এমার্জেন্সির প্রচার চলাকালীন কঙ্গনা রানাওয়াতকে কথা বলতে শোনা যায়, বলিউডের টপে থাকা একের পর এক সেলেব্রিটির সঙ্গে সিনেমার অফার ফেরানো নিয়ে। যাতে নাম রয়েছে অক্ষয় কুমারেরও। তিনি জানান, এর পিছনে অনেক বড় কারণ রয়েছে। আর সেই কারণ তিনি নিজে অক্ষয় কুমারকে জানিয়েওছিলেন।
কঙ্গনাকে বলতে শোনা যায়, অক্ষয় তাঁকে 'সিং ইজ ব্লিং'-এ অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। যাতে পরে এমি জ্যাকসনকে প্রধান চরিত্রে দেখা যায়। কঙ্গনা বলেন যে, তিনি অক্ষয়কে বুঝিয়ে বলেছিলেন যে, এই ভূমিকাটি মহিলাদের প্রতি ততটাও শ্রদ্ধাশীল নয়।
কঙ্গনা বলেন, ‘অক্ষয় কুমার আমাকে 'সিং ইজ ব্লিং'-এর জন্য ডেকেছিলেন। তারপর তিনি আমাকে আবার কয়েকটি ছবির জন্য ডেকেছিলেন। তারপর তিনি জিজ্ঞেস করেছিলেন, 'কঙ্গনা, তোমার কি আমার সঙ্গে কোনো সমস্যা আছে?' আমি বললাম, 'স্যার, আপনার সঙ্গে আমার কোনো সমস্যা নেই'। তখন তাঁর প্রশ্ন ছিল, 'তাহলে তোমায় এত ভালো ভালো রোল দিচ্ছি, ফেরাচ্ছ কেন?'’
‘তখন আমার জবাব ছিল, স্যার দয়া করে একটু বুঝুন। আপনারও তো মেয়ে আছে। আপনি যে অফারগুলো আমায় দিয়েছেন, সেই চরিত্রগুলো মহিলাদের জন্য সম্মানীয় নয়’।, নিজের বক্তব্যে জুড়ে নেন কঙ্গনা।
অপর একটি সাক্ষাৎকারে কঙ্গনাকে বলতে শোনা যায়, তাঁর কাছে সলমন খানের বজরঙ্গি ভাইজান ও সুলতানের অফারও এসেছিল। অভিনেত্রী বলেন, যে তিনি কবির খান-পরিচালনায় নির্মিত সিনেমায় কেন্দ্রীয় মহিলা চরিত্রটি (যেটা করিনা কাপুর অভিনয় করেন) তার জন্য যথেষ্ট শক্তিশালী মনে করেননি। কঙ্গনা যোগ করেছেন যে, সুলতানও সেভাবে তাঁর মনঃপূত হয়নি। সেই ছবিতে শেষ পর্যন্ত সলমনের বিপরীতে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা।
‘সালমান আমাকে বজরঙ্গি ভাইজান-এ একটি ভূমিকার প্রস্তাব দিয়েছিলেন। যা দেখে আমার প্রতিক্রিয়া ছিল, এসব কী চরিত্র দিচ্ছে! তিনি তখন আমার সঙ্গে 'সুলতান'-এর জন্য যোগাযোগ করেছিলেন। আমি তা গ্রহণ করিনি। তিনি বলেছিলেন, 'এখন আমি আপনাকে আর কী অফার করব?'। তবে সব প্রত্যাখ্যান সত্ত্বেও, সলমন সবসময় আমার সঙ্গে সদয় আচরণ করেছেন।’
রণবীর কাপুরের অ্যানিম্যালের সমালোচনাও করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, ‘ওখানে শুধু লাশ জমা করছে। আর কেন? শুধু মজা করার জন্য। এটা জনকল্যাণ বা সীমান্ত রক্ষার জন্য নয় তো মানা যায়। শুধু মদ খাচ্ছে আর মজা করার জন্য খুন করছে।’
৬ সেপ্টেম্বর রিলিজ করতে চলেছে এমার্জেন্সি। এই ছবিতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক।