এসেছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের একটা ভিডিয়ো। যেখানে তাঁকে বলতে শোনা যায়। ‘যেটা বাংলাদেশে ঘটেছে না, সেটা এদেশে ঘটতেও দেরি হত না। যদি আমাদের শীর্ষ নেতৃত্ব বিষয়টা শক্ত হাতে না সামলাতো। এখানে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই অন্দোলনের সময়ও অনেক মৃতদেহ মিলেছে। ধর্ষণের ঘটনা ঘটেছে। আর যখন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হল, তখন গোটা দেশ অবাক হয়ে গিয়েছিল। কৃষকরাও ভাবতে পারেননি যে সত্যিই এই আইন প্রত্যাহার করে নেওয়া হবে। ওটা অনেক বড় পরিকল্পনা করা হয়েছিল। ঠিক যেমনটা বাংলাদেশে ঘটেছে।’

এখানেই শেষ নয়, কঙ্গনা বলেন, ‘ কিছু কৃষক আইন প্রত্যাহারের পরও আন্দোলন চালিয় গিয়েছেন। এ ধরনের আন্দোলনের পিছনে আপনার কী মনে হয় কৃষকদের হাত আছে! নাহ, এটা আমেরিকার ষড়যন্ত্র। এধরনের বিদেশি শক্তি এভাবেই ষড়যন্ত্র করতে থাকে। আর এখানকার কিছু লোকজন ভাবে, ওদের দোকান তো চলুক, তাতে দেশ ভাড় মে যায়। এই লোকজন এটা বোঝে না, দেশ ভাড় মে গেলে আপনিও ভাড় মে যাবেন। ওদের যদি এত সুবুদ্ধি হত, তাহলে তো মিটেই যেত।'

প্রসঙ্গত, বরাবরই কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা নানান মন্তব্য করেছেন। এমনকি কঙ্গনা একবার বলেও বসেছিলেন, যে কৃষকরা আন্দোলনে বসেছেন, তাঁরা ১০০ টাকার বিনিময়ে আন্দোলন করতে বসেছেন। আর তাঁর এধরনের মন্তব্যের কারণেই সাংসদ হওয়ার পর চণ্ডীগড় বিমানবন্দরে একটা কৃষক সন্তান, CISF- জওয়ানের কাছে চড় খেয়েছিলেন কঙ্গনা। 

আর এবারও কৃষক আন্দলন নিয়ে দেশের পরিস্থিতি বাংলাদেশের মতো হওয়ার দিকেই এগোচ্ছিল বলে মন্তব্য করে বসলেন 'কুইন'।

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রতনের উত্তরসূরি হতে পারেন তাঁর সৎ ভাই, কে এই নোয়েল টাটা? মাঝ আকাশেই মৃত্যু পাইলটের, নিউইয়র্কে জরুরি অবতরণ করল তুরস্কগামী বিমান রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে জনজোয়ার মুম্বইতে, বাতিল সব অনুষ্ঠান, আসবেন শাহও ১৫ নভেম্বর থেকে মার্গী হবেন শনি, সুযোগ হবে হাতছাড়া, ৩ রাশিকে থাকতে হবে সতর্ক সুজনের ‘মৃতার ডায়েরি’দেখে ছবি আঁকলেন সমীর আইচ, বিক্রির টাকা গেল অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.