একদিন হিমাচল প্রদেশের একটি ছোট্ট শহর থেকে মুম্বই চলে এসেছিলেন। তারপর ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করেন। আজ কঙ্গনা রানাওয়াত প্রতিষ্ঠিত অভিনেত্রী। যদিও কাজের বাইরে আজকাল হিমাচলে পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময় কাটান কঙ্গনা। মাঝে মধ্যেই তার ঝলক উঠে আসে কঙ্গনার সোশ্যাল মিডিয়ায়। নিজের পরিবারকে নিয়ে নানান কথা বলতেও শোনা যায় কঙ্গনাকে। বুধবার বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে বাবা-মায়ের বেশকিছু পুরনো ছবি পোস্ট করেছেন কঙ্গনা।
কঙ্গনা লিখেছেন, একদিন পরিবারের বিরুদ্ধে গিয়ে একে অপরকে বিয়ে করেছিলেন তাঁর বাবা-মা। তাঁদের প্রেমের গল্পটি তাঁর বেশ পছন্দের বলে জানিয়েছেন ‘কুইন’। লিখেছেন আবারও যদি জন্ম নেন, তাহলে আরও একবার তাঁর বাবা-মায়ের মেয়ে হয়েই জন্ম নিতে চান। কঙ্গনা তাঁর বাবা-মা অমরদীপ ও আশা রানাওয়াতের অল্প বয়সের দুটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। লিখেছেন, ‘মায়ের প্রেমে পড়ার জন্য এবং নানু সহ পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে মা-কে এই দিনে (১৯ এপ্রিল) বিয়ে করার জন্য ধন্যবাদ। তোমাদের প্রেমের গল্প আমার বেশ পছন্দের।’
হিমাচলের পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় তোলা তাঁর বাবা-মায়ের একটি সাম্প্রতিক ছবিও শেয়ার করেন কঙ্গনা। লেখেন, 'তোমাদের দুজনকেই জানাই শুভ বার্ষিকী। যেমন মা বলেন 'যদি আমার সাতটি জীবন থাকে, আমি প্রতিটি জীবনে তোমার বাবাকে আমার স্বামী হিসাবে চাই'। ‘একইভাবে আমি বলব, যদি আমার আরও একটা জীবন থাকে, তাহলে তোমাদের আমার মা এবং বাবা হিসাবে সবসময় চাই।’
আরও পড়ুন-যদি ব্যর্থ হন, তাহলে লোকজন আরও বেশি লাথি মারবে, সেখান থেকেই নিজেকে তুলতে হবে: প্রিয়াঙ্কা
কঙ্গনা তাঁর কাকু-কাকিমার একটি বিয়ের ছবিও শেয়ার করছেন। কারণ একই দিনে ছিল তাঁদেরও বিবাহবার্ষিকী। কঙ্গনা লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী চাচা জগদীপ রানাউত এবং চাচি শর্মিলা। তাঁদের এটা অ্যারেঞ্জড ম্যারেজ ছিল, কিন্তু পরে তাঁরা জানতে পারেন তাদের পোষ্যের নাম বাবলু ও বাবলি। হাহাহা, বিয়ের বিষয়গুলি সত্যিই স্বর্গে তৈরি হয়।’ কঙ্গনা তাঁর কাকু-কাকিমার বিয়ের আরও একটি ছবি শেয়ার করে লিখেছেন, কঙ্গনা লিখেছেন, 'আমার মায়ের কখনো লিপস্টিক লাগাতেন না। যৌথ পরিবারে বেড়ে ওঠার আনন্দ ছিল ছোটবেলায়, আমি সব সময় আমার চাচির ড্রেসারের সামনে থাকতাম। আমি ওঁর আইস্যাডো, লিপস্টিক সবই ঘেঁটে ফেলতাম। ওঁর নেইল পেইন্টের বোতল ভেঙ্গে ফেলেছি। উনি এখন পর্যন্ত সবচেয়ে ধৈর্যশীল, দয়ালু এবং ভদ্র একজন মহিলা। চাচি তোমাকে সত্যিই ভালোবাসি।"
কঙ্গনাকে খুব শীঘ্রই দেখা যাবে তাঁর নিজের প্রযোজনা সংস্থার, ও নিজের পরিচালনায় তৈরি ছবি ‘ইমার্জেন্সিতে’, যেখানে তিনি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হয়ে ধরা দেবেন। এছাড়া কঙ্গনাকে 'তেজস'-এ দেখা যাবে, যেখানে তিনি ভারতীয় বিমান বাহিনীর পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন।পি ভাসুর চন্দ্রমুখী২-তেও দেখা যাবে কঙ্গনাকে।