বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা!

‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা!

কঙ্গনা রানাওয়াত

'ইমার্জেন্সি'-এর মুক্তি পিছিয়ে যাওয়ার পর ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে দিলেন কঙ্গনা রানাওয়াত। 

অভিনেত্রী তথা রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত এবার পরিচালকও। তাঁর অভিনীত নতুন ছবি 'ইমার্জেন্সি'-এর পরিচালক তিনি নিজে। তবে বর্তমানে সেই ছবি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে শংসাপত্র পায়নি। তা নিয়ে দানা বেঁধেছে নানা বিতর্ক। আর তাঁর মাঝেই কঙ্গনা অভিযোগ করে বসেলেন ‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য তিনি মুম্বইয়ে তাঁর সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন।

চলতি মাসের শুরুতেই শোনা গিয়েছিল মুম্বইয়ের বান্দ্রার পালি হিলে নিজের বাংলোটি ৩২ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন অভিনেত্রী। তিনি ২০১৭ সালে ২০.৭ কোটি টাকা দিয়ে ওই বাংলোটি কিনেছিলেন।

আরও পড়ুন: ‘বাড়িতে আসার কথা বলে…’, আরজি কর নিয়ে কথা বলতে গিয়ে বলিউড নিয়ে বিস্ফোরক কঙ্গনা

কঙ্গনা নিউজ ১৮ কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এই ছবির জন্য আমি আমার ব্যক্তিগত সম্পত্তি বন্ধক রেখেছিলাম। ছবিটি চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখন বোঝা যাচ্ছে না কবে রিলিজ করতে পারব। তার মধ্যেই এই দুঃসময়ে সম্পত্তি বিক্রি হয়ে গেল।’

কঙ্গনা রচিত ও সহ-প্রযোজিত রাজনৈতিক ছবি 'ইমার্জেন্সি' ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন তাতে সায় দেয়নি।

সোমবার কঙ্গনা রানাওয়াত বলেন, ‘আমার সিনেমার থেকেও বেশি ওটিটি প্ল্যাটফর্মের সেন্সরশিপ প্রয়োজন, কারণ সেখানে যে ধরনের কনটেন্ট তৈরি হয় তা আর বলার নয়।’

আরও পড়ুন: শাহরুখের ছেলের হাত শক্ত করে ধরলেন সলমন! আরিয়ানের স্টারডমে থাকছেন ভাইজান

তিনি বলেন, ‘আজকে আমরা প্রযুক্তির এমন এক পর্যায়ে রয়েছি যেখানে সেন্সর বোর্ড একটি অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গত সংসদ অধিবেশনেও আমি এ বিষয়টি উত্থাপনও করেছিলাম। আমাদের নতুন করে ভাবতে হবে... আমি মনে করি, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে সবচেয়ে বেশি সেন্সর করা দরকার।’

তিনি বলেন, ‘ওটিটি বা ইউটিউবে যে ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে, তা একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে দেখা যাবে না। এখন টাকা দিলেই যে কোনও ইউটিউব চ্যানেলে কোলাবোরেট করা যায়। এটা খুবই চিন্তার বিষয়। সেন্সর বোর্ডের সঙ্গে আমাদের এটা নিয়ে তর্কও হয়। তেমন কিছুই নেই আমাদের ছবিতে, কিন্তু আমাদের সিনেমায় অনেক কাটছাঁট করতে বলা হচ্ছে।'

কী নিয়ে বিতর্ক সেই বিষয়েও বলেন অভিনেত্রী, ‘শিরোমণি অকালি দল সহ শিখ সংগঠনগুলিকে নাকি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা নাকি ভুল তথ্য পরিবেশন করছি। এই বিতর্কেই জড়িয়ে পড়েছে আমাদের ছবি। কিন্তু এটা ঠিক নয়। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। ইন্ডাস্ট্রির কেউ আমার সমর্থনে এগিয়ে আসেনি। আমি সম্পূর্ণ একা এটা নিয়ে লড়াই করছি।’ 

পাঞ্জাবে ছবিটি নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নায়িকা বলেন, ‘কিছু লোক সেখানে আমার বিরুদ্ধে জঘন্য প্রতিবাদ শুরু করেছে, তাঁরা আমার কুশপুত্তলিকা পুড়িয়েছে এবং আমার বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করছে।’

এই ছবি অভিনেত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ প্রযোজিত 'ইমার্জেন্সি' ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার, মহিমা চৌধুরী এবং মিলিন্দ সোমান।

বায়োস্কোপ খবর

Latest News

বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আর একটি যুদ্ধ হবে, বিবৃতি দিল আওয়ামি লিগ স্টার্ক-কামিনসদের স্লো পিচ দিলেই বিশ্বকাপ জিততাম! এখনও আক্ষেপ যাচ্ছে না কাইফের… দুর্গাপুজোয় শাক–সবজির মূল্যবৃদ্ধি ঠেকাতে উদ্যোগী রাজ্য, টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক দেবদাসের 'কাহে ছেড়'-এর সুরে নাচছে শিব-পার্বতী! কাণ্ড দেখে হেসে খুন নেটপাড়া দুর্গাপুজোর প্রাক্কালেই হাতে এল নতুন চাকরি, এবার উৎসবে ফিরলেন চাকরিপ্রার্থীরা কোন মন্ত্রে শতশত বছর ধরে টিঁকে ভারতের মন্দিরগুলি? 'বিস্ময়' ফুটিয়ে তুলবে এই পুজো পুজোয় মুখের উজ্জ্বলতা বাড়াতে খাদ্যতালিকায় রাখুন এই রস! কম খরচেই হবে বাজিমাত ED-র গুঁতোয় জেরবার Bookmyshow, কোল্ডপ্লে শোর টিকিট ব্ল্যাক নিয়ে FIR সংস্থার 'অত সময় নেই', বললেন আঁকা শুরুর আগে, শেষ পর্যন্ত ক্যানভাসে কী ফুটিয়ে তুললেন মমতা? ‘আড়িয়াদহের জয়ন্তর মতো এ আরেকটা বড় লুম্পেন’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.