বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana Ranaut on GenZ: 'GenZ গাজর মুলোর মতো, বোরিং, যৌনসম্পর্কের ক্ষেত্রেও অলস', বেফাঁস মন্তব্য কঙ্গনার

Kangana Ranaut on GenZ: 'GenZ গাজর মুলোর মতো, বোরিং, যৌনসম্পর্কের ক্ষেত্রেও অলস', বেফাঁস মন্তব্য কঙ্গনার

GenZ-কে গাজর-মুলোর সঙ্গে তুলনা কঙ্গনার

Kangana Ranaut on GenZ: ফের বেনফাঁস মন্তব্য করে ফেললেন কঙ্গনা! বললেন নবপ্রজন্মের বাড়ি কেনার সাধ্য বা সামর্থ কোনওটাই নেই। তাঁরা কমিটমেন্ট পছন্দ করে না। শুধু তাই নয়, এই প্রজন্ম নাকি এতটাই অলস যে তাঁরা সেক্স পর্যন্ত করতে পারে না! তাই তিনি তাঁদের কোন পরামর্শ দিলেন জানেন?

জেন জেড, বা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যাঁরা জন্মেছেন তাঁদের বিদ্রুপ করেছেন অভিনেত্রী। তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন এঁরা নাকি এতটাই ফোনে ব্যস্ত থাকেন যে তাঁরা নাকি কখনই বাড়ি কিনতে পারবেন না, কমিটমেন্টেও নাকি ভয় পান তাঁরা। শুধুই কি তাই? তিনি আরও বলেন এই প্রজন্ম নাকি এতটাই অলস যে তাঁরা সেক্স করারও সময় পর্যন্ত পান না নাকি! তাই অভিনেত্রী তাঁদের ব্যায়াম এবং যোগব্যায়াম করার পরামর্শ দিয়েছেন!

ইনস্টাগ্রাম স্টোরিজে শুক্রবার তিনি লেখেন, 'জেন জেড, হাহা। ওদের হাত পা কাঠির মতো। ওরা তো জীবনের অধিকাংশ সময়টা ফোনের সঙ্গে কাটায়। বাস্তবে কেউ কারও সঙ্গে কথা বলে না, কিছু দেখে না, বা পড়ে না। এই প্রজন্ম কেবল দ্রুত সাফল্য পেতে চায়। কোনও ডিসিপ্লিন মানে না।'

<p>কঙ্গনার ইনস্টাগ্রাম স্টোরিজ</p>

কঙ্গনার ইনস্টাগ্রাম স্টোরিজ

তিনি আরও লেখেন এঁদের ব্যাপারে। লেখেন, 'এই প্রজন্ম স্টারবাকস এবং অ্যাভোকাডো টোস্ট ভালোবাসলেও এঁরা আদতে বাড়ি কিনতে পারে না। তাঁরা কাউকে দেখানোর জন্য ভাড়ায় দামী ব্র্যান্ডের পোশাক পরতে পারে কিন্তু বিয়ে করার জন্য কমিট করতে পারে না। শুধু তাই নয়, রিপোর্ট অনুযায়ী এরা তো এত অলস হয় যে এরা সেক্স পর্যন্ত করতে পারে না। এই প্রজন্ম আসলে গাজর মুলোর মতো। চোখ পাকাচ্ছে, গালাগালি দিচ্ছে, লোকজনকে ম্যানুপুলেট করে ব্রেন ওয়াশ করছে। কিছু ব্যায়াম এবং যোগব্যায়াম করো তোমরা জেন জেড, কাজে দেবে।'

কঙ্গনা বর্তমানে চন্দ্রমুখী ২ -এর শ্যুটিংয়ে ব্যস্ত। এই ছবিটির পরিচালনা করেছেন পি বসু। এটি তামিল হরর কমেডি মুভি চন্দ্রমুখীর সিক্যুয়েল। প্রথম ভাগে রজনীকান্ত এবং জ্যোতিকা ছিলেন। চন্দ্রমুখী ২ -তে অভিনেত্রীকে রাজসভার এক নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে। তাঁর বিপরীতে রাঘব লরেন্সকে দেখা যাবে এই ছবিতে।

অন্যদিকে কিছুদিন আগেই তিনি এমারজেন্সি ছবির শ্যুটিং শেষ করেন। সেখানে তাঁকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে।

বন্ধ করুন