বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana Ranaut: ‘পরিবারের অমতে বিয়ে করেছিলেন ওঁরা', বাবা-মা-এর বিবাহবার্ষিকীতে অদেখা পুরনো ছবি পোস্ট কঙ্গনার

Kangana Ranaut: ‘পরিবারের অমতে বিয়ে করেছিলেন ওঁরা', বাবা-মা-এর বিবাহবার্ষিকীতে অদেখা পুরনো ছবি পোস্ট কঙ্গনার

ববা-মাকে বিবাহ-বার্ষিকীর শুভেচ্ছা কঙ্গনার

কঙ্গনা লেখেন, 'তোমাদের দুজনকেই জানাই শুভ বার্ষিকী। যেমন মা বলেন 'যদি আমার সাতটি জীবন থাকে, আমি প্রতিটি জীবনে তোমার বাবাকে আমার স্বামী হিসাবে চাই'। ‘একইভাবে আমি বলব, যদি আমার আরও একটা জীবন থাকে, তাহলে তোমাদের আমার মা এবং বাবা হিসাবে সবসময় চাই।’

একদিন হিমাচল প্রদেশের একটি ছোট্ট শহর থেকে মুম্বই চলে এসেছিলেন। তারপর ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করেন। আজ কঙ্গনা রানাওয়াত প্রতিষ্ঠিত অভিনেত্রী। যদিও কাজের বাইরে আজকাল হিমাচলে পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময় কাটান কঙ্গনা। মাঝে মধ্যেই তার ঝলক উঠে আসে কঙ্গনার সোশ্যাল মিডিয়ায়। নিজের পরিবারকে নিয়ে নানান কথা বলতেও শোনা যায় কঙ্গনাকে। বুধবার বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে বাবা-মায়ের বেশকিছু পুরনো ছবি পোস্ট করেছেন কঙ্গনা।

কঙ্গনা লিখেছেন, একদিন পরিবারের বিরুদ্ধে গিয়ে একে অপরকে বিয়ে করেছিলেন তাঁর বাবা-মা। তাঁদের প্রেমের গল্পটি তাঁর বেশ পছন্দের বলে জানিয়েছেন ‘কুইন’। লিখেছেন আবারও যদি জন্ম নেন, তাহলে আরও একবার তাঁর বাবা-মায়ের মেয়ে হয়েই জন্ম নিতে চান। কঙ্গনা তাঁর বাবা-মা অমরদীপ ও আশা রানাওয়াতের অল্প বয়সের দুটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। লিখেছেন, ‘মায়ের প্রেমে পড়ার জন্য এবং নানু সহ পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে মা-কে এই দিনে (১৯ এপ্রিল) বিয়ে করার জন্য ধন্যবাদ। তোমাদের প্রেমের গল্প আমার বেশ পছন্দের।’

হিমাচলের পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার সময়  তোলা তাঁর বাবা-মায়ের একটি সাম্প্রতিক ছবিও শেয়ার করেন কঙ্গনা। লেখেন, 'তোমাদের দুজনকেই জানাই শুভ বার্ষিকী। যেমন মা বলেন 'যদি আমার সাতটি জীবন থাকে, আমি প্রতিটি জীবনে তোমার বাবাকে আমার স্বামী হিসাবে চাই'। ‘একইভাবে আমি বলব, যদি আমার আরও একটা জীবন থাকে, তাহলে তোমাদের আমার মা এবং বাবা হিসাবে সবসময় চাই।’

আরও পড়ুন-যদি ব্যর্থ হন, তাহলে লোকজন আরও বেশি লাথি মারবে, সেখান থেকেই নিজেকে তুলতে হবে: প্রিয়াঙ্কা

<p>পুরনো ও বর্তমান, বাবা-মায়ের দুটি সময়ের ছবি শেয়ার করেছেন কঙ্গনা</p>

পুরনো ও বর্তমান, বাবা-মায়ের দুটি সময়ের ছবি শেয়ার করেছেন কঙ্গনা

<p>কঙ্গনার বাবা-মায়ের বিয়ের ছবি</p>

কঙ্গনার বাবা-মায়ের বিয়ের ছবি

কঙ্গনা তাঁর কাকু-কাকিমার একটি বিয়ের ছবিও শেয়ার করছেন। কারণ একই দিনে ছিল তাঁদেরও বিবাহবার্ষিকী। কঙ্গনা লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী চাচা জগদীপ রানাউত এবং চাচি শর্মিলা। তাঁদের এটা অ্যারেঞ্জড ম্যারেজ ছিল, কিন্তু পরে তাঁরা জানতে পারেন তাদের পোষ্যের নাম বাবলু ও বাবলি। হাহাহা, বিয়ের বিষয়গুলি সত্যিই স্বর্গে তৈরি হয়।’ কঙ্গনা তাঁর কাকু-কাকিমার বিয়ের আরও একটি ছবি শেয়ার করে লিখেছেন, কঙ্গনা লিখেছেন, 'আমার মায়ের কখনো লিপস্টিক লাগাতেন না। যৌথ পরিবারে বেড়ে ওঠার আনন্দ ছিল ছোটবেলায়, আমি সব সময় আমার চাচির ড্রেসারের সামনে থাকতাম। আমি ওঁর আইস্যাডো, লিপস্টিক সবই ঘেঁটে ফেলতাম। ওঁর নেইল পেইন্টের বোতল ভেঙ্গে ফেলেছি। উনি এখন পর্যন্ত সবচেয়ে ধৈর্যশীল, দয়ালু এবং ভদ্র একজন মহিলা। চাচি তোমাকে সত্যিই ভালোবাসি।"

কঙ্গনাকে খুব শীঘ্রই দেখা যাবে তাঁর নিজের প্রযোজনা সংস্থার, ও নিজের পরিচালনায় তৈরি ছবি ‘ইমার্জেন্সিতে’, যেখানে তিনি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হয়ে ধরা দেবেন। এছাড়া কঙ্গনাকে 'তেজস'-এ দেখা যাবে, যেখানে তিনি ভারতীয় বিমান বাহিনীর পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন।পি ভাসুর চন্দ্রমুখী২-তেও দেখা যাবে কঙ্গনাকে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বায়োস্কোপ খবর

Latest News

'বহুরূপী'তে ধরা দেবেন ‘পরী’ হয়ে, তার আগে ক্যাটরিনার সঙ্গে কী করছেন ঋতাভরী? 'অল্প বাজেটের পুজো, পাড়ার ছেলে হিসেবে …', উৎসবে ফেরা নিয়ে সাফাই সনাতন দিন্দার পুলিশের ব্যর্থতারই ফসল জয়নগরর ঘটনা? কী বললেন আরজি করের নির্যাতিতার বাবা-মা? বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.