অনুরাগ বসুর সঙ্গে কঙ্গনা রানাওয়াত। সোফায় মুখোমুখি বসে রয়েছেন দুজনে। হাসিখুশি কথা বলতে দেখা যাচ্ছে তাঁদের। ছবিটি ১৭ বছর আগের। স্মৃতির সরণি বেয়ে সম্প্রতি পুরনো দিনে ফিরে গিয়েছেন কঙ্গনা। ২৮ এপ্রিল, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করে ১৮-তে পা রেখেছেন 'কুইন'। আর যাঁর হাত ধরে অভিনেত্রী হিসাবে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন, ১৭ বছর পূর্তি উপলক্ষে সেই মানুষটিকে ধন্যবাদ জানাতে ভোলেননি কঙ্গনা। স্মৃতির পাতা থেকে তুলে ধরেছেন বেশকিছু পুরনো কথা।
কঙ্গনা লিখেছেন, ‘এই পাগল ও প্রতিভাবান মানুষটির সমস্ত ধন্যবাদ প্রাপ্য, যিনি ১৭ বছর আগে আমাকে লঞ্চ করেছিলেন। ২০০৬ সালে ২৮ এপ্রিল মেট্রোর সেটে তোলা এই ছবি। উনি এভাবেই আমায় প্রশিক্ষণ দিতেন… বলতেন, তু চুপ কর। শেখানোর সময় এটাই তাঁর প্রিয় কথা। হা হা হা, আমি তোমায় ভালোবাসি অনু। সবকিছুর জন্য ধন্যবাদ। আমাকে একসময় বলা হয়েছিল অভিনেত্রীদের জীবন ৪-৫ বছরের বেশি নয়। আর আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৭ বছর কাটিয়ে ফেললাম।’এই লেখার সঙ্গে হাসি মুখে একটা ইমোজি জুড়ে দিয়েছেন কঙ্গনা।
আরও পড়ুন-‘ভালোবাসা পাহাড় টলাতে পারে’ আবু ধাবি নির্মীয়মান হিন্দু মন্দিরে গিয়ে বললেন অক্ষয়
আরও পড়ুন-ফুটবল ম্যাচের উদ্বোধন, গান গেয়ে আসর জমালেন নুসরত
২০০৬ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর গ্যাংস্টার ছবির হাত ধরে বলিউডে পা রাখেন কঙ্গনা। পরে ২০০৭ সালে অনুরাগ বসুর 'লাইফ ইন অ্যা মেট্রো' ছবির নায়িকাও ছিলেন তিনি। তারপর অবশ্য অনুরাগ বসুর সঙ্গে আর কোনও কাজ করে ওঠা হয়নি কঙ্গনার।
প্রসঙ্গত, গ্যাংস্টারের হাত ধরে বলিউডে পা রাখার পর ধীরে ধীরে অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন 'কুইন'। যদিও সাম্প্রতিক সময়ে বলিউডের বহু ব্যক্তিত্বের সঙ্গেই তাঁর সম্পর্ক তিক্ততায় পৌঁছে গিয়েছে। একের পর এক বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা। তবে অনুরাগ বসুর সঙ্গে তাঁর সম্পর্ক একেবারেই অমলিন। ২০২০তে কঙ্গনা প্রসঙ্গে জিগ্গেস করা হলে অনুরাগ বসুও তাঁর সম্পর্কে ভালো কথাই বলেছিলেন।
সেবার অনুরাগ বলেন, কঙ্গনার সঙ্গে তাঁর সচারচর দেখা হয় না, তবে দেখা হলে 'কুইন' এখনও তাঁর সঙ্গে আগের মতোই কথা বলেন। জনতার দরবারে কঙ্গনার যে ইমেজ, সেই কঙ্গনাকে তিনি চেনেননা। তাঁর কাছে কঙ্গনা আছেন আগের মতোই।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)