কঙ্গনা রানাওয়াত সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন এবং বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন। তিনি এখন তাঁর আগামী ছবি তেজসের প্রচারে ব্যস্ত। তার মাঝেই তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন। জানালেন তিনিও পরিবার চান, বিয়ে করতে চান। মুখ খুললেন তাঁর প্রাক্তন সম্পর্ক নিয়েও।
বিয়ে প্রসঙ্গে কী বললেন কঙ্গনা?
টাইমস নাওকে দেওয়া একটি সাক্ষাৎকারে কঙ্গনা জানান আগামী ৫ বছরের মধ্যেই তাঁর বিয়ে করার পরিকল্পনা আছে। তাঁর কথায়, 'প্রতিটা মেয়েই বিয়ে করার স্বপ্ন দেখে। সংসারের স্বপ্ন দেখে। আমি ভীষণ রকম ফ্যামিলি পারসন। পরিবার আমার জন্য ভীষণই জরুরি। আমিও বিয়ে করতে চাই, পরিবার চাই। আর সবটা ৫ বছরের মধ্যেই হবে। ব্যাপারটা যদি অ্যারেঞ্জ প্লাস লাভ ম্যারেজ হয় তাহলে খুব ভালো হবে।'
আরও পড়ুন: লালকেল্লায় প্রথম মহিলা হিসেবে রাবণ দহনের সুযোগ অভিনেত্রীর, ইতিহাস গড়তে গিয়েও লক্ষ্যভ্রষ্ট কঙ্গনা!
আরও পড়ুন: 'খলিস্তানিদের থেকে দূরে থাকুন...' কানাডিয়ান গায়ক শুভ বিতর্কে শিখদের উপদেশ কঙ্গনার
অতীতের সম্পর্কগুলো নিয়ে কী বললেন কঙ্গনা?
বলিউডের কুইন যে এদিন কেবলই তাঁর বিয়ের পরিকল্পনা জানালেন সেটাই নয়। একই সঙ্গে মুখ খুললেন তাঁর প্রাক্তন সম্পর্ক নিয়ে। বললেন, 'সম্পর্কে যে তুমি সবসময় সফল হবে এমনটা একদমই নয়। আর খুব অল্প বয়সে যদি সেই সাফল্য না পাও বিশ্বাস করো তুমি সত্যিই লাকি। আর এটাই আমার সঙ্গে হয়েছিল। আমি এতটাই ডুবেছিলাম সম্পর্কটা নিয়ে, সেটা টিকিয়ে রাখার জন্য এতাই চেষ্টা করেছিলাম যে যদি সম্পর্কটা টিকে যেত তাহলে আমি আমার সব সময় তাতেই দিতাম। ভাগ্যবশত সম্পর্কটা কাজ করেনি। আমার মনে হয় ইশ্বর আমায় রক্ষা করেছেন। কিন্তু এই ভাবনাটা, এই চিন্তাটা অনেক পরে এসেছে আমার মাথায়।'
তেজস সম্পর্কে
কঙ্গনা রানাওয়াতকে আগামীতে তেজস ছবিতে দেখা যাবে। এই ছবিতে অভিনেত্রীকে ভারতীয় ফাইটার পাইলটের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আগামী শুক্রবার অর্থাৎ ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে এই ছবি।