বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana Ranaut Slapped: CISF জওয়ানের চড় কঙ্গনার গালে! কী ঘটেছিল ওখানে? থাপ্পড়ের কারণই বা কী? ভিডিয়োয় জানালেন সাংসদ

Kangana Ranaut Slapped: CISF জওয়ানের চড় কঙ্গনার গালে! কী ঘটেছিল ওখানে? থাপ্পড়ের কারণই বা কী? ভিডিয়োয় জানালেন সাংসদ

কঙ্গনা রানাওয়াত। ফাইল ছবি (HT_PRINT)

Kangana Ranaut Slapped: কেন চড় খেতে হল কঙ্গনাকে? সদ্য নির্বাচিত সাংসদ এক ভিডিয়োবার্তায় জানালেন এখন কেমন আছেন।

বৃহস্পতিবার দুপুর থেকে আলোচনায় কঙ্গনা রানাওয়াত। শোনা গিয়েছে, চণ্ডীগড় বিমানবন্দরে এক CISF জওয়ানের হাতে তাঁর হেনস্থা হয়েছে। ওই মহিলা জওয়ান নাকি তাঁকে চড় মেরেছেন। কিন্তু ঘটনাটি নিয়ে নানা মহলে সন্দেহ ছিল। এর পিছনে কী কারণ থাকতে পারে, তা নিয়েও নানা তত্ত্ব উড়ছিল বাতাসে। দিল্লি পৌঁছে এক ভিডিয়ো বার্তায় সে সম্পর্কে বললেন খোদ নব নির্বাচিত সাংসদ। কী বললেন তিনি?

কঙ্গনা বলেছেন, তাঁর কাছে প্রচুর ফোন আসছে। শুভানুধ্যায়ীরা, সংবাদমাধ্যমের বন্ধুরা জিজ্ঞাসা করছেন, তিনি কেমন আছেন। তাঁদের সবাইকে প্রথমেই তিনি জানিয়েছেন, যে ভালো আছেন, সুস্থ আছেন। এর পরে কঙ্গনা বলেন, ‘আজ চণ্ডীগড় বিমানবন্দরে যে ঘটনাটি ঘটেছে, সেটি সিকিওরিটি চেকের সময়ে ঘটেছে। সিকিওরিটি চেক করে যেই বেরিয়েছি, তখন অন্য কেবিনে যে মহিলা ছিলেন, যিনি ওই কেবিনের নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করছিলেন, সেই CISF জওয়ান মহিলা, উনি পাশ থেকে এসে আমার মুখে মারেন। গালি দিতে শুরু করেন।’

কঙ্গনার বক্তব্য, এর পরে তিনি জিজ্ঞাসা করেন, এমন কাণ্ড কেন ঘটাচ্ছেন? উত্তরে ওই জওয়ান নাকি বলেন, তিনি কৃষক আন্দোলনের সমর্থক। এর পরে কঙ্গনা জুড়ে দেন, ‘আমি নিরাপদে আছি ঠিকই, কিন্তু আমার চিন্তা, যে আতঙ্কবাদ এবং উগ্রবাদ পঞ্জাবে বাড়ছে, সেটি আমরা কী করে নিয়ন্ত্রণ করব।’

(আরও পড়ুন: বিমানবন্দরে হেনস্থা কঙ্গনার! অভিযোগ, CISF-এর জওয়ান চড় মেরেছেন তাঁকে, কোন রাজনীতি রয়েছে বলে শোনা যাচ্ছে)

যত দূর শোনা গিয়েছে, কঙ্গনা বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে এসেছিলেন বিমানে উঠতে। দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরে হাজির হয়েছিলেন তিনি। সেই সময়ে এক মহিলা CISF জওয়ান তাঁর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন এবং তিনি নাকি তাঁকে চড় মারেন। এর পরে কঙ্গনার সঙ্গে থাকা একজন পালটা চড় মারেন ওই জওয়ানকে।

সেই মহিলা জওয়ানের ছবি বলে দাবি করে একটি ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেউ কেউ। যদিও আদৌ সেটি ওই জওয়ানের ছবি কি না, তা খতিয়ে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা। এর পরে দিল্লি পৌঁছেছেন কঙ্গনা। সেখানে বিমানবন্দরে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তবে সেখানেও পরিষ্কার করে কিছু বলেননি তিনি। তার পরেই এই ভিডিয়োবার্তাটি দেন তিনি।

শোনা যাচ্ছে, একটি তদন্ত কমিটি ইতিমধ্যেই তৈরি হয়েছে বিষয়টি জানার উদ্দেশ্যে। অভিযুক্ত জওয়ানকেও প্রশ্ন করা হচ্ছে বলে জানা গিয়েছে।

বায়োস্কোপ খবর

Latest News

'রেপ-টেপ সব জায়গাতেই হয় কিন্তু…', আরজি কর কাণ্ড নিয়ে এসব কী বলেলন সৌরভ ঘরণী ডোনা চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.