বাংলা নিউজ > বায়োস্কোপ > বিকিনি পরে, চুল স্ট্রেট করেও স্বীকৃতি পাইনি, তাপসী-স্বরাকে বার্তা অনড় কঙ্গনার

বিকিনি পরে, চুল স্ট্রেট করেও স্বীকৃতি পাইনি, তাপসী-স্বরাকে বার্তা অনড় কঙ্গনার

তোমরা দুজনেই ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও কেন কাজ পাও না? তাপসী-স্বরার প্রতি প্রশ্ন ছুড়ে দিলেন কঙ্গনা।

তই ঢুকে পড়ার চেষ্টা কর না কেন, বাস্তবে তেমন ঘটবে না। তুমি সকলের চোখে সেই বি গ্রেড অভিনেত্রী হিসেবেই পরিচিত হবে।

তাপসী পান্নু ও স্বরা ভাস্করকে ‘বি গ্রেড’ অভিনেত্রী বলে যে বিতর্ক তৈরি করেছেন কঙ্গনা রানাউত, তার থেকে একচুল সরতে তিনি রাজি নন। 

নিজের অবস্থান থেকে না সরে সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা ব্যাখ্যা করেছেন, তাঁর ওই মন্তব্য। তাঁর মতে, স্বরা ভাস্কর যখন সংবাদমাধ্যমে বলেন যে তিনি সোনম কাপুরের প্রিয়তম বন্ধু, কেউ তা বিশ্বাস করেন না। কারণ সকলেই জানেন, সত্যিটা কী। একই ভাবে যখন তাপসী বলেন যে বলিউডের সকলেই তাঁকে ভালোবাসেন, তখন দুনিয়া বুঝতে পারে যে, তিনি আদৌ সত্যি কথা বলছেন না। কঙ্গনার দাবি, কেউ কখনও তাপসীকে আলিয়া ভাট বা অনন্যা পান্ডের সঙ্গে একাসনে বসান না।

এর পর কঙ্গনা বলেছেন, ‘যতই তুমি ঢুকে পড়ার চেষ্টা কর না কেন, বাস্তবে তেমনটা ঘটবে না। তুমি সকলের চোখে সেই বি গ্রেড অভিনেত্রী হিসেবেই পরিচিত হবে। এই সব গলিতে আমি এর আগেই হেঁটে এসেছি। আমি জানি তার গন্তব্য কোথায় শেষ হয়েছে। যদি মনে করে থাকো যে, তুমি দিব্যি ওদের সঙ্গে ফিল্মি দুনিয়ার ইনসাইডার হয়ে গিয়েছ, সেটা তোমার ভুল।’

কঙ্গনা জানিয়েছেন, অতীতে তিনিও বহু বার চেষ্টা করেছেন নিজের ওপর থেকে বি গ্রেড অভিনেত্রীর ট্যাগ মুছে ফেলার। তাঁর কথায়, ‘এ কথা সত্যি যে গোড়ার দিকে আমিও এই চেষ্টা করেছিলাম। সেই সময় নিজের চুল স্ট্রেট করেছি, ঠোঁট ফুলিয়ে রাখার জন্য তাতে বোটক্স পুরেছি, রাস্কেল-এর মতো ছবি করেছি, বিকিনি পরে ফোটোশ্যুট করেছি- প্রাণপণ চেষ্টা করেছি স্বীকৃতি পাওয়ার। চেয়েছি ম্যাগাজিনের কভার গার্ল হতে, পুরস্কার জিততে। কিন্তু আখেরে এ সবে কোনও লাভ হয়নি। আমি সেই বি গ্রেড অভিনেত্রীই থেকে গিয়েছি আর ওরাও আমাকে স্বীকৃতি দেয়নি।’

এর আগে রিপাবলিক টিভি-র সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, ‘এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি বলতে চাইছি, আমার এখানে শুধু হারানোরই আছে, কারণ আমি জানি যে আগামিকাল তাপসী পান্নু বা স্বরা ভাস্করের মতো কমপক্ষে ২০ জন অভাবী বহিরাগত দাঁড়িয়ে উঠে বলবে, ওহ! নেপোটিজম নিয়ে মাথাব্যথা রয়েছে শুধু কঙ্গনা রানাউতের। আমরা কিন্তু করণ জোহরকে ভালোবাসি। যদি সত্যিই তোমরা করণ জোহরকে এত ভালোবাসো তাহলে কী কারণে দুজনেই এখনও বি গ্রেড অভিনেত্রী হয়ে রয়েছ? তোমরা দুজনেই আলিয়া ভাট বা অনন্যা পান্ডের থেকে দেখতে ভালো। তোমরা দুজনেই ভালো অভিনেত্রী। তা হলে কেন তোমরা কাজ পাও না? তোমাদের পুরো অস্তিত্বই তো নেপোটিজমের সপক্ষে প্রমাণ স্বরূপ। ইন্ডাস্ট্রি নিয়ে তোমরা খুশি, এ সব আমাকে বলতে এস না।’

অন্য দিকে, হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে তাপসী পান্নু অভিযোগ করেন যে, কঙ্গনা ও তাঁর বোন রঙ্গোলি চান্ডেল মিলে তাঁর কেরিয়ার নষ্ট করার চেষ্টায় তাঁর বিরুদ্ধে মিত্যে অভিযোগ এনেছেন, আর সেই চেষ্টা কোনও ছবিতে নিজের জায়গায় কোনও স্টার-সন্তানের সুযোগ পাওয়ার সমতুল্য।

 

বায়োস্কোপ খবর

Latest News

‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট ১৯বলে ঝোড়ো অর্ধশতরান,উথাপ্পার নজির ছুঁলেন পাতিদার,অল্পের জন্য মিস গেইলের রেকর্ড

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.