এবার সামনে এল কঙ্গনা রানাওয়াত পরচালিত-প্রযোজিত ও অভিনীত ‘এমারজেন্সি’ ছবিতে মিলিন্দ সোমানের লুক। দেখে নিন কোন চরিত্রে আছেন তিনি।
1/5কঙ্গনা রানাওয়াত বৃহস্পতিবার শেয়ার করে নিলেন ‘এমার্জেন্সি’ সিনেমায় মিলিন্দ সোমানের লুক। ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমায় মিলিন্দকে কোন লুকে দেখা যাবে তা শেয়ার করে নিলেন কঙ্গনা।
2/5বাঁ দিকের ছবিটা স্যাম মানেকশর নিজের। অবিকল মিল ফুটিয়ে তোলা হয়েছে মিলিন্দের মুখে। গোঁফটি বিশেষ করে লুক বদলে দিয়েছে। কঙ্গনা এই ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখলেন, ‘ডাইনামিক মিলিন্দ সোমান স্যাম মানেকশ-র চরিত্রে। এমন এক মানুষ্য যন্ত্র যে ভারত-পাক যুদ্ধের সময় দেশের সীমানা রক্ষা করেছিলেন। যার সততাই তাঁর আসল বৈশিষ্ট্য। একজন যুদ্ধ নায়ক ও দূরদর্শী নেতা এমারজেন্সিতে’। আর এই পোস্টের কমেন্ট সেকশনে অনুপম খের লিখলেন, ‘অসাধারণ’।
3/5‘এমারজেন্সি’ ছবিতে কঙ্গনা থাকছেন ইন্দিরা গান্ধির চরিত্রে। নিজের ফার্স্ট লুক টিজার শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘সেই মহিলাকে নিয়ে এলাম, যাঁকে স্যার বলে ডাকা হত’। অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্বও তাঁর কাঁধে। প্রযোজকও তিনিই। কঙ্গনা আগেই বলে দিয়েছেন এমারজেন্সি কোনও বায়োপিক না, এটা একটা রাজনৈতিক ছবি। কঙ্গনার কথায়, ‘ইন্দিরা গান্ধির বায়োপিক নয় এই ছবি। বরং এটা একটা বড় প্রেক্ষাপটকে তুলে ধরে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এটা একটা রাজনৈতিক ছবি যা আমাদের জেনারেশনকে সাহায্য করবে বর্তমান ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝে নিতে।’
4/5ছবিতে জয়প্রকাশ নারায়নের চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। পুপুল জায়াকারের চরিত্রে মহিমা চৌধুরি। আর অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় শ্রেয়স তালপাড়ে। সিনেমায় প্রত্যেকেরই মেকআপ দুর্দান্ত। সকলেই মেনে নিয়েছেন আন্তর্জাতিক মানের কাজ হয়েছে।
5/5১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, টানা ২১ মাস ভারতে জারি হয়েছিল জরুরি অবস্থা। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি। কঙ্গনার এই ছবিতে সেই সময়টাই তুলে ধরা হয়েছে। সূত্রের খবর থাকবে অপারেশন ব্লু স্টারও।