DSD যুক্ত মহিলার সঙ্গে একজন সাধারণ মহিলার ম্যাচ! ইতালির অ্যাঞ্জেলা কারিনির সঙ্গে ইমান খেলিফের ম্যাচের নিন্দেয় সরব হয়েছেন নেটিজেনরা। এবার সেই ম্যাচের সমালোচনা করে কী বললেন কঙ্গনা?
আরও পড়ুন: গুরুতর অসুস্থ অরিজিৎ সিং! স্বাস্থ্যের আপডেট দিয়ে কী জানালেন?
কী বললেন কঙ্গনা রানাওয়াত?
সকলেই জানেন কঙ্গনা রানাওয়াত কখনই প্রতিবাদ করতে পিছপা হন না। এবার তিনি কড়া ভাষায় সমালোচনা করলেন ইতালির মহিলা বক্সারের সঙ্গে আলজেরিয়ান DSD থাকা মহিলা বক্সারের ম্যাচের। তিনি এই ম্যাচকে অন্যায় বলে দেগে দিলেন।
প্রসঙ্গত এর আগে ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ইমানকে বাতিল করে দেওয়া হয়েছিল তাঁর জেন্ডার ইলিজিবিলিটি টেস্টের পর। তারপরও তিনি কীভাবে আবার প্যারিস অলিম্পিক্সে যোগ দিলেন এবং খেলছেন সেটা নিয়েও উঠেছে প্রশ্ন।
এদিন অ্যাঞ্জেলার একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে কঙ্গনা রানাওয়াত লেখেন, 'এই মেয়েটাকে একজন ৭ ফুট লম্বা পুরুষের সঙ্গে খেলতে হল যাকে দেখতে পুরুষের মতো, যার আচরণ পুরুষের মতো। আর এদিন বক্সিং রিংয়ে যেটা হল সেটা মহিলা নির্যাতন ছাড়া কিছুই নয়। তবুও সেই পুরুষকে মহিলা বলে চিহ্নিত করা হচ্ছে, তিনি ম্যাচ জিতে যাচ্ছেন। এক কালচার একেবারে জঘন্য, ভুল এবং অন্যায়। নিজেদের প্রিয়জনের উপর এটা আঘাত আনার আগেই প্রতিবাদ করুন।'
তিনি এদিন আরেকটি পোস্টে হোমোসেক্সচুয়ালদের নিয়েও বিশেষ বার্তা দেন। তিনি জানান 'তাঁর একাধিক বন্ধু হোমোসেক্সচুয়াল যাঁরা ভীষণ গুণী। মেধাবী। কিন্তু তারা নিজেদের অন্য কিছু বলে দাবি করে না মান্যতা পাওয়ার জন্য।' প্রকারান্তরে যে তিনি এই পোস্টের মাধ্যমেও ইমানকে কটাক্ষ শানিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না।


প্রসঙ্গত এই বছর লোকসভা নির্বাচনে লড়াই করেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি বিজেপির টিকিটে লড়ে ভোটে জেতেন। অন্যদিকে তাঁকে আগামীতে এমারজেন্সি ছবিতে দেখা যাবে। সেখানে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেবেন।
DSD যুক্ত মহিলা কারা?
DSD যুক্ত মহিলা তাঁদেরই বলা হয় যাঁদের শরীরে XY ক্রোমোজোম থাকে। পুরুষদের সমান টেস্টারন লেভেল থেকে। যদিও এঁদের মহিলা হিসেবেই বড় করে তোলা হয়ে থাকে।