সম্প্রতি ভাইরাল হয়েছে প্রয়াত জওয়ান অংশুমান সিংয়ের বিধবা স্ত্রীর পদক গ্রহণের ছবি। সেই ছবি দেখে বিহ্বল হয়ে পড়েছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। তিনি এই ছবিটি নিয়ে এদিন একটি পোস্ট করেন। লেখেন ভালোবাসা কতটা নিষ্ঠুর হয় সেটা নিয়েও।
কী লিখেছেন এদিন কঙ্গনা রানাওয়াত?
কঙ্গনা রানাওয়াত এদিন এই ভাইরাল ছবিটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সেখানে তিনি ডিফেন্স ইনভেস্টিটার সেরিমনি ফেজ ১ যা রাষ্ট্রপতি ভবনে সদ্যই অনুষ্ঠিত হয়েছে তার এই ছবিটি পিস্ত্ভুরেন। সেখানে দেখা যাচ্ছে অংশুমান সিংয়ের বিধবা, যুবতী, সুন্দরী স্ত্রী তাঁর হয়ে পদক গ্রহণ করছেন।
এই ছবিটি পোস্ট করে কঙ্গনা রানাওয়াত লেখেন, 'অনেক সৈনিকরা তাঁদের জীবন এই দেশের জন্য দিয়ে দেন। তাঁদের গতকাল পুরস্কৃত করা হল। কিন্তু মানুষের চোখে জল এসে গিয়েছে পূর্বাঞ্চলের অংশুমান সিংয়ের যুবতী সুন্দরী স্ত্রীর পুরস্কার গ্রহণের ছবিটি দেখে।'
একই সঙ্গে তিনি লেখেন, 'ও এখনও ওর স্বামীকে ভীষণ ভালোবাসে। ও কেঁদে ফেলেছিল যখন ও বলছিল কষ্টকর মৃত্যু হবে ওর এই পদক বুকে নিয়ে। ওর এই ভিডিয়ো আমায় এখনও কষ্ট দিচ্ছে। ভালোবাসা সহজ নয়। বরং মজার কথা হল ভালোবাসার থেকে নিষ্ঠুর কিছু হয় না।'
ক্যাপ্টেন অংশুমান সিংকে কেন পুরস্কার দেওয়া হয়?
এদিন ক্যাপ্টেন অংশুমান সিংকে মরণোত্তর কীর্তি চক্র পুরস্কার দেওয়া হয় যা গ্রহণ করে তাঁর স্ত্রী। সাম্প্রতিক একটি অগ্নিকাণ্ডে তাঁর এক সহকর্মীর প্রাণ বাঁচানোর জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে কীর্তি চক্র পুরস্কার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তির বীর পুরস্কার।
প্রসঙ্গত এই বছরই প্রথম রাজনীতির ময়দানে পা রাখেন কঙ্গনা রানাওয়াত। বিজেপির টিকিটে লড়াই করেন হিমাচল প্রদেশের মান্ডি থেকে। সেখানে কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন তিনি।