কঙ্গনা রানাওয়াত আসন্ন ছবি 'ইমার্জেন্সি' ২০২৪ সালের সেপ্টেম্বরে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছবি থেকে কিছু দৃশ্য বাদ দেওয়ার প্রস্তাব দেয়। ফলে তখনকার মতো ছবি মুক্তি স্থগিত হয়ে যায়। তাছাড়াও পাঞ্জাবের শিরোমনি আকালি দল সিবিএফসিকে একটি আইনি নোটিশও পাঠিয়েছিল এবং দাবি করেছিল যে ছবিটি 'সাম্প্রদায়িকতাকে উস্কে দিতে পারে' এবং 'ছবিতে দেখানো ভুল তথ্য, ঘৃণা এবং সামাজিক বিভেদ ছড়াতে পারে। তবে এই সব বাঁধা অতিক্রম করে অবশেষে চলতি বছরের ১৭ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে।
অনেক লড়াইয়ের পর কঙ্গনার বহুল প্রত্যাশিত আসছে, শেষ পর্যন্ত যে ছবিটি দর্শকরা দেখতে পাবেন তাতেি খুশি অভিনেত্রী। তবে এই খুশির মধ্যেও মনে মধ্যে জমেছে অভিমান। তিনি জানিয়েছেন, এই ছবি করতে গিয়ে এত সমস্যায় তাঁকে পড়তে হয়েছে যে, তিনি ভবিষতে আর রাজনৈতিক ছবি বানাবেন না।
আরও পড়ুন: ‘হলিউডে অনেকে মারাও গেছে এই ডায়েটে’, ২৫ দিনে ১৬ কেজি ওজন কমাতে কী খেয়েছিলেন রোহিত?
নিউজ 18-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘আমি আর কখনও রাজনৈতিক ছবি বানাবো না। কারণ এটা তৈরি করা খুব কঠিন।’ তাঁর মতে, এই কাজ করতে গিয়ে তিনি বুঝেছেন যে অনেকেই এই ধরনের সিনেমা (রাজনৈতিক ছবি) করেন না, বিশেষ করে বাস্তব জীবনের চরিত্র নিয়ে, তার কারণ এতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, যা ফিকশন ছবির ক্ষেত্রে ততটাও হয় না।
তিনি আরও বলেন, 'আমি মনে করি দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার মনমোহন সিংয়ের চরিত্রে অনুপম (অনুপম খের) জি অসাধারণ অভিনয় করেছেন। এটি তাঁর সেরা কাজগুলির মধ্যে অন্যতম। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি আর কখনও এই ধরনের ছবি করার কথা ভাবব কিনা? তাহলে আমার উত্তর অবশ্যই না হবে।
আরও পড়ুন: সৃজিতের 'ভ্রম'! 'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর মুক্তির আগেই বিশেষ পোস্ট পরিচালকের
তবে এই ছবির মুক্তি স্থগিত হয়ে যাওয়ার ফলে তাঁকে নিজের সম্পত্তিও বিক্রি করে দিতে হয়েছিল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘মহামারী মধ্যে আমাদের কাজ হয়েছে। সেই সময় যখন লকডাউন হত তখন আমাদের কাজ বন্ধ থাকত। তখন আমার হাতেও কাজ নেই, আর কাজ নেই মানে টাকাও আসছে না। কিন্তু আমি সবার পারিশ্রমিক দিতে বাধ্য ছিলাম, শুটিং না হলেও আমাকে দিতে হতো। তারপরে আসামের বন্যা হল। এরপর আমার আরও কিছু সমস্যা হয়। আসলে এই ছবি করতে গিয়ে আমাকে এই ছবি অনেক লড়াই করতে হয়েছে। মাঝে মাঝে আমি অসহায় বোধ করতাম, কিন্তু আমি কার কাছে এই হতাশা প্রকাশ করব তখন?’
তাঁর কথায়, ‘আপনি যদি প্রযোজক হন, তাহলে আপনি কার প্রতি আপনার মেজাজ হারাবেন? (হেসে) একজন পরিচালক হিসাবে, একজন প্রযোজকের সঙ্গে লড়াই করতে পারেন, কিন্তু আপনি যদি নিজেই সবটা করে থাকেন তবে আপনি কার সঙ্গে লড়াই করবেন? আমি জোরে বলতে চেয়েছিলাম যে, আমার আরও অর্থের প্রয়োজন এবং আমি খুশি নই, কিন্তু তা বলার জায়গাটা আমার ছিল না।’
প্রসঙ্গত, ইমার্জেন্সিতে কঙ্গনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। ছবিটি ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। 'ইমার্জেন্সি' প্রযোজনা করেছে জি স্টুডিও ও মণিকর্ণিকা ফিল্মস। ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে এবং প্রয়াত সতীশ কৌশিক।