অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বহুল প্রতীক্ষিত ছবি ‘ইমার্জেন্সি’ আসছে। কিন্তু এই ছবি নিয়ে দানা বেঁধে ছিল নানা বিতর্ক। ছবি মুক্তির জন্য বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রীকে। এবার সেই সবটা নিয়ে মুখ খুললেন কঙ্গনা।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক সমস্যা তৈরি হয়েছিল। আমরা অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করেছি। আজ যে জায়গায় এসে পৌঁছেছি, সেখানে যাত্রাটাও খুব একটা সহজ যাত্রা ছিল না। নানা কষ্টে ভরা ছিল। আমাদের এই ছবিটা অনেক সম্প্রদায়কে দেখাতে হয়েছিল। আমাদের ছবির প্রতিটি বিষয়ে যাচাই-বাছাই করা হয়েছিল। এত বাধা অতিক্রম করে অবশেষে আমরা এখানে পৌঁছেছি। আমাদের সংবিধান, দেশ এবং সেন্সর বোর্ডের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তাঁরা যে শেষ পর্যন্ত ছবিটি দর্শকদের দেখার জন্য ছাড়পত্র দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সারা বিশ্বকে ছবিটা দেখানোর জন্য।’
গত বছরেই এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেন্সর বোর্ড তা আটকে দেয়। ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার ফলে কঙ্গনা মুম্বইয়ে তাঁর সম্পত্তি বিক্রি করতে বাধ্য করা হয়েছিলেন। তিনি কখনও ভাবেননি যে একটা ছবি তৈরি করতে গিয়ে তিনি এত সমস্যার সম্মুখীন হবেন।
তাঁর কথায়, ‘আমি ভাবিনি যে এই ছবিটা তৈরি করতে গিয়ে আমাকে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। সাধারণত আমার ছবিগুলি খুব ঠিকঠাক বাজেটেই নির্মিত হয়, তবে এবার আমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। সবচেয়ে বড় লড়াই ছিল এই ছবিটা আদৌও রিলিজ করতে পারব কিনা সেটা নিয়ে। 'আদৌও মুক্তি পাবে তো আমাদের ছবি?' এই প্রশ্নটা আমাদের মনে সব সময়ই ছিল।'
আরও পড়ুন: 'অনেক কিছুই ঘটতে পারত', ফ্ল্যাটে আগুন লাগা নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত উদিত নারায়ণ
প্রসঙ্গত, ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা ২১ মাসের জরুরি অবস্থার উপর ভিত্তি করে কঙ্গনা পরিচালিত ‘ইমার্জেন্সি’ তৈরি হয়েছে।২০২৪ সালে ৬ সেপ্টেম্বর ‘ইমার্জেন্সি’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র না পাওয়ায় ছবির মুক্তি পিছিয়ে যায়। ছবিটি বেশ কয়েকটি শিখ সংগঠনের রোষের মুখেও পড়েছিল। তারা মুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছিল এবং নির্মাতাদের বিরুদ্ধে সত্যকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছিল।
তবে বেশ কয়েক মাসের লড়াইয়ের পর অবশেষে এই ছবি মুক্তি পেতে চলেছে। এখানে কঙ্গনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। ছবিটি ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। ইমার্জেন্সি প্রযোজনা করেছে জি স্টুডিও ও মণিকর্ণিকা ফিল্মস। ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে এবং প্রয়াত সতীশ কৌশিক।